Advertisement
hasancse1991

dua-kobul-azan-iqamat

Sep 24th, 2018
297
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
JSON 3.03 KB | None | 0 0
  1. {
  2.   "button_hints": "অ্যাপ আপডেট করুন ও রেটিং দিন গুগল প্লে স্টোর থেকে",
  3.   "button_text": "App Update and Rate",
  4.   "button_url": "https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan",
  5.   "content_message": "দুয়া ইবাদতের মগজ বা মূল। দুয়ার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের মুখাপেক্ষিতা ও আত্মসমর্পন প্রদর্শন করি। নিজের যত চাওয়া, যত অভাব-অভিযোগ সব কিছু উচিত আল্লাহকে জানানো। আমাদের অভাবের কথা আল্লাহকে জানানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ তিনি অভাব থেকে মুক্ত। দুয়া কবুল হওয়ার বেশ কিছু সময়ের ব্যাপারে হাদীসের বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আযান ও ইক্বামাতের মধ্যবর্তী সময়। তাই এই মুবারক সময়কে আমরা যেন হেলায় না হারাই।\n\nআনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ\nতিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন: আযান ও ইক্বামাতের মধ্যবর্তী সময়ের দু’আ কখনো প্রত্যাখ্যাত হয় না। (আহমাদ, তিরমিজি, আবু দাঊদ)\n\n‘আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্ণিতঃ\nএক ব্যক্তি বললো, হে আল্লাহ্ রাসূল! মুয়াজ্জিনরা তো আমাদের উপর মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ্ (সাঃ) বলেন: মুয়াজ্জিনরা যেরূপ বলে থাকে তোমরাও সেরূপ বলবে। অতঃপর আযান শেষ হলে (আল্লাহর নিকট) দু’আ করবে। তখন তোমাকে তাই দেয়া হবে (তোমার দু’আ ক্বুবুল হবে)। (আবু দাঊদ)\n\nআনাস (রাঃ) থেকে বর্ণিতঃ\nরাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন: “আযান ইক্বামাতের মধ্যবর্তী সময়ের দু’আ কবুল হয়। সুতরাং তোমরা দু’আ করো।” (ইবনু খুযাইমাহ)",
  6.   "content_title": "দুয়া কবুল হবার সময়"
  7. }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement