Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- {
- "button_hints": "জিলহাজ্জ মাসের আমলগুলোর উপর ছোট্ট একটি ভিডিও দেখতে নিচের বাটনে ক্লিক করে ইউটিউবে যান",
- "button_text": "ইউটিউবের লেকচার দেখুন",
- "button_url": "https://www.youtube.com/watch?v=tXzYvYKimus",
- "content_message": "রমজানের শেষ ১০ দিনের পর জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের।\n\nরাসূলুল্লাহ (সা.) বলেন, ‘জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে যতটা প্রিয় তা অন্য কোনো সময়ে নয়। সাহাবারা প্রশ্ন করেন, আল্লাহর পথের জেহাদ থেকেও প্রিয়? তিনি বললেন, হ্যাঁ। তবে কোনো ব্যক্তি যদি জান-মাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে আর ফিরে না আসে তার কথা ভিন্ন।’ (সহিহ বুখারি)\n\nনিচে এই দশ দিনের ১০ টি আমলের উল্লেখ করা হলো।\n১। সুন্নাহ অনুসরণ করে আল্লাহর যিকির বা স্মরণ করা। সকল কাজের মাসনূন দুয়া বা বিসমিল্লাহ বলাও আল্লাহর যিকিরের অন্তর্ভুক্ত\n২। বেশি বেশি নেক আমল করা (কুরআন তিলাওয়াত, নফল নামাজ ইত্যাদি)\n৩। গুনাহ থেকে বেঁচে থাকা\n৪। হজ্জ করা (যাদের উপর হজ্জ ফরজ)\n৫। কুরবানি আদায় করা (যাদের সামর্থ্য আছে)\n৬। যারা কুরবানির নিয়ত করেছে তাদের জন্য চুল-নখ ও অন্যান্য পশম না কাটা\n৭। এই পুরো ১০ দিনই বেশি বেশি তাকবির-তাহমিদ-তাহলিল পাঠ করা (আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ)। চলতে ফিরতে বা অবসর সময়ে পুরুষে সম্ভব হলে উচ্চস্বরে আর নারীরা নিচু স্বরে এটা পাঠ করবে\n৮। আইয়ামে তাশরিকের দিনগুলোর (৯ জিলহজ্জ থেকে ১৩ জিলহজ্জ, ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট ২০১৮) ফরজ নামাজের পর অন্তত একবার উপরে বর্ণিত তাকবির-তাহমিদ-তাহলিল পাঠ করা\n৯। আরাফার দিন (৯ জিলহজ্জ, ২১ আগস্ট ২০১৮) রোজা রাখা। এদিন রোজা রাখলে আগের ও পরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন\n১০। ঈদের দিন ঈদের নামাজ পড়া ও ঈদের অন্যান্য সুন্নাহের উপর আমল করা\n\nরমজানে আমাদের জীবনে কিছুটা হলেও পরিবর্তন আসে। আমরা অন্যান্য সময়ের তুলনায় আরো বেশি আল্লাহমুখী হই। কিন্তু সেই তুলনায় জিলহাজ্জের এই ফজিলতপূর্ণ সময়ের ব্যাপারে আমরা গাফেল থাকি। আসুন নিজেদেরকে প্রশ্ন করি এ পর্যন্ত যতগুলো জিলহজ্জ পেয়েছি সেগুলো কিভাবে হেলায় হারিয়েছি। চলুন এই জিলহজ্জকে আমরা গ্রহণ করি আল্লাহর প্রিয় বান্দা হবার একটা সুযোগ হিসাবে।\nআল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমীন।\n\nজিলহাজ্জ মাসের আমলের উপর ছোট্ট একটা ভিডিওঃ https://www.youtube.com/watch?v=tXzYvYKimus",
- "content_title": "জিলহাজ্জ মাসের প্রথম দশকের আমল"
- }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment