Advertisement
ShadmanTaqi

gorur rochona

Mar 31st, 2023
20
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 37.39 KB | None | 0 0
  1. ♣♣♣ Hello candidates! আমি Ahsanul Kabir, from Law department, Brac University. তোমাদের অনেকেরই পছন্দের ইউনিভার্সিটির তালিকায় ব্র‍্যাক ইউনিভার্সিটি। অনেকেই বারবার জানতে চেয়েছেন ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের Admission test এর লিখিত, ভাইবা খরচ, গ্রেডিং সিস্টেম, স্কলারশিপ পলিসি নিয়ে। কপি করলে অবশ্যই লেখকের নাম রাখুন কারটেসি হিসেবে। অনাথায় ইহা চুরি হিসেবে ধরে নিব, and I shall claim copyright.
  2. ৯ই আগস্ট,২০২২ এর আপডেট অনুযায়ী BRAC University Admission Help এ খরচ এর সারসংক্ষেপ দিলাম।
  3. 🚩Economics, English, Anthropology ( related to social science) department এর খরচ কম রয়েছে। ১২০ ক্রেডিট এর প্রোগ্রাম এ খরচ 10 লক্ষ 30 হাজার টাকা
  4. 🚩CSE, EEE, ECE, Microbiology, Biotechnology, and LLB তে সব মিলিয়ে almost 12 লক্ষ টাকা যায় গ্রাজুয়েশন করতে
  5. 🚩এপ্লাইড ফিজিক্স, বিবিএ ১৩০ ক্রেডিট এর প্রোগ্রাম যার জন্য ৪ বছরে মোট খরচ পড়ে ১১ লক্ষ টাকা।
  6. 🚩For pharmacy , এটি চারবছর মেয়াদী প্রোগ্রাম, চারবছরে এর খরচ পড়বে সাড়ে ১৩ লাখ টাকা।
  7. 🚩Architecture is so much expensive ,where the cost of architecture is around 18 lakhs taka
  8. Note: There are limited seats here. For example, law department can take 50 students in a semester according to the orders from Bangladesh Bar Council. Similarly, pharmacy department can take maximum 80 students in a semester which is ordered by Pharmacy Council of Bangladesh.
  9. আমি আহসানুল কবীর, ৯ই আগস্ট, ২০২২ এর আপডেট অনুযায়ী সব খরচ দিলাম। ব্র‍্যাক ইউনিভার্সিটিতে কোন হিডেন খরচ নেই। রিটেক রিপিট ছাড়া খরচ এর সারসংক্ষেপ এটি যা গ্রাজুয়েশন করতে স্টুডেন্ট এর লাগছে। এখানে টারকের রেসিডেন্সিয়াল ফি,স্টুডেন্ট ইউটিলিটি ফিস, ডিগ্রি প্রসেসিং ফি, সনদের ফি, লাইব্রেরি ফি আর নন ক্রেডিট ফিস সহ দিলাম । অনেকে যে বাড়িয়ে বাড়িয়ে খরচ বলে, সে তো থাকা, খাওয়া, উবার ভাড়া, বাসা ভাড়া, রিটেক ফি, অমুক মেয়ের প্রতি ফাও খরচ, পড়াশোনায় ফাকিবাজি করে ফেল মেরে রিটেক include সহ বিশাল একাউন্ট বলে। তাই খরচের খাতগুলো ভালো করে জেনে নিও।. এখানে ননক্রেডিট কোর্স ( ENG091, MAT091, MAT092) পাওয়া মানে তুলনামূলকভাবে অন্যদের চেয়ে পিছিয়ে পড়া আর অতিরিক্ত টাকা খরচ সাথে সময় ব্যয় । এডমিশন টেস্টে রেজাল্ট ভালো করে, ভাল পজিশন এ থাকলে তবেই ননক্রেডিট course avoid করে ৩৯৬০০ টাকা বাচানোর সাথে সময় বাচানো সম্ভব।
  10. রিটেক রিপিট না করলে খরচ যা আছে তাই দিয়ে গ্রাজুয়েশন শেষ হবে। উল্লেখ্য, কোর্স রিটেক বা রিপিট ফি হবে ওই কোর্স এর সম্পূর্ণ ফি।
  11. Initial admission fee includes a fee of Tk. 39,600 for two courses. Any additional course up to a maximum of four (4) in total, will incur a fee of Tk. 19,800 for each subsequent course.
  12. *Fees can be changed as per the decision of the university
  13. Note:
  14. B.Arch Studio Fee per Credit Tk. 7,200
  15. Tution Fee per Credit Tk. 6,600
  16. $$$Calculation Process-Regular per Semester Tuition fees: Surveyed by #Ahsanul_Kabir
  17. Calculation formula: (Number of credit taken in an individual semester X Per credit fees) + Utility fees + Lab fees for CSE Architecture Pharmacy department
  18. To clarify, it is like (6600 tk credit fee X total credits taken in a semester) + 7700tk as utilities fees + 2750tk as lab or studio fees for CSE or Architecture
  19. ***Illustration of expense calculation given by Ahsanul Kabir:
  20. (1) If a student of Law/BBA/English/Economics/Anthropology takes 4 courses ( 12 credit), he/she has to pay credit fees 6600 x 12 credit taken in a semester+ utility fees 7700 = TK.86,900 , If from CSE or Architecture department, TK.2750 will be added for LAB Studio fee ( calculated by #AhsanulKabir, Department of Law, BRAC University)
  21. (2) If he/she takes 3 courses ( 9 credit ) , he/she has to pay, credit fees 6600 x 9 credits taken in a semester+ utility fees 7700 = TK.67,100 , If from CSE or Architecture department, TK.2750 will be added for LAB Studio fee
  22. ***Total Cost Calculation Process: by #AhsanulKabir
  23. Formula: Admission enrollment fees + Library membership fee + TARC residential semester fees +(Total credits for the program X Per credit tution fees ) + ( Utility+CSE Architecture Pharmacy lab fees X number of semesters )+ non-credit course fees+ Graduation related process fees TK 8000/-
  24. So, your total expense in whole 4 years(12 semesters): 6600tk per credit x Total credits for the program+ admission fees 28,000tk for one time+ Semester utilities fees 7700tk x 12 semester+ lab fees 2750tk x 12 semester ( for CSE Architecture Pharmacy) + library membership fees 2000 one time+ Residential semester in TARC,Savar fees 75,000 tk one time only+ 2 non credit course fees 39600 tk+ graduation process fee TK 8000/- = Your whole graduation expenses without any fine or retaking any course.
  25. ৯ ধরনের স্কলারশিপ এর ব্যবস্থা করেছে BRAC University । ২৩শে অক্টোবর, ২০২২ এর আপডেট অনুযায়ী, আমি আহসানুল কবীর সব অথেনটিক তথ্য সহ রিকোয়ারমেন্ট গুলো নিচে দিলাম। সকল কন্ডিশন পূর্ণ থাকা সাপেক্ষে স্কলারশিপ দেয়া হবে।
  26. @ 1. Scholarship Based on Previous Academic Results:
  27. এসএসসি এইচএসসি তে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৫ থাকতে হবে ( সাধারণ এ প্লাস এর জন্য নয়) । ইংরেজি মাধ্যমের জন্য ও লেভেল/ IGCSE তে দুবার সিটিং এ ৬টি A, এ লেভেলে ২টি A, ১টি B থাকতে হবে। তাহলে মিনিমাম সিজিপিএ ৩.৮০ সকল সেমিস্টারে মেইনটেইন করলে দেয়া হবে।
  28. এতে শুধুমাত্র টিউশন ফি এর উপর ওয়েভার থাকছে, যা ২৫%
  29. .
  30.  2. Scholarship Based on Brac University Admission Test Result:
  31. এক্ষেত্রে টিউশন ফি এর উপর শতভাগ স্কলারশিপ দেয়া হয়। ভর্তি পরীক্ষায় এমসিকিউ, লিখিত পরে ইন্টারভিউ পরীক্ষা মিলিয়ে হায়েস্ট নম্বর ক্যারি করলে দিবে। এক্ষেত্রে লিখিত পরীক্ষাতে একাধিক গ্রুপে অংশ নেয়ার পর যেখানে ম্যাক্সিমাম সেকশন তা বিবেচনা হবে। ফোরকাস্ট এর সাথে থেকে যাদের প্রস্তুতি সহ ভালো নম্বর ছিল, এমন অনেকে পেয়েছে। বেশ কঠিন হলেও অসম্ভব নয়, যদি প্রস্তুতি ভালো থাকে। এরপর প্রতি সেমিস্টারে ৩.৭০ মেইনটেইন করলে সেই সেমিস্টার গুলোতে টিউশন ফি এর উপর ওয়েভার মিলবে।
  32. .
  33.  3. Merit Scholarship Based on BracU Academic Results:
  34. ৯ টা ক্যাটাগরির মধ্যে এটাই সবচেয়ে বেশি দেয়া হয়। তোমার বোর্ড পরীক্ষাতে জিপিএ ৫ একটাও না থাকলেও, যদি প্রতি সেমিস্টারে এই রেঞ্জ সমূহে সিজিপিএ থাকে, তাহলে সেভাবেই টিউশন ফির উপর ওয়েভার দিবেঃ-----সিজিপিএ ৩.৮০-৩.৮৫৯ হলে ১০%, সিজিপিএ ৩.৮৫-৩.৮৯ হলে ২৫℅, সিজিপিএ ৩.৯০-৩.৯৪ রেঞ্জে ৫০%, সিজিপিএ ৩.৯৫-৩.৯৯ রেঞ্জে ৭৫& এবং সিজিপিএ ৪ হলে টিউশন ফি এর উপর শতভাগ টিউশন ফি দিবে।
  35. .
  36.  4. Sibling Scholarship
  37. টিউশন ফি এর উপর ৩০% ওয়েভার দিচ্ছে আপন ভাইবোন একসাথে ব্র‍্যাক ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে থাকলে। এখানে বলে রাখা ভালো, পরে যে ভাই/বোন এডমিশন নিবে, কেবল তার জন্য প্রযোজ্য। সকল সেমিস্টারে মিনিমাম সিজিপিএ ৩ থাকতে হবে এক্ষেত্রে।
  38. আরেকটা কন্ডিশন হল, অন্য ভাই/বোন যদি আন্ডারগ্ৰাজুয়েট এর শিক্ষার্থী হয় তবে:
  39. **প্রথম সেমিস্টারে কমপক্ষে ৬ ক্রেডিট ঘন্টা এবং ৩ নন ক্রেডিট ঘন্টা অথবা ৯ ক্রেডিট ঘন্টা কোর্সলোড নিতে হবে (ফার্মাসি ডিপার্টমেন্ট ব্যতিত)। ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কমপক্ষে ১৫ ক্রেডিট ঘন্টা লোড এবং ৩ নন-ক্রেডিট ঘন্টা কোর্সলোড নিতে হবে। **অন্য সব সেমিস্টারে কমপক্ষে ১২ ক্রেডিট ঘন্টা লোড নিতে হবে (ফার্মাসি ডিপার্টমেন্ট ব্যতিত)।( ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কমপক্ষে ১৮ ক্রেডিট লোড নিতে হবে।) অথবা, বিকল্প কন্ডিশন হল, অন্য ভাই কিংবা বোন যদি পোস্টগ্ৰ্যাজুয়েট এর স্টুডেন্ট হন, তাকে সকল সেমিস্টারে কমপক্ষে ৬ ক্রেডিট ঘন্টা কোর্সলোড নিতে হবে। ক্রেডিট লিমিট এর কন্ডিশন গুলো ওয়েবসাইট এ দেয়া. পোস্টগ্রাজুয়েট লেভেলে Spouse scholarship চালু আছে, এবং প্রায় সেইম কন্ডিশন এ স্কলারশিপ দেয়া হয়। হঠাৎ কোন কারণ এ সিজিপিএ ড্রপ করে কমলে, তাতে শুধু মাত্র এক সেমিস্টারের জন্য স্কলারশিপ সচল থাকছে।
  40. .
  41.  5. BRAC Scholarship
  42. আর্থিকভাবে সমস্যা এমন শিক্ষার্থীদের জন্য এটি। শতভাগ ওয়েভার মিলবে কেবলমাত্র টিউশন ফি এর উপর। পিতামাতার আয় ২০০০০ এর কম, এসএসসি এইচএসসি তে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৪.৫ ( indigenous student এর জিপিএ ৪) থাকা লাগবে। সেই পরিবারের সদস্যদের মধ্যে কেবল একজন স্টুডেন্ট এই স্কলারশিপ পায়। অনেক ডকুমেন্ট সাবমিট করতে হয় এক্ষেত্রে, আর ডকুমেন্ট এর যাচাই বাছাইয়ের মত একটু জটিল প্রসেস থাকে।
  43. মিনিমাম সিজিপিএ ৩ থাকতে হবে প্রতি সেমিস্টারে। । হঠাৎ কোন কারণ এ সিজিপিএ ড্রপ করে কমলে, তাতে শুধু মাত্র দুই সেমিস্টারের জন্য স্কলারশিপ সচল থাকছে।
  44. .
  45.  6. Physically Challenged Students
  46. স্কলারশিপ কমিটি এক্ষত্রে, অবস্থার উপর বিবেচনা করে টিউশন ফি এর উপর শতভাগ বিশেষ ওয়েভার দেয় টিউশন ফি এর উপর। দৃষ্টিশক্তিহীনতা, শ্রবণের ব্যাধিতে আক্রান্ত , চলাচলে সমস্যা যেমন হাত পায়ের স্হায়ী ক্ষতি, learning disabilities, পঙ্গুত্ব। মিনিমাম সিজিপিএ ২.৫ মেইনটেইন করতে হবে এই ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ব্র‍্যাক ইউনিভার্সিটি একটা সুবিধা দিচ্ছে, যার জন্য ব্র‍্যাক ইউনিভার্সিটি অনন্য। হঠাৎ সিজিপিএ ২.৫ এর নিচে ড্রপ করে গেলে শুধুমাত্র পরের এক সেমিস্টার এই স্কলারশিপ সচল থাকবে।
  47. .
  48.  7. Children of Freedom Fighter
  49. শতভাগ টিউশন ফি ওয়েভার রয়েছে। মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্র এটি প্রযোজ্য, যেখানে মিনিমাম সিজিপিএ ৩ থাকতে হবে। । হঠাৎ কোন কারণ এ সিজিপিএ ড্রপ করে কমলে, তাতে শুধু মাত্র এক সেমিস্টারের জন্য স্কলারশিপ সচল থাকছে।
  50. প্রতি সেমিস্টারে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ৩% পরিমাণ শিক্ষার্থী এই ক্যাটাগরিতে বিবেচ্য হবেন। যদি এই ক্যাটাগরিতে আবেদনকারি শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর ৩% পরিমাণ অতিক্রম করে তাহলে তখন তাদের ভর্তি পরীক্ষার ফলাফল বিবেচনায় স্কলারশিপ প্রদান করা হবে। শিক্ষার্থীকে তার পিতার জাতীয় পরিচয়পত্রের কপিসহ নিম্নোক্ত কাগজপত্র/সার্টিফিকেট সমূহ জমা দিতে হবে: গেজেট এর কপি, লাল মুক্তিবার্তা, সাময়িক সনদ, বামুস সনদ এবং অন্যান্য (যদি লাগে) ।
  51. .
  52.  8. Debater’s Blue Scholarship
  53. শুধুমাত্র এক সেমিস্টারের জন্য ৫০% টিউশন ফি ওয়েভার দিবে, তাতে কন্ডিশন হিসেবে সিজিপিএ মিনিমাম ৩.২৫ হতে হবে। ডিবেটারস ব্লু এডভাইজারি কমিটি প্রতি সেমিস্টারে একজনকে বাছাই করে এই ক্যাটাগরির আওতায়।
  54. .
  55.  9. Children of BracU Regular Confirmed Employee
  56. যাদের পিতামাতার ব্র‍্যাক ইউনিভার্সিটিতে রেগুলার কনফার্মড জব বেসিসে একবছর চাকুরী করে গেছেন, তাদের সন্তানদের মধ্যে সর্বোচ্চ দুজনকে টিউশন ফির উপর ৫০% স্কলারশিপ ওয়েভার দেয়া হবে। মিনিমাম সিজিপিএ ৩.২৫ বজায় রাখতে হবে। হঠাৎ কোন কারণ এ সিজিপিএ ড্রপ করে কমলে, তাতে শুধু মাত্র এক সেমিস্টারের জন্য স্কলারশিপ সচল থাকছে।
  57. .
  58. বি: দ্র: পোস্টগ্ৰাজুয়েশন এর ক্ষেত্রে উপরিউল্লিখিত ২-৩ টি ক্যাটাগরি তথা ব্র‍্যাক স্কলারশিপ, ডিবেটারস ব্লু স্কলারশিপ, পূর্বের একাডেমিক রেজাল্ট এর জন্য প্রযোজ্য নয়।
  59. More conditions regarding scholarship:
  60. ১> >প্রথম সেমিস্টারে কমপক্ষে ৬ ক্রেডিট ঘন্টা এবং ৩ নন ক্রেডিট ঘন্টা কোর্সলোড অথবা ৯ ক্রেডিট ঘন্টা কোর্সলোড নিতে হবে (ফার্মাসি ডিপার্টমেন্ট ব্যতিত)। ফার্মাসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কমপক্ষে ১৫ ক্রেডিট ঘন্টা লোড এবং ৩ নন ক্রেডিট ঘন্টা লোড নিতে হবে।
  61. ২>>অন্য সব সেমিস্টারে কমপক্ষে ১২ ক্রেডিট ঘন্টা লোড নিতে হবে (ফার্মাসি ডিপার্টমেন্ট ব্যতিত)।( ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কমপক্ষে ১৮ ক্রেডিট ঘন্টা লোড নিতে হবে।
  62. ৩> >টিউশন ফি ওয়েভার রিটেক/রিপিট কোর্সের উপর দেওয়া হয় না। শিক্ষার্থীদের এসব কোর্সের ফি প্রদান করতে হবে।
  63. ৪) কোন শিক্ষার্থী কোন সেমিস্টারে যে কোনো বিষয়ে 'F' গ্ৰেড পেলে তার স্কলারশিপ পরবর্তি ২ সেমিস্টার বন্ধ থাকবে। তৃতীয় সেমিস্টারে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে পুনরায় আবেদন করতে পারবেন। * Ahsanul Kabir, Department of Law, BRAC University
  64. ৫) কোন শিক্ষার্থীর কোন সেমিস্টারে “I” গ্ৰেড থাকলে সেই সেমিস্টারে স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে কিন্তু তাকে সব কোর্সের টাকা পরিশোধ করতে হবে। যদি সে “make-up” এক্সাম দিয়ে কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারে তবে পরবর্তী সেমিস্টারে তার টাকা রিফান্ড করা হবে।
  65. ৬) কোন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যে কোন আইন/বিধি ভঙ্গের কারনে অভিযুক্ত হলে, তার স্কলারশিপ স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।
  66. ৭) যদি কোন শিক্ষার্থী একাধিক ক্যাটাগরিতে যোগ্য হয় তখন তাকে সর্বোচ্চ পরিমাণ যে ক্যাটাগরিতে দেওয়া হয় সেই ক্যাটাগরিতে বিবেচনা করা হবে। উল্লেখ্য, একজন শিক্ষার্থী শুধুমাত্র একটি ক্যাটাগরিতে বিবেচ্য হবেন।
  67. ৮)যেসব ক্ষেত্রে ওয়েভার দেওয়া হয় না: Admission Fee, IT Facility Uses Fee, PHR Lab Fee, Studio Lab Fee, CSE Lab Fee, Residential Fee, Library Fee, Library Membership Fee এবং Student Activity Fee.
  68. ৯)নন-ক্রেডিট কোর্সের জন্য ওয়েভার প্রযোজ্য না।
  69. ১০) বিষয় ভেদে বিভিন্ন প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় ক্রেডিট ঘন্টার বেশি ক্রেডিট ঘন্টা গ্ৰহন করলে অতিরিক্ত ক্রেডিট ঘন্টার জন্য ওয়েভার প্রযোজ্য নয়।
  70. ১১) ফান্ডের উপর স্কলারশিপের পরিমাণ নির্ভরশীল।
  71. ১২) স্কলারশিপ কমিটি যে কোন সময় যে কোন নিয়ম পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার ক্ষমতা রাখেন।
  72. গ্রেডিং সিস্টেম ঃ
  73. ★ ব্র‍্যাক ইউনিভার্সিটিতে গ্রেডিং সিস্টেম এ ৫০ নম্বর এ পাস, ০.৭ গ্রেড দেয়। এভাবে সিজিপিএ ৪ এর স্কেল এ ৬০% এ ২ পয়েন্ট, ৭০℅-৭৪℅ এ ২.৭ পয়েন্ট, ৮০%-৮৪% এ ৩.৩ পয়েন্ট, ৮৫%-৮৯% এ ৩.৭ পয়েন্ট এবং ৯০℅ এ ৪ পয়েন্ট এ গ্রেডিং দিয়ে ফল প্রকাশ করা হয়। So, the grading system is so much tough which increase study pressure.
  74. ★গ্রেড কাট অফ পলিসিঃ
  75. ব্র‍্যাক ইউনিভার্সিটি তে কোন course এ retake/repeat করলে তাতে highest grade ৩.৩ দেয়া হবে যেখানে সিজিপিএ স্কেল ৪, কোন ভাবেই ৩.৭ আর ৪ পাওয়া সম্ভব নয় রিটেক রিপিট করলে। যেভাবে মেডিকেল-dental admission পরীক্ষাতে সেকেন্ড টাইমে যেভাবে ৫ নম্বর কাটে সেভাবেই গ্রেডিং এর সময় রিটেক রিপিট করে ৮৫+ ৯০+ এমনকি ১০০ পেলেও তাতে highest ৩.৩ গ্রেড পয়েন্ট দিবে । অন্য বেসরকারি ইউনিভার্সিটি গুলো তে এই সিস্টেম না থাকলে একমাত্র ব্র‍্যাক ইউনিভার্সিটিতে রয়েছে রিটেক রিপিট নিয়ে কড়া পলিসি যার জন্য খুব ভালোমত পড়াশোনা না করলে ভাল রেজাল্ট নিয়ে বের হতে পারবা না, যেখানে খারাপ রেজাল্ট এর জন্য চাকরির apply ইই করতে পারবা না, যেখানে তুমি যত নামি-দামি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট হও না কেন। তাই ৩.৭ আর ৪ পাওয়ার জন্য প্রথমবার চেস্টা করে পড়তে হবে।।
  76. Admission Test::::
  77. Minimum 3.5+3.5 are needed from both SSC and HSC individually. Other requirements are given in the website.
  78. All candidates ( including credit transfer ) will have to sit for a written admission test and an interview in the manner described:
  79. Those who qualify in the written test will be called for interview for final selection.
  80. 💥💥💥Importan suggestion during apply:
  81. *যারা শুধু আইন, ইংলিশ কিংবা Anthropology(নৃবিজ্ঞান) তে পড়ার উদ্দেশ্যে এডমিশন টেস্ট দিবা, তারা শুধুমাত্র আইন, ইংলিশ আর Anthropology চয়েজ দিও যেন পরবর্তীতে ম্যাথের উপর ননক্রেডিট কোর্স না পড়ে। তোমাদের এই ৩ ডিপার্টমেন্ট চয়েজে দেয়া থাকলে কোন ম্যাথ প্রশ্ন করবে না।
  82. *আইন এ পড়তে চাইলে 1st choice LLB দিও যেন পরে প্রবলেম না হয়। তেমনি ফার্মাসি পড়তে চাইলে 1st choice Pharmacy দিও।
  83. এডমিশন টেষ্ট ঃ
  84. এডমিশন এর জন্য আগে এমসিকিউ লিখিত এডমিশন টেষ্ট এবং পরে সিলেক্টেড হলে ভাইবায় কল করা হবে।
  85. যদি অন ক্যাম্পাস রিটেন এমসিকিউ নেয়, তাহলে ফিজিক্স, জীববিজ্ঞান এই দুটো লাগবে। এই সিস্টেমে ইন্টারভিউ পদ্ধতিও সম্পূর্ণ আলাদা ফরমেট এ।
  86. যারা সায়েন্সের ফিজিক্স, রসায়ন, জীববিজ্ঞান,উচ্চতর গণিতের উপর এক্সাম দিবা, তারা টেক্সট বুক হিসেবে -ফিজিক্সের জন্য গিয়াসউদ্দিন, ইসহাক স্যারের বই, -রসায়নের জন্য সঞ্জিত কুমার গুহ , হাজারী স্যারের বই, জৈব যৌগের জন্য হাজারী স্যারের বই, -উচ্চতর গণিত এর জন্য Ketabuddin + Asim Kumar Shaha,, -জীববিজ্ঞান ১ম পত্রের জন্য আবুল হাসান, গাজী আজমল স্যার, ২য় পত্রের জন্য গাজী আজমল স্যার পড়া লাগে।
  87. ফিজিক্সের circuts- dynamics-force- magnetics, Modern Physics, Ideal gas&Thermodynamics, Optics
  88. কেমিস্ট্রির জৈবযৌগ, বিক্রিয়ার সমীকরণ সমূহ, Periodic table explains, Chemical Structures, acid base sault, pH pOH maths.
  89. উচ্চতর গণিতে Differentiation, Integration, Trigonometry, Conics, Circle, Straight line, Permutations Combinations Probability, Functions, Complex number এগুলো অবশ্যই ভালো করে পারা লাগবে .
  90. 🚩English Part:
  91. MCQ part: Reading Test(As usual SAT/IELTS standard reading test part), Grammar test(You may follow Barron's Cliff's TOEFL pdf for this), Vocabulary Test(You may follow Magoosh vocabulary), Error detection(you may follow Common mistakes by TJ Franklin PDF), Correct phrase choice, sentence choosing
  92. Written part: Composition writing based on given scenario (Finish within 1 page, and give 4 to 5 paragraph here)
  93. 🚩Basic Math part (You may follow SAT math PDF, junior & secondary school level math textbook)
  94. A. Arithmetic: Arithmetic is the basis of pretty much all math and is defined as the manipulation of numbers. On the test, arithmetic mostly deals with addition, subtraction, multiplication, and division, as well as:
  95. Integers, fractions, and decimals
  96. Exponents and square roots
  97. Absolute values
  98. Prime numbers
  99. Even and odd numbers
  100. Percents and percent changes
  101. Sequences
  102. Ratios, proportions, and cross multiplication
  103. B. Algebra
  104. Algebra is basically where numbers and letters (i.e., unknown numbers) come into play. This concepts include:
  105. Expressions and equations
  106. Variables and constants
  107. Inequalities
  108. Functions
  109. Lines and slopes
  110. Factorization
  111. C. Geometry
  112. The bulk of geometry is the study of shapes and angles. More specifically, this geometry encompasses:
  113. Lines, parallel lines, and perpendicular lines
  114. Relationships among angles
  115. Types of angles
  116. Polygons, including triangles, rectangles, squares, trapezoids, and parallelograms
  117. Special right triangles and the Pythagorean theorem
  118. Circles
  119. Arcs and sectors
  120. Objects, including rectangular solids and right circular cylinders
  121. Perimeter, area, circumference, volume, and surface area
  122. Similar shapes
  123. Inscribed shapes
  124. আর যেহেতু তিন বছর পর অনেকদিন পর এমসিকিউ রিটেন এক্সাম হচ্ছে, তাই অন্যদের থেকে সঠিক সাজেশন পাওয়াও টাফ হবে এবার।
  125. Pre university / PRE- UNI ( very risky ):
  126. অনেক কস্টকর,অতিমাত্রার খাটুনির একটা course বলা যায় একে but may be helpful and it is too much expensive ।
  127. ভাইভা এবং লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে যদি দেখা যায় যারা ইংরেজি অংশের Written এ ভাল দিলেও Interview তে ভালো করতে পারনি বা ইংরেজির লিখিত অংশে অন্যদের চেয়েও কম নম্বর পেয়েও কোনমতে ইন্টারভিউ এর জন্য কল পেয়েছো কিন্তু ইন্টারভিউ পরে ভাল করেছ, যাদের Englishয়ের Skills দূর্বল, যাদের Englishয়ের দক্ষতা Medium Level থেকেও কম, English বলতে গিয়ে আটকায় কিছুটা , তবে তাদেরকে PRE-UNIVERSITY নামক ১৩ সপ্তাহের Duration, English Language (Writing, Speaking, Listening, Reading, Critical Thinking & Enhancement) কোর্সটি দেয়া হতে পারে, যার ফল হয় পরের সেমিস্টার থেকে ক্লাস করা এবং + ৫৭৫০০ টাকা extra expense ।
  128. প্রি ইউনিতে অনেক কে বাদ করে দেয় যদি তার performance ভালো না হয়, dull student হয়, ৩ টা ক্লাসে অনুপস্থিত থাকে, ৬ টা ক্লাসে late করে attend করে। আবার home task, Assignment, Presentation, listening speakings practice না করলেই বাদ। Very Poor Speaking & Writing Skills, কুইজ মিডে ৭০% এর নিচে নম্বর পাওয়া, ক্লাসে মনোযোগ না দিলে, সকালের ক্লাসে ঘুমিয়ে পড়ার মত মারাত্মক বদঅভ্যাস, mannerless problem, অসদুপায় অবলম্বনের চেস্টা বা তা করার জন্যো প্রি ইউনি থেকে বাদ দেবে। এতে ওই ৫৭,৫০০ টাকা ফেরত ও দেবেনা, আবার এই একবার বাদ পড়লে প্রি ইউনি আর কোন সুযোগই দেবেনা।
  129. Pre-University থেকে অনেকেই বাদ পড়ে যায়। একবার ভাবো, তুমি PRE-UNI তে ভর্তি হয়ে BRACU তে পড়ো Status দিলা এবং পরবর্তী তে প্রি-ইউনি থেকে বাদ পরে গেলা। বাদ পরার পর তখন তো কাছের মানুষের কাছে তোমরাই লজ্জা পাবা অনেক, অন্যরাও পারলে খোচা দিতে আসবে। প্রি ইউনিতে Practical English , IELTS type অনেক কিছু শিখাবে, অনেক পজিটিভ কিছু শিখবা, জানবা, অনেক friends হবে but তোমার থেকে অনেক বেশি ফি নিবে।
  130. Also, after completing the PRE UNI stage,you must have to do a non credit course which is ENG091। এখানেও তাহলে ননক্রেডিট এর খরচ এবং সময় যাচ্ছে।
  131. তবে পরের স্লটে পরীক্ষা আর ইন্টারভিউ দিয়ে খুব ভালো ফলাফল করলে প্রি ইউনি থেকে বেচে যাবা।
  132. বিনা এডমিশন টেস্ট এ এখানে ভর্তি হওয়া সম্ভব নয় কোনভাবেই। পরীক্ষা দিয়ে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে এখানে চান্স পেতে হয়।
  133. এমনেই এখানকার এডমিশন টেস্ট এ অনেক কম্পিটিশন হয় প্রচুর, যার জন্য ইন্টারভিউ পরীক্ষার পর 60%-75℅ স্টুডেন্ট বাদ পড়ে যায়। আর রিটেনে বিগত বছরগুলোর তুলনায় প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দেয় যার জন্য কম্পিটিশন বেশি হওয়ায় অনেকেই রিটেন পরীক্ষাতে বাদ পড়ে যায়। পরিশ্রম করো, ইনশাআল্লাহ সফলতা আসবেই।
  134. যাদের এবার চান্স হয়নি, তারা খুবই ভালো করে পড়াশোনা কর, খুবই ভাল preparation নাও যাতে next session এ চান্স পাও। আর হ্যাঁ বেশি Facebook, Day দেয়া, Instagram, Youtubing , Gaming সব বাদ দাও , এসব ২ মাসের জন্য ছেড়ে পড়তে বসো। সরাসরি ENG101/102 পেয়ে চান্স পাওয়ার লক্ষ্য নিয়ে অনেক পরিশ্রমী হয়ে পড়াশোনা শুরু করো।
  135. After reading the whole post, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, উত্তর পেয়ে যাবা।
  136. All the best ❤️❤️❤️
  137. Best regards,
  138. #Ahsanul_Kabir
  139. Department of Law
  140. BRAC University
  141. Post: #AhsanulKabir #Ahsanul Kabir #Ahsanul_Kabir
  142. #BRACuniveraityAdmissionHelp
  143. #BRACUadmission
  144. #ForecastAdmissionCare
  145. #BRACUniversity
  146. #BRACU
  147. #ব্র‍্যাকুএডমিশন
  148. #ব্র‍্যাকুএডমিশন
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement