Advertisement
zaman360live

Histography OF ZaMaN

Jul 31st, 2021
79
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 10.96 KB | None | 0 0
  1. পুরো বিশ্বের সাথে প্রযুক্তিতে সমান তালে বাংলাদেশ এগিয়ে যাওয়ার চেষ্ঠা করে গেলেও পিছিয়ে পড়ছে বাংলাদেশের গ্রাম গুলো। বাংলাদেশের শহর অঞ্চল গুলো প্রযুক্তির ছোয়ায় মুখরিত হলেও গ্রামগুলোতে এখনো অন্ধ্যকার এর ছড়াছড়ি। যার কারণে শিক্ষাব্যবস্থ্যা থেকে শুরু করে, ব্যবস্যা বানিজ্য ও উন্নয়ের দিক থেকে গ্রাম গুলো থাকে শহরে তুলনায় অনেক পিছিয়ে। এই করোনা ক্রান্তিতে শিক্ষা ব্যবস্থার উপর নেমে এসেছে চরম হুমকি । স্কুল কলেজ বন্ধ থাকায় এই পঙ্গুপ্রায় শিক্ষা ব্যবস্থাকে সচল করতে সরকার চালু করেছে অনলাইন ক্লাস নির্ভর শিক্ষা ।
  2. শহরে ছাত্রছাত্রীরা এ থেকে অনেক সুবিধা পেলেও পাচ্ছে না গ্রামের ছাত্রছাত্রীরা । দূর্বল নেটওয়ার্ক, প্রযুক্তি ব্যাবহারে পিছিয়ে থাকায় , গ্রামের ছাত্রছাত্রীরা আছে চরম ভুগান্তিতে। নেটওয়ার্ক এর দুরুবস্থার দরুণ, গাছে চড়েও ক্লাস করতে হয় অনেক ছাত্রছাত্রীদের।
  3. তেমনি এক গ্রামে থেকেই বড় হয়েছেন , মোঃ শামছুজ্জামান (Md. Shamsuzzaman)। জন্মঃ ১৫ই মে ২০০১।
  4.  
  5. ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্যদিয়েই জীবন পার করেছেন তিনি।
  6. এত কিছুই মধ্যেও মাথায় লালন করতেন হাজারো স্বপ্ন । প্রযুক্তির প্রতি তার ছিলো এক জোক নেশা। প্রতিকূলতাকে পেছনে ফেলে সব সময় চেষ্টা করেছেন, প্রযুক্তির ছোয়া পেতে ।
  7. ক্লাস ৭ সেভেন থাকতে তিনি তার বন্ধদের কাছে জিপি ২জি তে এমএমএম প্রক্সি ব্যাবহার করে মুঠো ফোনে ফ্রি নেট ব্যাবহার করে দেখিয়ে সাড়া ফেলে দেন । বন্ধুদের মাঝে হয়ে উঠেন অনন্য । গ্রামের সকলের কাছে হয়ে উঠেন পরিচিত । এসব কাজই তার মনে অনুপ্রেরণ সৃষ্টি করে । ভাবতে শুরু করেন নতুন ভাবে। সিন্ধান্ত নেয় বড় হয়ে সমাজের জন্য কিছু একটা করার। সে চিন্তা থেকেই শুরু করেন , নিজের এলাকার মানুষদের প্রযুক্তি প্রেমি বানানো । শুরু করেন, তিনার সংগ্রহে থাকা প্রযুক্তির জ্ঞ্যানকে সকলের কাছে পৌছে দেওয়া ।
  8. তিনি গ্রামের মানুষকে ফোনে ইন্টার্নেট ব্রাউজিং থেকে শুরু করে ইন্টার্নেটকে ব্যাবহার করে কিভাবে জীবনকে সহজ করা যায় তা শিখাতেন সব সময় ।
  9. ২০১৬ এর দিকে তিনি ইউটিউব এ Zaman Sheikh নামে ইউটিউব চ্যানেল তৈরি করে , গ্রামের মানুষের কথা মাথায় রেখে সহজ টেক রিলেটেড ভিডিও বানানো শুরু করেন, ২০২০ এ তিনি অর্ধ লক্ষ সাবক্রাইভার লাভ করেন চ্যানেলটিতে। সেই থেকে তিনি এলাকা সহ সোসিয়্যাল মিডিয়া তে Zaman Sheikh নামে পরিচিত হন।
  10. সোসিয়্যাল মিডিয়া সহ বিভিন্ন যায়গায় তিনি নিজেকে Zaman Sheikh নামে পরিচয় দিতে ভালোবাসেন ।
  11. কিন্তু ২০২১ এর জানুয়ারিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট এর কারণে তার চ্যানেলটি ডিলিট হয়ে যায়। তারপর তিনি মানুষিক ভাবে কিছুটা ভেঙ্গে পড়েন ।
  12. এখন তিনি আবার নিজেকে মানুষিক ভাবে শক্ত করে , তার কাজ চালিয়ে যেতে চান । আবারো ছড়িয়ে দিতে চান মানুষের মাঝে প্রযুক্তির ছোয়া ।
  13. বর্তমানে তিনি কয়েকজন বন্ধদের নিয়ে গ্রাম পর্যায়ের সকলের “ইন্টার্নেট সচেতনতা” নামে একটি প্রোগ্রামের আয়োজন করেছেন। সেখানে তিনি ও তার বন্ধুরা প্রতিদিন বিকালে ইন্টার্নেট ব্যাবহার এর নানা কৌশল শিক্ষা দেন।
  14. Zaman Sheikh (শামছুজ্জামান) প্রাথমিক ও মাধ্যমিক স্কুল জীবন শেষ করেন ফুলবাড়িয়া উপজেলায় অবস্থিত কান্দানিয়া (জন্মস্থান) গ্রামের কান্দানিয়া বাজার প্রাইমারী স্কুল ও কান্দানিয়া হাই স্কুল থেকে থেকেই । উচ্চ মাধ্যমিক শেষ করেন ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, (মোমেনশাহী) থেকে। বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টার্ন্যাশনাল ইউনিভার্সিতে “সিএসই” নিয়ে লেখা পড়া করছেন । এছাড়া তিনি “সাইবার সিকিউরিটি ও ইথিক্যাল হ্যাকিং” নিয়ে কাজ করছেন।
  15. লেখা পড়ার পাশাপাশি ছোট বেলা থেকেই গানের প্রতি তার ছিলো অনেক আগ্রহ । মাঝে মাঝেই মিউজিক নিয়ে পড়ে থাকতেন তিনি । তিনি একজন ইনডিপেন্ডেন্ট মিউজিক ক্রিয়েটর । সম্পৃতি তিনি ইন্টার্ন্যাশনাল মিউজিক প্লাটফর্ম Spotify , Aamazon Music, Apple Music এ ভেরিফাইড আর্টিস্ট স্বীকৃতি পেয়েছেন । Moyna In My Life নামে তিনি একটি এলবাম বের করেছেন। এছাড়াও Lebur Kobita , xxxxxxxxx নামে দুইটি সিংগেল রিলিজ করেছেন।
  16. Zaman Sheikh ছিলেন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান । সব সময়ই সম্মুখিন হয়েছেন পারিবারিক ও অর্থনৈতিক সমস্যার। সামান্য মুঠোফোনকে কাজে লাগিয়ে কিভাবে ইনকাম করা যায় সে চিন্তা তার মাথায় সব সময় ই ছিলো। ইন্টার্নেটকে কাজে লাগিয়ে শেখা শুরু করলেন ডিজিটাল মার্কেটিং । গ্রামের মানুষ প্রথমে কিছুটা ভ্রু কুচকে থাকলেও সফলতা দেখে তারাও চমকে গেলো । এক বছর এর মাথায় ডিজিটাল মার্কেটিং করে নিজের পড়াশোনার খরচ নিজেই বহন করা শুরু করেন জামান শেখ । এখন গ্রামের বেকার যুবকদের ডিজিটাল মার্কেটিং শেখানোর মাধ্যমে স্বাবলম্বি হতে সাহায্য করছেন তিনি।
  17. Zaman Sheikh বর্তমানে একজন সফল উদ্যোগতা, ডিজিটাল মার্কেটার ও সংগীত শিল্পী ।
  18. Zaman Sheikh এক্সিউ নিউজকে জানান/তিনি বলে থাকেন, আমার এলাকার সেই দুর্বল নেটওয়ার্ক ব্যাবস্থাই আমাকে এত দূর নিয়ে এসেছে । ছোট বেলার সেই ক্রোধ ই কাজ করেছে অনুপ্রেরণা হিসাবে । না হলে হয়ত এত দূর আসতে পারতাম না ।
  19. এছাড়াও জানতে পারি যে, তার নিজের গ্রামকে নিয়ে তার অনেক পরিল্পনা আছে । তিনি চান, তার গ্রামের প্রত্যেকটা মানুষ প্রযুক্তিকে চৌকোসতার সাথে ব্যাবহার করে জীবনকে সহজ করে তুলোক। এ লক্ষ্যে 3rd Eye Dev নামে একটি আইটী ল্যাব তৈরির স্বপ্ন দেখছেন এই তরূণ উদ্যোগতা।
  20.  
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement