Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- {
- "button_hints": "আমরা চেষ্টা করব ইসলামের শিক্ষাগুলো নিয়মিত শেয়ার করার। চেষ্টা করব যেই ইসলামি বইগুলো আমরা পড়ি সেগুলোর চুম্বক অংশগুলো ইউজারদের সাথে শেয়ার করবার। আর এই অ্যাপের মাধ্যমে সারা বছরের নামাজের সময়সূচীও আপনি দেখতে পারবেন। অ্যাপটি শেয়ার করুন",
- "button_text": "অ্যাপ আপডেট করুন ও রিভিউ দিন",
- "button_url": "https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan",
- "content_message": "আইনের চোখে সবাই সমান। এই সাম্য ইসলাম সর্বক্ষেত্রে রক্ষা করেছে। আরবের এক সম্ভ্রান্ত গোত্রের এক নারী চুরি করেছিল। গোত্রের সম্মানে তারা ঐ নারীর হাত না কাটার অনুরোধ করেছিল। তখন ক্রোধে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেল। তিনি দাঁড়িয়ে খুতবা দিলেন \"যে বিষয়টি তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে তা এই যে, যখন তাদের অভিজাত কেউ চুরি করত তারা তাকে ছেড়ে দিত। আর দুর্বল কেউ চুরি করলে তাকে শাস্তি দিত। খোদার কসম! যদি ফাতেমা বিনতে মুহাম্মাদও চুরি করত আমি তার হাত কেটে দিতাম।\" (-সহীহ বুখারী, হাদীস ৪৩০৪; সহীহ মুসলিম, হাদীস ১১৮৮)\n\nআমাদের ধ্বংস হবার সময় কি হয়ে গিয়েছে? আমরাও তো হাজার কোটি টাকা যারা চুরি করে, যারা ব্যাংক ফাঁকা করে দেয় চোখের নিমিষে! আমরা তাদের ছেড়ে দেই। আমরা তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করি। আমরা তাদেরকে ক্ষমতায় বসাই। আর পকেটমার, ছিঁচকে চোর বা বাসের হেল্পার ২ টাকা বেশি রাখলে তার গুষ্ঠি উদ্ধার করি। আল্লাহ আমাদের এই আচরণে না জানি কতটা রাগ হচ্ছেন। তিনি যে অতীব দয়ালু তার সত্যিকারের প্রমাণ হচ্ছি আমাদের মত এত খারাপ একটা জাতিকে এখনো তিনি পৃথিবীর আলো দেখার সুযোগ দিচ্ছেন!\n\nআল্লাহ আমাদেরকে বড় চোর, ছোট চোরদের থেকে রক্ষা করুন। তার আজাব থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার মত শক্তি-সাহস দান করুন। আমীন।",
- "content_title": "ইসলামে আইন বিধানের সমতা"
- }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment