Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- {
- "button_hints": "বিডি নিউজ ২৪ থেকে খবরটি নেয়া হয়েছে",
- "button_text": "বিস্তারিত জানতে ক্লিক করুন",
- "button_url": "donation",
- "content_message": "জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা ছিল ১৩ এপ্রিল দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায় নি। তাই ১৫ এপ্রিল থেকে শাবান মাস শুরু হবে। সে অনুযায়ী লাইলাতুন নিসফে মিন শাবান (যা শবে বরাত বলে প্রচলিত) হবে ২১ এপ্রিল দিবাগত রাতে। আর সরকারি ছুটি থাকবে ২২ এপ্রিল।\n\nকিন্তু মজলিসু রুইয়াতুল হিলাল নামের একটি সংগঠন ১৩ তারিখেই চাঁদ দেখার দাবী করে। এটা নিয়ে জটিলতার সৃষ্টি হলে বিশিষ্ট আলেম-ওলামাদের সমন্বয়ে একটি কমিটি করা হয়। সেই কমিটির কাছে এসে মজলিসু রুইয়াতুল হিলালকে সাক্ষ্য দিতে বলা হয়। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় তারা সাক্ষী দিতে আসেন নি বরং সাক্ষ্য দেয়ার জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছেন। তাই চাঁদ দেখা কমিটির আগের সিদ্ধান্তই বলবৎ থাকবে।",
- "content_title": "শবে বরাতের তারিখ ২১ এপ্রিল অপরিবর্তিত থাকছে"
- }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment