hasancse1991

kajer-lok-k-khoma

Jul 26th, 2018
198
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
JSON 2.28 KB | None | 0 0
  1. {
  2.   "button_hints": "হাদীসের অনুবাদটি সংগ্রহ করা হয়েছে iHadis.Com থেকে",
  3.   "button_text": "আরবি সহ মূল হাদীস দেখুন",
  4.   "button_url": "http://ihadis.com/books/abi-dawud/hadis/5164",
  5.   "content_message": "আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিতঃ\n\n\"এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমরা কাজের লোককে প্রতিদিন কতবার মাফ করবো? তিনি চুপ থাকলেন। লোকটি আবার একই প্রশ্ন করলে এবারও তিনি চুপ থাকলেন। তৃতীয় বার প্রশ্ন করলে তিনি বললেনঃ প্রতিদিন সত্তর বার। (সহীহ আবু দাঊদ)\"\n\nআমরা কি দিনে অন্তত ৭ বারও আমাদের কাজের লোককে বা অধীনস্থ কর্মচারীকে তার ভুলের জন্য ক্ষমা করি? একটা কাঁচের গ্লাস ভেঙে ফেললে আমরা ছোট্ট কাজের ছেলে বা মেয়েটির প্রতি কতটা নির্দয় হই?\n\nকাজের মেয়ে সহ রিক্সায় গেলে পাশে সিট ফাঁকা থাকার পরেও তার স্থান হয় রিক্সার পাদানীতে অথবা রিক্সার পিছনের হুড ধরে ঝুলে থাকা।\n\nআল্লাহ আমাদের অন্তরে দয়া দান করুন। কিয়ামতের দিন আমাদের ছোট ছোট ভুলগুলো জমে গিয়ে যেন ভুলের পাহাড় হয়ে না যায়। আমীন।",
  6.   "content_title": "কাজের লোকদের প্রতি ক্ষমা ও দয়া প্রদর্শন"
  7. }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment