Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- {
- "button_hints": "মিথ্যাচারগুলোর সম্পর্কে ইউটিউবের একটি ভিডিও থেকে জানুন",
- "button_text": "ইউটিউবে যান",
- "button_url": "https://www.youtube.com/watch?v=cRAp59BQuHE",
- "content_message": "বিভিন্ন ওয়াজ মাহফিলে কুরবানির ঘটনা বর্ণনা করতে গিয়ে হুজুররা ওয়াজে নিচের কথাগুলো বলেন।\n\n\"ইবরাহীম (আ) বারবার স্বপ্নে দেখলেন তার প্রিয় বস্তু কুরবানি দিতে। পরে একসময় তিনি বুঝতে পারলেন পুত্র ইসমাঈলকে (আ) কুরবানি করার কথা বলা হয়েছে। তখন তাঁর স্ত্রী হাজেরাকে বলেন ছেলেকে গোসল করে ভাল কাপড় পড়িয়ে দিতে। তাকে নিয়ে তিনি দাওয়াতে যাবেন। পথে ইসমাইলের কানেকানে শয়তান বলে যে তোমাকে কুরবানি করতে নিয়ে যাওয়া হচ্ছে। ইসলামাইল তখন শয়তানকে পাথর মারে। কুরবানির আগে ইসমাইল বলেন তার পরনের রক্তমাখা কাপড় তার মায়ের কাছে পৌঁছে দিতে। যেন মা কিছুটা হলেও সান্ত্বনা পান। এরপর শক্ত করে বাঁধতে বলেন তাকে। ইত্যাদি ইত্যাদি...\"\n\nউপরের এই সবগুলো কথা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সবগুলো কথাই কুরআনের সুস্পষ্ট আয়াতের সম্পূর্ণ বিপরীত। কুরআনে স্পষ্ট ভাষায় এসেছে কুরবানীর ঘটনা। উপরের এই মিথ্যাগুলোর অসারতার ব্যাপারে জানার জন্য নিচের ভিডিওটা দেখার অনুরোধ রইলো। সেখানে কুরআনের আয়াতের সরাসরি অনুবাদ করে বুঝিয়ে দেয়া হয়েছে।\n\nআল্লাহ আমাদেরকে এসব মিথ্যা-বানোয়াট কিচ্ছা-কাহিনী থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন।",
- "content_title": "কুরবানির ইতিহাস নিয়ে হুজুরদের একটা জঘন্য মিথ্যাচার"
- }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment