hasancse1991

eid-greating

Jul 20th, 2021 (edited)
3,956
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 5.26 KB | None | 0 0
  1. {
  2. "button_hints": "অ্যাপ সম্পর্কে আপনার মতামত জানিয়ে আমাদের অনুপ্রাণিত করতে 5 star রেটিং দিন ও অ্যাপের কার্যক্রম চালিয়ে নিতে আর্থিক সহযোগিতা করুন",
  3. "button_text": "৫ স্টার রেটিং দিন",
  4. "button_url": "https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan",
  5. "content_title": "ঈদ উল আযহার শুভেচ্ছা।",
  6. "content_message": "আজ ঈদ উল আযহা। সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা।\n\nتَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ\nআল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে সকল নেক আমলগুলোকে কবুল করে নিন।\n\nاَللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَرُ، لَاإِلٰهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ وَلِلهِ الحَمْدُ\n\nআল্লাহ প্রদত্ত মু'মিন মুসলিমের জন্য আনন্দের দিন। আনন্দের এই দিনটি উদযাপনের জন্য নবীজি (সা) যে কাজগুলো করতেন সেগুলো করার মাধ্যমে আমরা বাড়তি সওয়াব লাভ করতে পারি। দিনটি আমাদের জন্য ইবাদতে পরিণত করতে পারি। চলুন জেনে নিই ঈদের দিনের সুন্নাহসমূহ।\n\nঈদের দিনের ১০টি সুন্নাহঃ\n--------------------------------------\n১। ঈদের দিন ভোরে ঘুম থেকে ওঠা ও ঈদগাহে দ্রুত যাওয়া \n২। ঈদুল আযহার ক্ষেত্রে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। দিনের প্রথম খাবার খাওয়া কুরবানির গোশত দিয়ে ৩। গোসল করা, সুগন্ধি ব্যবহার করা ও মিসওয়াক করা ৪। উত্তম কাপড় পরিধান করা (নতুন কাপড় আবশ্যক নয়)\n৫। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া (যদি অসুস্থ্যতা বা অন্য কোনো সমস্যা না থাকে)\n৬। তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া (আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ)\n৭। যে পথে ঈদগাহে যাওয়া হয় সেটা বাদ দিয়ে অন্য পথে বাড়ি ফিরে আসা। বিকল্প রাস্তা না থাকলে রাস্তার যে পাশ দিয়ে ঈদগাহে গিয়েছি তার বিপরীত পাশ দিয়ে বাড়ি ফিরব\n৮। ঈদের দিন যথা সম্ভব হাসিখুশি ও আনন্দিত থাকা\n৯। উন্মুক্ত স্থানে ঈদের সালাত আদায় করা। তবে সেরকম কোনো জায়গা পাওয়া না গেলে আবদ্ধ বা মসজিদেও সালাত আদায় করা যাবে\n১০। একে অন্যকে শুভেচ্ছা-অভিনন্দন জানানো। সাহাবাগণ ঈদের দিন একজনের সাথে অন্যজনের সাক্ষাতে এভাবে শুভেচ্ছা জানাতেনঃ \nتَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ\nআল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে সকল নেক আমলগুলোকে কবুল করে নিন।\n\nঈদের দিনের সুন্নাহ, কয়েকটি ভুল ধারনা ও কিছু হারাম কাজের ব্যাপারে আরো বিস্তারিত জানা যাবে নিচের লিংক থেকে (এটি যদিও ঈদ উল ফিতরের আমলের লিংক। মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগাহে যাওয়া ব্যতীত বাকি সুন্নাহগুলো প্রায় একই)\nhttps://hellohasan.com/2021/05/13/ঈদ-উল-ফিতর-সুন্নত-আমল\n\nআল্লাহ তায়ালা আমাদের ঈদের দিনকে তার আনুগত্যের মধ্যে থেকে উদযাপনের তাওফিক দান করুন। আমীন।"
  7. }
  8.  
Add Comment
Please, Sign In to add comment