hasancse1991

salatul-kusuf

Jul 27th, 2018
324
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
JSON 6.06 KB | None | 0 0
  1. {
  2.   "button_hints": "গুগল প্লেস্টোরে আমাদের অ্যাপটিকে 5 স্টার রেটিং দিন এবং অন্যান্যদের সাথে শেয়ার করুন",
  3.   "button_text": "রেটিং দিন",
  4.   "button_url": "https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan",
  5.   "content_message": "আল্লাহ রাব্বুল আলামীনের অসংখ্য কুদরতের মধ্যে অন্যতম নিদর্শন হিসাবে, আজ শুক্রবার (২৭ জানুয়ারি ২০১৮) তারিখ বাংলাদেশ সময় রাত ১১ টা ১৩ মিনিট ৬ সেকেন্ড থেকে শুরু হয়ে শনিবার ভোর ৫ টা ৩০ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত এই শতকের সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটবে। একই স্থায়ীত্বের পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি আবার ঘটবে ২১২৩ সালে।\n\nচন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে আমাদের দেশে অসংখ্য কুসংস্কার আছে। অনেক কুপ্রথা আছে। যেগুলো আসলে কোনো ভাবেই ইসলামের সাথে সংশ্লিষ্ট নয়। আগের কালের 'মুরুব্বি'দের ধারণাপ্রসূত এসব কুসংস্কারগুলো বিজ্ঞান বা ইসলাম সম্মত নয়। যেমন- বলা হয়ে থাকে সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারী মুরগি কাটলে বিকলাঙ্গ সন্তান জন্ম নেয়। এসময় রান্না করা বা খাওয়া যাবে না ইত্যাদি। আল্লাহর রাসূল (সাঃ) কোনো বিষয়কে সৌভাগ্য বা দুর্ভাগ্যের লক্ষণ মনে করাকে সম্পূর্ণ নিষেধ করেছেন। যা অনেক সময় শিরকের পর্যায়ে চলে যায়।\n\nচন্দ্র ও সূর্যগ্রহণের সময় করণীয় কী সে বিষয়ে সুস্পষ্ট হাদীস রয়েছে।রাসূল (সাঃ) বলেন \"চন্দ্র-সূর্য আল্লাহতায়ালার দু’টি বিরাট নিদর্শন। কারও জন্ম বা মৃত্যুতে তার আলো নিষ্প্রভ হয় না। বরং আল্লাহতায়ালা এর মাধ্যমে মানুষকে ভীতি প্রদর্শন ও সতর্ক করেন। সুতরাং চন্দ্র-সূর্য আলোহীন হয়ে পড়লে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও এবং দয়াময় আল্লাহকে কায়মনোবাক্যে ডাক, যতক্ষণ না সে অবস্থার পরিবর্তন হয়।\" (বুখারি)\nরাসূল (সাঃ) এর পুত্র ইবরাহীম যেদিন ইন্তিকাল করেন সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। সাহাবিরা বলাবলি করছিলেন যে রাসূলের (সা) পুত্র ইন্তিকাল করায় সূর্যগ্রহণ হয়েছে। সে প্রসঙ্গেই বলা হয়েছে যে 'কারো জন্ম বা মৃত্যুতে তার আলো নিষ্প্রভ হয় না'।\n\nএমনিভাবে প্রত্যেক ভীতিকর অবস্থাতে যেমন- প্রবল বাতাস প্রবাহকালে, অতিবৃষ্টি, গাঢ় অন্ধকার, ভূমিকম্প ইত্যাদি সময়ে নামাজ আদায় করা মুস্তাহাব। চন্দ্র গ্রহণের নামাজ কারও কারও মতে, সূর্য গ্রহণের নামাজের অনুরূপ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা সুন্নত। কিন্তু ইমাম আবু হানিফা (রহ.) বলেন, যেহেতু এ নামাজ রাত্রিকালীন তাই ঘরে একাকী আদায় করা উত্তম।\n\nতাই আসুন, পশ্চিমা সংস্কৃতির অনুসরণে 'ব্লাড মুন' দেখার উৎসব না করে রাত্রে সাধ্য মত দীর্ঘ কিরাত, দীর্ঘ রুকু-সিজদায় দুই রাকাত নামাজ পড়ি এবং ইস্তিগফার করি।\n\nআল্লাহ আমাদেরকে চন্দ্র-সূর্যের গ্রহণকালীন ক্ষতিকর বিকিরণ ও অন্যান্য যে কোনো আশংকা বা বিপর্যয় যদি থেকে থাকে তা থেকে রক্ষা করুন। আমাদেরকে রক্ষা করুন সকল ধরণের কুসংস্কার ও কুপ্রথা পালন করা থেকে। আমাদেরকে অটল রাখুন রাসূলের (সা) সুন্নাহ এর উপর। আমীন।",
  6.   "content_title": "চন্দ্রগ্রহণের সময় করণীয় আমল"
  7. }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment