Hujifa

JSC Question

Nov 18th, 2020 (edited)
112
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 36.89 KB | None | 0 0
  1. অ্যাসাইনমেন্টের শিরোনাম: শিক্ষা সফর এর অভিজ্ঞতা
  2. বিদ্যালয়ের নামঃ
  3. তারিখঃ নভেম্বর ০৫, ২০২০
  4. ছাত্র/ছাত্রর নামঃ
  5. বিষয়ঃ বাংলা
  6. শ্রেণিঃ অষ্টম
  7. শাখাঃ
  8. রোলঃ
  9.  
  10.  
  11.  
  12. শিক্ষা সফর শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ। বইয়ের বিদ্যার বাইরেও আরো অনেক কিছু দেখার ও শেখার আছে। বইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব জ্ঞানও দরকার।
  13. তখন কেবল মাত্র সপ্তম শ্রেণির পরীক্ষা শেষ হল এবং আমরা সবাই মিলে চিন্তা করলাম স্যারদের সাথে দূরে কোথাও ঘুরতে গেলে খুবই ভালো হয়। মাত্রই তো পরীক্ষা শেষ করলাম, তাই চিন্তা করলাম ভ্রমণের মাধ্যমে নিজেদেরকে একটু সজীব করে তুলি। আমরা সবাই মিলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই ।
  14. আমাদের এই যাত্রা রেলপথে ছিল তাই আমরা ভ্রমণটি অনেক উপভোগ করি। বিশেষ করে আমি জানালার পাশে বসে অনেক সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখেছিলাম। সারা পথ আমরা সবাই মিলে অনেক গল্প করি, বন্ধুদের সাথে বগিতে খেলাও করেছিলাম। আমরা দুপুরে দুপুরের খাবারের জন্যে আনা খিচুড়ি দিয়ে দুপুরের খাবার খাই। তারপর আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছাই এবং সেখান থেকে আমরা একটি সিএনজি করে কর্ণফুলী বাস স্টেশনে গিয়েছিলাম। তারপর কর্ণফুলী বাস স্টেশন থেকে আমরা কক্সবাজার মুখী বাসে করে আমরা অবশেষে কক্সবাজারে পৌঁছাই। তখন আমরা অনেক ক্লান্ত ছিলাম এবং আমরা সেখানে খুব তাড়াতাড়ি একটি হোটেল বুকিং করে সেখানে উঠে যাই।
  15. পরদিন খুব ভোরে আমরা সারা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছাই এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর অবলীলাময় এক সৌন্দর্য উপভোগ করি যা এর আগে আমি কখন ও দেখি নাই। সেখানে আনন্দের কোন সীমা ছিল না। আমরা সেখানে সাঁতার কাটি গোসল করি ও বিভিন্ন রাইডে অংশগ্রহণ করি। সেদিন বিকেলে আমরা এখানে ইনানি পার্কে গিয়েছি। সেখানে খোরগোশ, হরিণ ঈগল, এরকম অনেক প্রাণি দেখেছিলাম। কক্সবাজারে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে কেনাকাটার দোকান। সেখানে স্থানীয় মানুষদের দোকানগুলো অনেক প্রচলিত রয়েছে বার্মিজদের ও অনেক দোকান রয়েছে। শুটকি রপ্তানিও শুটকি কেনাকাটার জন্য এইজায়গা অনেক বিখ্যাত । আমার অনেক শুটকির দোকান দেখেছিলাম। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবেনা । সেখানে আমরা দুদিন রাত্রি যাপন করি। পরিশেষে আমরা সবাই বাড়ির উদ্দেশ্য রওনা।
  16. এই শিক্ষা সফরটি আমার জীবনের সব থেকে বেশী পাওয়া। জীবনে অনেক বাস্তব শিক্ষা এই সফরের মাধ্যমে পাই। আর এই সফরকে শিক্ষারই একটি অনিবার্য অঙ্গ হিসেবে বিবেচনা করতে হবে। তবেই শিক্ষা বাস্তবধর্মী ও অধিক কার্যকরী হবে।
  17.  
  18.  
  19.  
  20. বিদ্যালয়ের নামঃ
  21. তারিখঃ নভেম্বর ০৫, ২০২০
  22. ছাত্র/ছাত্রর নামঃ
  23. বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
  24. শ্রেণিঃ অষ্টম
  25. শাখাঃ
  26. রোলঃ
  27.  
  28.  
  29. অ্যাসাইনমেন্টের শিরোনাম:
  30. বাংলার নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তন প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তির অবদান
  31.  
  32.  
  33. ১. ওয়ারেন হেস্টিংস:
  34.  
  35. তিনি ১৭৮১ সালে কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এতে মুসলিমদের চাকরির সুযোগ সৃষ্টি করে।
  36. পরবর্তীতে হিন্দু সম্প্রদায়ের জন্য ১৭৯১ সালে প্রতিষ্ঠা করেন সংস্কৃত কলেজ। এদেশে এসময় জ্ঞানচর্চায় সীমিত কিন্তু কার্যকর জোয়ার সৃষ্টি হয়।
  37.  
  38. ২. স্যার উইলিয়াম কেরি:
  39.  
  40. ইংরেজি মিশনারি স্যার উইলিয়াম কেরি তিনি বাংলার ব্যাকরণ রচনা, মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্র প্রকাশ, স্কুল টেক্সট বোর্ড গঠনসহ গুরুত্বপূর্ণ কাজের পথ প্রদর্শন করেছিলেন।
  41. এরই ধারাবাহিকতায় ইংরেজরা উচ্চশিক্ষার জন্য সারাদেশে স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি কিছু কলেজ স্থাপন করে।
  42.  
  43. ৩. রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অন্যান্য মনীষীদের অবদান:
  44.  
  45. রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ পরিবর্তনে হাত দেন। ডিরোজিয়ো, বিদ্যাসাগর প্রমুখ অবাধে মুক্তমনে জ্ঞান চর্চার ধারা তৈরি করে।
  46. আবার বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন ও রবীন্দ্রনাথের হাতে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে।
  47. বাংলা সাহিত্যে মীর মশাররফ হোসেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলামের অবদান ও ব্যাপক।
  48.  
  49.  
  50.  
  51.  
  52.  
  53.  
  54.  
  55.  
  56.  
  57.  
  58.  
  59.  
  60.  
  61.  
  62.  
  63.  
  64.  
  65.  
  66.  
  67.  
  68.  
  69.  
  70.  
  71.  
  72.  
  73.  
  74.  
  75.  
  76.  
  77. অ্যাসাইনমেন্টের শিরোনাম:
  78. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য
  79.  
  80. ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষনকে বাঙ্গালী জাতীর মূক্তির প্রাথমিক ভাষন বলা হয়।
  81.  
  82. ১৯৭০ সালে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী উদ্দেশ্য ছিল, যে-কোনভাবে ক্ষমতা পশ্চিম পাকিস্তানীদের হাতে কুক্ষিগত রাখা। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ৩রা মার্চ জাতীয় পরিষদ অধিবেশন আহ্বান করলে তা ১লা মার্চ এক অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। এই সংবাদে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২রা মার্চ ঢাকায় এবং ৩রা মার্চ সারাদেশে একযোগে হরতাল পালিত হয়। তিনি ৩রা মার্চ পল্টন ময়দানে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় সমগ্র পূর্ব বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। এই পটভূমিতেই ৭ই মার্চ রেসকোর্স ময়দানের জনসভায় বিপুল সংখ্যক লোক একত্রিত হয় । এই জনতা এবং সার্বিকভাবে সমগ্র জাতির উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন।
  83.  
  84. “ তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম" ।
  85.  
  86. এভাবে শেখ মুজিবুর রহমান তার কালজয়ী ভাষণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে বলেন যার ফলে ১৯৭১ সালের ২৬ শে মার্চ চূড়ান্ত স্বাধীনতার ভাষন দেয়া মাত্রই সর্বাত্মক যুদ্ধ শুরু হয় ও বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
  87.  
  88. এই ভাষণের মাধ্যমে স্বাধীনতাকামী মানুষ, সচেতন নাগরিক সমাজ, বুদ্ধিজীবি, দেশপ্রেমী সাধারন জনতা সবাই ঐক্যবদ্ধ হোন ও দেশের স্বাধীনতা অর্জনের জন্য এক দুঃসাহসিক প্রস্তুতি নিতে থাকেন। তাই বলা যায় যে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের জন্য ৭ই মার্চের ভাষন ছিল এক মুক্তির ভাষন।
  89.  
  90. বিদ্যালয়ের নামঃ
  91. তারিখঃ
  92. ছাত্র/ছাত্রর নামঃ
  93. বিষয়ঃ জীববিজ্ঞান
  94. শ্রেণিঃ অষ্টম
  95. শাখাঃ
  96. রোলঃ
  97.  
  98.  
  99.  
  100.  
  101.  
  102. ক. কোষ বিভাজন কাকে বলে?
  103.  
  104. উত্তর: যে জৈবিক প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণী তার একটি মাতৃকোষ হতে দুই বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে
  105.  
  106. খ . মিয়োসিস কোষ বিভাজন কে হ্রাস মুলক বিভাজন বলা হয় কেন?
  107.  
  108. উত্তর: মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাস মূলক বিভাজনও বলা হয় কারণ নিচে ব্যাখ্যা করা হলো:
  109. মিয়োসিস কোষ বিভাজন এর একটি মাতৃ কোষ হতে দুই ধাপে মোট চারটি অপত্য কোষ সৃষ্টি হয় ।প্রথম ধাপে একটি মাতৃকোষ বিভাজিত হয় অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ঠ দুটি অপত্য কোষ সৃষ্টি করে। দ্বিতীয় ধাপটি মাইটোসিস এর অনুরূপ ।মাইটোসিস কোষ বিভাজনের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাত্র কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় বলে একে হ্রাসমূলক বিভাজনও বলা হয়।
  110.  
  111.  
  112.  
  113.  
  114. গ. উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্হায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা
  115. রাখেে–ব্যাখ্যা কর।
  116.  
  117. উত্তর:
  118. উদ্দীপকে উল্লেখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে নিচে ব্যাখ্যা করা হলোঃ
  119. উদ্দীপকে উল্লিখিত দীর্ঘস্থায়ী বিভাজন প্রক্রিয়া টি হল মাইটোসিস ।মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী ধাপটি পরীক্ষা হলো প্রোফেজ। এ ধাপে পানি বিয়োজনের ফলে ক্রোমোজোম গুলো বড় হয় ।এ অবস্থায় নিউক্লিয়াস সবচেয়ে বড় দেখায়। প্রাণী কোষের দুইপাশে দুইটা স্টার রশ্মির আবির্ভাব হয়। মাইটোসিস কোষ বিভাজন সাধারণত উদ্ভিদের দেহে পাতায় পত্রমূল পত্রমুকুল হয়ে থাকে ।আর প্রাণী কোষে প্রাণীদেহে হয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজনের ফলে উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্য-প্রস্থ বড় হয় তাই বলা যায় উদ্ভিদের বৃদ্ধিতে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ।
  120. ঘ. মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়ার গুরুত্ব উদ্ভিদের জীবনে কত খানি-তা বিশ্লেষণ কর?
  121.  
  122. উত্তর: মায়ের বলা বিশেষ প্রক্রিয়ায় গুরুত্ব উদ্ভিদ জীবনে কতখানি তা নিচে ব্যাখ্যা করা হলো: উদ্দীপকে মায়ের বলা বিশেষ প্রক্রিয়ায় হলো অভিস্রবণ । অভিস্রবণের গুরুত্ব হলো :
  123.  
  124. ১দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকে তবে কম ঘনত্বের দ্রবণ থেকে পানি অর্থাৎ দ্রাবক অনু অধিক ঘনত্ব দ্রবণের স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে অভিস্রবণ বলে
  125.  
  126. ২. উদ্ভিদ অভিস্রবণ প্রক্রিয়ায় মূল্যবোধে পানি উদ্ভিদের পাতায় পৌঁছে উদ্ভিদের পাতায় পানি পৌঁছানোর ফলে সেখানে খাদ্য উৎপাদন হয়।
  127.  
  128. ২.এ প্রক্রিয়ার ফলে উদ্ভিদের মূলরোমের ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয় ।এ ব্যাপন চাপ ঘাটতি উদ্ভিদকে পানি শোষণ এর সহায়তা করে।
  129.  
  130. ৩. অভিস্রবণ এর ফলে মূলরোমের পানি পাতায় পৌঁছে যায় ফলে উদ্ভিদ অতিরিক্ত পানির চাপ মুক্তি পায়।
  131.  
  132. ৪. অভিস্রবণ একটি উদ্ভিদের জৈবিক প্রক্রিয়া প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে উদ্ভিদের খাদ্য উৎপাদন অসম্ভব হয়ে পড়ে এর ফলে উদ্ভিদের মৃত্যু ঘটতে পারে তাই বলা যায় উদ্ভিদ জীবনে অভিস্রবণের গুরুত্ব অপরিসীম।
  133.  
  134. অ্যাসাইনমেন্টের শিরোনাম: সরকারের গৃহিত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে সহযোগিতা গ্রহণ
  135. বিদ্যালয়ের নামঃ
  136. তারিখঃ নভেম্বর ০৫, ২০২০
  137. ছাত্র/ছাত্রর নামঃ
  138. বিষয়ঃ বাংলা
  139. শ্রেণিঃ অষ্টম
  140. শাখাঃ
  141. রোলঃ
  142.  
  143.  
  144. “Information is power”অর্থাৎ তথ্যই শক্তি। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে অগ্রসর হওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশ ও। আধুনিক বিশ্বের সকল উন্নত প্রযুক্তির আছে আধুনিক তথ্য প্রযুক্তির অবিস্মরণীয় বিপ্লব, ফলে পৃথিবীর মানচিত্র এক হয়ে গেছে।
  145.  
  146. সেবা সমূহের তালিকাঃ
  147.  
  148. • ই-পর্চা:
  149. জমিজমার বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য পূর্বে অনেক হয়রানি হত, বর্তমানে দেশের 64 টি জেলায় ই-সেবা কেন্দ্র থেকে তা সহজেই সংগ্রহ করা যায়।এই জন্য অনলাইনে আবেদন করে আবেদনকারী জমিজমা সংক্রান্ত বিভিন্ন দলিলের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে পারে। এর ফলে জনগণ খুব সহজেই সেবা পাচ্ছেন।অন্যদিকে সেবা প্রদানের সময় তথ্যাদি ডিজিটাল কৃত হয়ে যাচ্ছে ফলে ভবিষ্যতে তথ্যপ্রাপ্তির পথ সহজ হচ্ছে।
  150.  
  151. • ই-বুক:
  152. সকল পাঠ্যপুস্তক অনলাইনে সহজে প্রাপ্তির জন্য সরকারিভাবে একটি প্লাটফর্ম তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণীর পাঠ্য পুস্তক ও সহায়ক পুস্তক রয়েছে
  153.  
  154. • ই-পুর্জি:
  155. চিনিকলের পূর্জি স্বয়ংক্রিয় করা হয়েছে এবং বর্তমানে মোবাইল ফোনে কৃষকরা তাদের পুর্জি পাচ্ছে। ফলে এ সংক্রান্ত হয়রানির অবসান হওয়ার পাশাপাশি কৃষক ও তাদের একটু সরবরাহ উন্নত করতে পেরেছেন।
  156.  
  157. • পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ:
  158. বর্তমানে দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে।
  159.  
  160. • ই-স্বাস্থ্য সেবা:
  161. জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের অনেক স্থানে টেলিমেডিসিন সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়া সরকারি হাসপাতালসমূহের ব্যবস্থাপনা সম্পর্কে মোবাইল ফোনে বা এসএমএসে অভিযোগ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।
  162.  
  163. • অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ:
  164. ঘরে বসেই এখন আয় করদাতারা তাদের আয়করের হিসাব করতে পারেন এবং রিটার্ন তৈরি ও দাখিল করতে পারেন।
  165.  
  166. • পরিসেবার বিল পরিশোধ:
  167. নাগরিক সুবিধার একটি বড় অংশ হল বিদ্যুৎ, পানি কিংবা গ্যাস সরবরাহ। এইসকল পরিষেবার বিল পরিশোধ করতে পূর্বে গ্রাহকের অনেক ভোগান্তি হত।বর্তমানে অনলাইনে বা মোবাইল ফোনের মাধ্যমে এসকল বিল পরিশোধ করা যায়।
  168.  
  169. ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি ভিত্তিক সেবাঃ
  170.  
  171. ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রযুক্তি ভিত্তিক সেবা কার্যক্রম বৃদ্ধি করতে হবে। দেশের মানুষের জন্য ডিজিটাল সেবা দিতে হবে।বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল সেবা চালু করতে হবে নিচে প্রযুক্তি ভিত্তিক সেবা সম্পর্কে আলোচনা করা হলো:
  172.  
  173. ডিজিটাল ভূমি ব্যবস্থাঃ অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল তথ্য মালিকানার নিবন্ধন ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা।
  174.  
  175. ডিজিটাল স্থানীয় প্রশাসনঃ কেন্দ্রীয় সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন সকল পর্যায়ে কাজে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা।
  176.  
  177. ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাঃ জনগণের সার্বিক নিরাপত্তা বিধান এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত করার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির ব্যবহার নিশ্চিত করা।
  178.  
  179. অনলাইন তথ্যকেন্দ্র স্থাপন: অনলাইন ভিত্তিক তথ্য কেন্দ্র স্থাপন করতে পারলে দেশের সকল মানুষ তার প্রয়োজনীয় সকল তথ্য সহজেই জানতে পারবে। যা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য অত্যন্ত আবশ্যক।
  180.  
  181. প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব:
  182.  
  183. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে করেছে উন্নত, জীবন যাপনকে করেছে সহজ। তথ্যপ্রযুক্তি মূলত একটি সমন্বিত মাধ্যম অডিও, ভিডিও , টেলিযোগাযোগ, কম্পিউটিং সম্প্রসারণসহ আরো বহু প্রযুক্তির সম্মিলনের দীর্ঘদিন ধরে চর্চার ফলে প্রতিনিয়ত সমৃদ্ধি লাভ করছে। তথ্য প্রযুক্তির বিপ্লব বিকাশের ফলে অসংখ্য নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, গবেষণা, যোগাযোগ ইত্যাদি নানা ধরনের সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে মোবাইলফোনের ব্যাপক প্রসারের ফলে প্রধানত গ্রামাঞ্চলের সঙ্গে সারাদেশের যোগাযোগ করার সুযোগ সৃষ্টি হয়েছে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, মানুষের জীবনযাত্রাকে সহজ করতে, মানব জাতির কল্যাণে উন্নয়নে তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম এবং প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
  184.  
  185. উপসংহার:
  186. সম্ভাবনা উজ্জ্বল দুয়ারে দাঁড়ানো একটি দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ দেশের উন্নতি কে ত্বরান্বিত করতে আধুনিক তথ্য-প্রযুক্তির নির্ভর দেশ গঠনের কোনো বিকল্প নেই। আর তাই আমাদের আরো বেশি তথ্য প্রযুক্তি নির্ভর হতে হবে এবং এই খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
  187.  
  188.  
  189. বিদ্যালয়ের নামঃ
  190. তারিখঃ নভেম্বর ০৫, ২০২০
  191. ছাত্র/ছাত্রর নামঃ
  192. বিষয়ঃ
  193. শ্রেণিঃ অষ্টম
  194. শাখাঃ
  195. রোলঃ
  196.  
  197. ব্যক্তিগতভাবে পৃথিবীর প্রতিটি মানুষ দায়িত্বশীল। আল্লাহ তায়ালা মানুষকে বুদ্ধি ও শারীরিক শক্তি দিয়েছেন যাতে মানুষ তার সময়, ক্ষমতা, মেধা ও সম্পদের ন্যায়সংগত ব্যবহার করে। আল্লাহ পাক বলেছেন,
  198.  
  199. যে কেউ সৎপথে চলে, নিশ্চয়ই সে সৎপথে চলে তার নিজের জন্য। আর যে পথভ্রষ্ট হয়, তার ভ্রষ্টতা নিশ্চিতভাবেই তার উপর এবং কেউ বোঝা বহন করবেনা অপর কারো বোঝা। (সূরা বনী ইসরাইল : ১৫)
  200.  
  201. আবার, একটা পরিবারের সদস্যদের প্রতি অপরের আল্লাহ নির্ধারিত হক রয়েছে। পারিবারিক সম্পদ ও সম্পত্তিতেও তাদের অংশ ও অধিকার সুনির্ধারিত। যা কুরআনের ভিতরে বিশেষ করে সূরা আন নিসার ১ম ও ২য় রূকুতে সুন্দরভাবে বিধৃত হয়েছে।
  202. সামাজিক জীবনের ক্ষেত্রে ইসলামেও সুন্দর বিধিমালা রয়েছে। সমাজে ন্যায় প্রতিষ্ঠা না হলে সমাজ জীবনে অশান্তি ও বিপর্যয় নেমে আসে। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মানবজাতিকে আল্লাহ নির্দেশ দিয়ে বলেছেন,
  203. يا ايها الذين امنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على انفسكم او الوالدين والاقربين
  204. অর্থাৎ, হে মুমিনগণ! তোমরা ন্যায়বিচার দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাক আল্লাহর সাক্ষী হিসেবে, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয় অথবা তোমাদের মাতাপিতা বা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। (সূরা আননিসা : ১৩৫)
  205. যেহেতু আমার চাচার চাকুরি হারিয়েছে,, সেহেতু আমার চাচা ব্যাবসা সুরু করতে পারে। এতে করে সুদের থেকেও বিরত থাকতে পারবে,
  206. এভাবে অর্থ ব্যবস্থায় নির্ধারণ করা হয়েছে যাকাত। সাথে সাথে আরোপিত হয়েছে সুদ ঘুষের বর্জন নীতি। ব্যবসাকে হালাল ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন,
  207. احل الله البيع وحرم الربا
  208. অর্থাৎ, “আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।” (সূরা বাকারা : ২৭৫)
  209.  
  210. ব্যাবসায়িক ক্ষেত্রে ইসলামের ন্যায়নীতি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। এবং আমাদের আল-কোরআনে এর বিষয়ে অনেক নিদের্শনা দেওয়া আছে,এতে করে আমার চাচার ব্যবসায়িক জীবনের সকল সমস্যার সমাধান পাবেন আল-কোরআনে।
  211. ব্যবসা করেলেও যেন কোনো দিক ইসলামের বাহিরে না যায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে।ঠিক মতো নামাজ আদায় করতে হবে।কারো পাওনা টাকা রইলে তা যথা সময়ে কথামতো ফেরত দিতে হবে।সবসময় হালাল রুজি রোজগার করতে হবে এবং হারাম গুলো বর্জন করতে হবে।
  212.  
  213. এইভাবে আমার চাচা ব্যবসায়িক জীবনে অনেক সুখী হতে পারবে বলে আমি মনে করছি ইনশাআল্লাহ!
  214.  
  215.  
  216. Assignment Title:
  217. School:
  218. Date:
  219. Student’s Name:
  220. Subject: English
  221. Section:
  222. Roll:
  223.  
  224.  
  225. Assignment: HW: Section-D
  226.  
  227. 1. Naksha means artistic pattern.
  228. 2. The name was taken from a Bengali word Naksha.
  229. 3. The art has been practiced in rural Bengal for centuries.
  230. 4. Nakshi kanthas are now sold in expensive handicraft shops.
  231. 5. Nakshi kanthas are in great demand because of their colorful patterns and design embroidery.
  232. 6. Nakshi kanthas are a kind of embroidered quilt.
  233.  
  234.  
  235.  
  236.  
  237.  
  238.  
  239.  
  240.  
  241.  
  242.  
  243.  
  244.  
  245.  
  246.  
  247.  
  248.  
  249.  
  250. Assignment: Making a delicious dish
  251.  
  252. Ingredients:
  253. Eggs: 2
  254. Milk: 250 ml
  255. Sugar: 5 tbsp
  256.  
  257. How to prepare
  258.  
  259. First crack the two eggs in a tub. Beat the egg gently with a balloon whisk. Add the milk and the sugar to the pot. Switch the burner on. Stir in the spatula until all the sugar has dissolved. Apply the milk to the beaten egg and stir in the mixture. Sieve the egg mixture with a strainer. Now steam the mixture of eggs.
  260.  
  261. Fill the custard cups gently with the egg mixture. Cover each cup with a foil of aluminum. Then, heat the water in the pan and put the cups in the pan gently. Wait for 18 to 20 minutes. Put kitchen gloves on and remove the custard cups. Store them in the refrigerator when they're cold. Now, Pudding is almost ready. Scrape the end of the cup with the tip of the knife. Bring out the pudding from the cup very carefully. After that pudding is ready to serve or eat.
  262.  
  263. Benefits of pudding
  264. Pudding is very delicious dessert. It contains a wide spectrum of carbohydrates. Custard is a delicious addition to every kind of pudding. With milk as the main ingredient, it's a great source of protein, the custard is a healthy source of protein and contains calcium that is good for bone health.
  265.  
  266.  
Add Comment
Please, Sign In to add comment