sazid_iiuc

the great hack

Jan 10th, 2021 (edited)
100
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 5.87 KB | None | 0 0
  1. এই মুহূর্তে পৃথিবীতে তেলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ব্যবসা কোনটি জানেন?
  2. এটি হল তথ্য ব্যবসা। সেই ২০১৮ সালেই তথ্যের মূল্য ছাড়িয়ে গিয়েছে তেলের মূল্যকেও। এবং এরমধ্যে আমরা যারা হোয়াটসেপ ব্যবহারকারী তারা হয়তো জেনে গিয়েছি টেক জায়ান্ট ফেসবুক কিভাবে ব্যবহার করতে যাচ্ছে হোয়াটেপে পাওয়া তথ্যকে। কী এমন তথ্য সেগুলো? কোনো গোপন অস্ত্র বানানোর তথ্য? নাকি কোনো পারমাণবিক বোমার ফরমুলা?
  3.  
  4. সত্যি বলতে কী এগুলো এরকম কোনো তথ্যই না। এই তথ্যের মধ্যে আছে আপনি কোন ধরণের মানুষদের পছন্দ করেন, কাদের সাথে ফ্রিকোয়েন্টলি যোগাযোগ করেন, কোন ধরণের খাবার পছন্দ করেন, কী ধরণের মুভি দেখতে চান ইত্যাদি ইত্যাদি ব্যক্তিগত তথ্য। যা আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু না। তবে এই তথ্যগুলো কী আসলেই গুরুত্বপূর্ণ নয়? যদি নাই হয়ে থাকে তাহলে এটি নিয়ে ট্রিলিয়ন ডলারের ব্যবসা কেন?
  5.  
  6. আমরা যদি ফ্রি উইলে বিশ্বাস করে থাকি, তাহলে তথ্য ব্যবসা হল এই ফ্রি উইলকে অবিশ্বাস করা সবচেয়ে শক্তিশালী গুটি। একটি উদাহরণ দেই। আপনি সকাল থেকে রাত পর্যন্ত টানা ১ মাস একজনের সাথে থাকলে আপনি মোটামুটি সেই মানুষের নাড়িনক্ষত্র সব বলে দিতে পারবেন, সে কী খেতে পছন্দ করে, কাদের সাথে চলতে পছন্দ করে, কী ধরণের সিরিজ পছন্দ করে, কী ধরণের প্রোডাক্ট সে ব্যবহার করে এবং সেগুলোর মধ্যে কোন ব্র্যান্ড তার কাছে জরুরী। আর এসব তথ্য দিয়ে পরিবর্তন করে দিতে পারেন আপনি ফ্রি উইল ব্যাপারটিকেই। আপনি চাইলে ম্যানিপুলেট করতেই পারেন সেই মানুষটিকে। ধরা যাক সেই মানুষটি অবসর সময়ে জুস খেতে পছন্দ করে এবং সে সাধারণত প্রাণ জুস খেয়ে থাকে। আপনি গিয়ে তাকে এবার অফার করতেই পারেন অন্য কোনো কোম্পানির জুস। ব্যাস হয়ে গেল অন্য কোম্পানির জুস বিক্রি। সেই মানুষটি ভাবলো সে নিজের ইচ্ছাতেই অন্য কোম্পানির জুস খেয়েছে, যেখানে বাস্তবতা হল তার ইচ্ছা প্রভাবিত হয়েছে।
  7.  
  8. এটি আপাতদৃষ্টিতে খুব ক্ষুদ্র একটা ব্যাপার। এর বিগার পিকচারটা খুব ভয়াবহ। এর সবচেয়ে বড় উদাহরণ উঠে এসেছে ২০১৬ সালে আমেরিকার নির্বাচনে, কেমব্রিজ এনালিটিকা কেলেংকারীতে, যেখানে ট্রাম্পের চেয়েও জনপ্রিয়তা অনেক বেশি থাকার পরও, অনেক বেশী ভোট পাওয়ার পরও হিলারি ক্লিন্টনের পরাজয়। কেবল এই কেমব্রিজ এনালিটিকা কোম্পানিটিরই রয়েছে ইলেকশন হ্যাক করার আরো অগুনতি উদাহরণ। এমন কোনো হ্যাক না যেটি ইভিএম কে ফাঁকি দিয়ে একজনের ভোট আরেকজনকে ট্রান্সফার করে দেয়া। বরং সেটি হল সরাসরি মানুষের মাইন্ড হ্যাক।
  9.  
  10. আমরা যারা ক্রিকেট খেলা নিয়ে টুকটাক জানি তারা নিঃসন্দেহে একটি দেশের নাম শুনেছি। যার নাম ওয়েস্ট ইন্ডিজ। যেটি আদতে কয়েকটি দেশের সমন্বয়ে গড়ে ওঠা দল। আর এই ওয়েস্ট ইন্ডিজের একটি রাষ্ট্র হল ত্রিনিদাদ এন্ড টোবাগো।
Add Comment
Please, Sign In to add comment