Advertisement
hasib_mo

my mind

Mar 26th, 2012
57
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 5.62 KB | None | 0 0
  1. প্রায় ৭-৮ জন আমার কাছে প্রোগ্রামিং শিখতে চেয়েছে। কিন্তু তাদের কাউকেই আমি প্রোগ্রামিং শিখাবোনা। মুখের উপর না বলে দিতে পারিনি, কিন্তু সত্যিই শেখানো সম্ভব না। কারণ অনেক। নিচে কিছু কারণ দিলামঃ(পড়া শুরু করলে দয়া করে শেষ পর্যন্ত পড়বেন)
  2.  
  3. আমি নিজে প্রোগ্রামিং করি শখ করে। নিজের ভালো লাগা থেকে। এখন আপনার যদি মনে হয় আপনি "এই" কাজের জন্য শিখবেন, তাহলে আপনি প্রোগ্রামিং এর আসল মজা থেকে বঞ্চিত হবেন। আর আমি প্রোগ্রামিং শিখেছিলাম অংক করার জন্য। টাকা উপার্জনের জন্য না। অনেকেই আছেন, প্রোগ্রামিং শিখে ফ্রী ল্যান্সিং করে টাকা আয় করতে চান। কিন্তু অন্তত এই বয়সে আমার টাকা আয় করার কোন ইচ্ছা নেই। আর যারা আমার কাছে শিখতে চেয়েছে তারা বেশির ভাগই উল্টাপাল্টা কাজের জন্য। ভাই, আমি অনেক অনেক উল্টা পাল্টা কাজ করতে পারি, আমি ওয়েবসাইট হ্যাক করতে পারি, কিন্তু এগুলো শিখেছি আত্মরক্ষার জন্য, অন্যকে ক্ষতি করার জন্য না। মানুষ কারাত শেখে আত্মরক্ষার জন্য, অন্যকে ক্ষতি করার জন্য না। আর আমার কাছে প্রোগ্রামিং শিখে মানুষের ক্ষতি করবে, তাহলে আমি কিভাবে শেখাই??
  4.  
  5. দয়া করে লক্ষ্য করুনঃ প্রোগ্রামিং করি আনন্দের জন্য, যেমন আমরা গণিত উৎসবে প্রবলেম সলভ করি আনন্দের জন্যে। টাকা উপার্জন, মানুষের ক্ষতি করা বা কোন বিশেষ উদ্দেশ্যে না। ভালো লাগা থেকে করি। তুমি এইটা বানাইসো, আমিও এরকম একটা বানাবো এই জন্য না!
  6.  
  7. আর আরেকটা ব্যাপার, যারা শিখতে চাইছে তাদের সবাইকে বলছি আমার কম্পিউটার নাই, কিন্তু তাদের নিজেদের কম্পিউটার আছে। এরপরেও তারা আমার কাছে শিখতে চায়। আমি তাদের বলেছি, আমার একটা কম্পিউটার হোক, তারপর। তাদের বক্তব্য তাদের বাসায় গিয়ে শিখিয়ে আসতে হবে! কি অদ্ভুত। আমার নিজের কিছু কথা বলি। আমি যখন প্রোগ্রামিং শিখি তখন গোপনে শিখেছিলাম। আমার আব্বু আম্মু ভাইয়া কেউ জানতো না, কয়েকদিন আগে আম্মুকে প্রথম আমি বলেছি। তো আমি কোন হোমওয়ার্ক করতে পারতাম না। SarfaRaaz ভাইকে কোড মেইল করে পাঠাতাম, ভাইয়া চেক করে দিত। নিজে অনেক ঘেটে অনেক কিছু বের করেছিলাম। এখনও আমার কম্পিউটার নেই, আমি ৫ টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি। কিন্তু বেশিরভাগ কোডই আমার খাতার মধ্যেই থাকে। রান করে আর দেখা হয় না একটা কম্পিউটারের অভাবে। কিন্তু যাদের কম্পিউটার আছে তাদের বেশির ভাগের কম্পিউটারে হিন্দি গান/মুভিতে ভরা। কম্পিউটার খুলেই গেমস খেলতে বসে। কাজের কাজ শুধু মাইক্রোসফট অফিসে লেখা লেখি করতে পারে। এই কাজের জন্য তোমাদের একটা কম্পিউটার আছে? আর একটা কম্পিউটার থাকার পরও তোমরা এমন একজনের কাছে প্রোগ্রামিং শিখতে চাও যার একটা মোবাইল ছাড়া কিছু নেই? লজ্জা করে না?
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement