Advertisement
omarkslab

4:0 Hoax

Nov 24th, 2018
129
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 2.49 KB | None | 0 0
  1. It's a hoax. LOL.
  2. এক তো এই গুজবটা আজ থেকে প্রায় ৪ বছর আগেকার, অনেক আগেই যেটা বিলুপ্ত হয়ে গেছে। এখন একজন নিউজ রিপোর্টার (সেই সাথে সেই পুলিশ আর পেজের এডমিন) কতটা অজ্ঞ হলে এসব শেয়ার করতে পারে আমার জানা নেই। বাঙ্গালী ভুল আর আজাইরা খবর ছড়ানো ছাড়া কিছু জানেনা তার আরেক প্রমাণ, যেখানে যা চোখে পড়ে তাতেই বিশ্বাস। সেটা কতটুকু সত্য তার যাচাই করার প্রয়োজন মনে করেনা কেউ। আর কমন সেন্সের কথা তো বাদই দিলাম, সেটা কবেই গায়েব হয়ে গেছে।
  3.  
  4. আসল কথা হল ফেসবুক সকল ইউজারকে @ সাইন দিয়ে ট্যাগ করার অপশন রেখেছে। '@' এর পর রি ফরম্যাটে যার আইডি লিখা হবে তাকেই ট্যাগ করা হবে। সকল ফেসবুক ইউজারদের একটা ইউনিক আইডি আছে। ফেসবুক ডাটাবেইজে মার্ক জাকার্বার্গের আইডি ৪ (সিরিয়ালে ৪ নম্বর ফেইসবুক ইউজার উনি, উনার প্রোফাইলে গেলেই বুঝবেন) , এইজন্য ৪ নম্বরে ট্যাগ ইউজ করলে মার্ককে ট্যাগ হয়, ৪ এর যায়গায় আপনি যার আইডি নম্বর দিবেন তাকেই ট্যাগ হবে। এর সাথে একাউন্ট হ্যাক বা সেইফ এর কোন সাথ নাই   ট্যগিং সিস্টেমে এটা একটা বাগ ছিল, যেটা ফেসবুক ফিক্স করেছে মোটামুটি। এইজন্য এটা এখন অনেকের ক্ষেত্রেই কাজ করবেনা বা করলেও মারককে ট্যাগ হবেনা।
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement