Advertisement
Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- ছাত্র/ ছাত্রী ভর্তি বা রেজিষ্টেশন।
- অটোমেটিক গ্রেডিং সিষ্টেম।
- প্রতিটি ছাত্র/ছাত্রীর রেজাল্ট কার্ড।
- ছাত্র /ছাত্রীদের ও শিক্ষকদের উপস্থিতি ও অন্যান্য কার্যাবলীর অপশান।
- অভিভাবক বা ছাত্র/ছাত্রীদের সাথে সরাসরি মোবাইল এস,এম,এস বা ইমেইল কনফিগারেশান।
- অভিভাবক কনফিগারেশান।
- ক্লাস, শ্রেণী, শাখা, কোর্স প্রতিটি অপশান ইচ্ছামত তৈরী করার স্বাধীনতা।
- ছাত্র / ছাত্রীদের বেতন বা রেজাল্ট কার্ড বা অন্য কিছু অভিভাবকের কাছে প্রিন্ট করে বা মেইল করে পাঠানো যাবে।
- ছাত্র / ছাত্রীদের বেতন হিসাব।
- একক বেতন প্রাপ্তি / অপ্রাপ্তি।
- পরিক্ষার ফি সেশন ফি / জরিমানা / অন্যান্য।
- কার মাধ্যমে বেতন আদায় হলো , কখন আদায় হলো, কে বেতন দিলো তা সঠিক ভাবে পর্যবেক্ষণ করার ব্যবস্থা।
- প্রতিষ্ঠানের আয়/ব্যয় হিশাব।
- বিভিন্ন প্রকার লেজার।
- কর্মচারী /শিক্ষকদের বেতন হিশেব।
- যেকোন প্রকার হিসাব বা তথ্যের অপশান কাষ্টমাইজেশান করা যাবে।
- মূল্য: ৬০০০০/=
- ———————————————————————————
- bogra-time-corporation
- স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার
- প্যাকেজ-২
- প্যাকেজ-১ এর সব ফিচার +
- ভয়েস এসএমএস কনফিগারেশান ।
- প্রতিষ্ঠানের কার্যক্রম বাড়ীতে বসে পর্যবেক্ষণ করার ব্যবস্থা।
- নির্ধারিত হিশাব বা তথ্য ছাড়াও অতিরিক্ত ২৭ প্রকারের হিসাব বা তথ্যের অপশান।
- প্রতিদিনের খরচ/ আপ্যায়ন খরচ/ প্র্রাতিষ্ঠানিক খরচ/ উন্নয়ন খরচ বা অন্যান্য খরচ ব্যবস্থাপনা।
- শিক্ষকদের জন্য টার্গেট লাইন দেয়া যাবে।
- শিক্ষকরা টার্গেট লাইন কতটা পূর্ণ করেছে তা সহজেই জানা যাবে।
- অটো রেজাল্ট অপশান যেখানে ক্লাস ভিত্তিক ছাত্র/ ছাত্রীদের অটোমেটিক্যাললি জি,পি এ ভিত্তিতে ফলাফল তৈরী হবে।
- মার্কশীট, ট্যাবুলেশান শিট বের করা যাবে।
- ইচ্ছামত কোর্স তৈরী ,শাখা ভিত্তিক দূর্বল ছাত্র/ ছাত্রীদের মনোযোগী করার ব্যবস্থা।
- কোর্স ভিত্তিক ,শাখা ভিত্তিক, হিশাব এডিটিং ব্যবস্থা।
- শিক্ষকদের পারফরমেন্স জানার ব্যবস্থা।
- ছাত্র/ ছাত্রীদের পারফরমেন্স জানার ব্যবস্থা ।
- বিভিন্ন প্রকার কোর্স বা কোচিং বিষয়ক তথ্যের হিসেব নিকাশ।
- + রিপোর্ট অংশ..
- সফটওয়্যারটির বিশেষ বৈশিষ্ঠ্য:
- bogra-time-corporation
- প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা শুধু সকল প্রকার হিসাব দেখতে পারবেন বা করার অনুমতি প্রদান করতে পারবেন।
- যিনি বেতন আদায় করবেন, তিনি শুধু বেতনই আদায় করতে পারবেন বা যিনি ভর্তি করাবেন তিনি শুধু ভর্তিই
- করতে পারবেন। অন্য কোন অংশে প্রবেশ করতে পারবেন না ,যদি প্রধান কর্মকর্তা অনুমতি না দেন।
- একই সাথে চারটি কম্পিউটার থেকে বা চারটি কক্ষে আলাদা বসে সফ্টওয়্যারটি পরিচালনা করা যাবে।
- ব্যাকআপ অপশন থাকায়, কম্পিউটার চুরি বা ধ্বংস হলেও হিসাব বা তথ্য অক্ষত থাকবে।
- প্রতিষ্ঠানের সম্পদের হিসেব, ব্যাংক হিসেব, আয়-ব্যয় হিসেব, প্রতিষ্ঠান বর্হিভূত আয়-ব্যয় হিসেব সবকিছুর হিশেব
- সহ সব কিছু রাখা যাবে। ফলে ইচ্ছে করলে কোন প্রকার কাগজ কলম ব্যবহারের প্রয়োজন হবে না।
- সফ্টওয়্যার টি চালানোর জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই, কম্পিউটার সম্পর্কে ধারণা থাকলেই চলবে।
- প্রতিজন শিক্ষক /কর্মচারীর জন্য আলাদা একাউন্ট ,আলাদা পাসওয়ার্ড ব্যবস্থা ।
- শিক্ষক কর্মচারী একাউন্ট অংশে বেতন, ভাতা, ধার-কর্জ, অগ্রিম প্রভৃতি সহ অসংখ্য অপশনের ব্যবস্থা।
- প্রতিষ্ঠানের অতীত, বর্তমান, ভবিষ্যত মাত্র এক সেকেন্ডের একটি ক্লিকেই জানা সম্ভব।
- সফ্টওয়্যারটি খবুই নিরাপদ, বিভিন্ন প্রকার এডমিন বা ইউজার তৈরি করা যায় বলে ম্টো মূলধন বা লাভ লসের
- হিসাব আসল মালিক ছাড়া অন্য কারো পক্ষে বের করা সম্ভব না ।
- কাগজ পত্রের হিসেবে বিভিনড়ব প্রকার ভুল হতে পারে বা এটি অনেকে দেখে ফেলতে পারে, এই সফ্টওয়্যারের
- মাধ্যমে হিসাব করলে অযাচিত কেই দেখতে পাবে না, ফলে টাকা হারানো বা চুরি হওয়ার কোন সম্ভাবনা নাই।
- গ্রাহক বা কর্মচারী ট্রেকিং নাম্বার থাকাই কোন গ্রাহক বা কর্মচারী প্রতারণা করতে পারবে না।
- স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার সফ্টওয়্যারটি আজীবন লাইসেন্সককৃত।
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement