Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- {
- "button_hints": "রমজানের পরও আমরা চেষ্টা করব ইসলামের এমন শিক্ষাগুলো নিয়মিত শেয়ার করার। চেষ্টা করব যেই ইসলামি বইগুলো আমরা পড়ি সেগুলোর চুম্বক অংশগুলো ইউজারদের সাথে শেয়ার করবার। আর এই অ্যাপের মাধ্যমে সারা বছরের নামাজের সময়সূচীও আপনি দেখতে পারবেন। তাই রমজানের শেষে অ্যাপটি আনইন্সটল না করার অনুরোধ রইল",
- "button_text": "অ্যাপ আপডেট করুন ও রিভিউ দিন",
- "button_url": "https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan",
- "content_message": "“যার কন্য সন্তান আছে, সে তাকে জীবিত কবর দেয়নি, তাকে দীনহীন ও লাঞ্ছিত করেও রাখেনি এবং পুত্রকে তার ওপর বেশি গুরত্বও দেয়নি, আল্লাহ তাকে জান্নাতে স্থান দেবেন।” (আবু দাউদ)\n\n“এই মেয়েদের জন্মের মাধ্যমে যে ব্যক্তিকে পরীক্ষার সম্মুখীন করা হয়, তারপর সে তাদের সাথে সদ্ব্যবহার করে তারা তার জন্য জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার কারণে পরিণত হবে” (বুখারী ও মুসলিম)\n\n“যে ব্যক্তি দু’টি মেয়ের লালনপালন করে, এভাবে তারা বালেগ হয়ে যায়, সে কিয়ামতের দিন আমার সাথে ঠিক এভাবে আসবে। একথা বলে তিনি নিজের আঙুলগুলো একসাথে করে দেখান।” (মুসলিম)\n\n“যে ব্যক্তি তিন কন্যা বা বোনের লালনপালন করে, তাদেরকে ভাল আদব কায়দা শেখায় এবং তাদের সাথে স্নেহপূর্ণ ব্যবহার করে, এমনকি শেষ পর্যন্ত তারা তার সাহায্যের মুখাপেক্ষী না থাকে, তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবেন। এক ব্যক্তি জিজ্ঞেস করেনঃ হে আল্লাহর রাসূল! আর যদি দু’জন হয়? জবাব দেন, দু’জনকে এভাবে ললনপালন করলেও তাই হবে। হাদীসের বর্ণনাকারী ইবনে আব্বাস (রাঃ) বলেন, যদি লোকেরা সে সময় একজনের লালনপালন সম্পর্কে জিজ্ঞেস করত তাহলে তিনি একজনের সম্পর্কেও এই একই জবাব দিতেন।” (শারহুস সুন্নাহ)\n\n“যার তিনটি কন্যা আছে, সেজন্য সে যদি সবর করে এবং নিজের সামর্থ অনুযায়ী তাদেরকে ভাল কাপড় পরায়, তাহলে তারা তার জন্য জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার উপায়ে পরিণত হবে।” (বুখারীর আদাবুল মুফরাদ ও ইবনে মাজাহ)\n\n“যে মুসলিমের দু’টি মেয়ে থাকবে, সে যদি তাদেরকে ভালভাবে রাখে, তাহলে তারা তাকে জান্নাতে প্রবেশ করাবে।” (ইমাম বুখারীর আদাবুল মুফরাদ)\n\n“নবী (সাঃ) সুরাকাহ ইবনে জা’শূমকে বলেন, আমি কি তোমাকে বলবো সবচেয়ে বড় সাদকাহ (অথবা বলেন, বড় সাদকাহগুলোর অন্যতম) কী? সুরাকাহ বলেন, অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল! তিনি বলেন, তোমার সেই মেয়েটি যে (তালাক পেয়ে অথবা বিধবা হয়ে) তোমার দিকে ফিরে আসে এবং তুমি ছাড়া তার আর কোনো উপার্জনকারী থাকে না।” (ইবনে মাজাহ ও বুখারী ফিল আদাবিল মুফরাদ)\n",
- "content_title": "কন্য সন্তানের দেখভাল করার ফজিলতের উপর কয়েকটি হাদীস"
- }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment