Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- {
- "button_hints": "সর্বশেষ যুক্ত হওয়া ফিচারগুলো পেতে আপডেট না করে থাকলে অ্যাপটি আপডেট করুন",
- "button_text": "প্লে স্টোর থেকে আপডেট করুন",
- "button_url": "https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan",
- "content_message": "শবে ক্বদর শুধু ২৭ রমজানের রাত নয় বরং হাদীস শরীফে এসেছে রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাত্রিতে এই রাত্রি অনুসন্ধান করতে। হিজরি মাসের তারিখ শুরু হয় সূর্যাস্ত থেকে। তাই রমজানের চাঁদ ওঠার পর ঐ রাত্রেই আমরা তারাবিহ শুরু করি। আবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ঐ রাত্রেই আমরা তারাবিহ ছেড়ে দেই। একই ভাবে বিজোড় রাত বলতে বুঝাবে বিজোড় সংখ্যার রমজানের আগের রাত। যেমন আগামীকাল ২১ রমজান হলে আজ রাতটি হবে ব ২১ তারিখের রাত, যা বিজোড় রাত।\n\nবিজোড় রাতে ইবাদতের ব্যাপারে আল্লাহর রসূল (সাঃ) বলেছেন, \"রমযান মাসের শেষ দশকের বিজোড় (রাত) গুলিতে শবেক্বদর অনুসন্ধান কর।\" (বুখারী ২০১৭)\n\nতাই আমাদের উচিত রমজানের শেষ দশ দিনের বিজোড় রাতগুলোতে বেশি বেশি ইবাদত করা। ২৭ রমজানের রাতে বেশি ইবাদত করলেও অন্যান্য বিজোড় রাতগুলোকে একদম ছেড়ে দেয়া ঠিক হবে না। ইশার নামাজের পর আরো কিছু নফল ইবাদত করা বা কয়েক রাকাত বাড়তি নামাজ পড়া যেতে পারে। সাহরির সময় ১০-১৫ মিনিট আগে উঠে তাহাজ্জুদের নিয়ত করে ২-৪ রাকাত নামাজ পড়াই যায়। এতে আমাদের জীবন থেকে শবে ক্বদরের রাত মিস হবে না।\n\nআল্লাহ আমাদের সকলের জীবনে বেশি বেশি শবে ক্বদর নসীব করুন। আমীন।\n",
- "content_title": "আজ সম্ভাবনাময় শবে ক্বদরের রাত"
- }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment