Advertisement
Guest User

Untitled

a guest
May 19th, 2019
82
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 8.52 KB | None | 0 0
  1. ১৫.০৫.২০১৯
  2. আজকে সকালে উঠেই আগেভাগে রওনা হলাম আখুঞ্জির পথে। রাজউকের সামনে গিয়ে দাড়াইলাম কিছুক্ষণ। দিদারের সাথে দেখা হইলো। ওর কেমিস্ট্রি রিটেস্ট নাকি। পোলায় অনেক টেনশানে আসে। শান্তনা দিলাম একটু। একটু পর তিয়াশা আইসে পড়ল।😍 ওর সাথে ফার্স্ট দেখা কালকের ওই কাহিনির পর। ভাবসিলাম অনেক অকওয়ার্ড লাগবে। বাট না। স্বাভাবিক ভাবেই কথা হচ্ছিলো!☺ একটু পর একটা রিকশা নিয়ে দুইজন একসাথে আখুঞ্জির কোচিং এ গেলাম। রিকশায় সাকিব কে নিয়ে কথা হইসিলো কিছু। আমি ওকে বললাম রাতে ঘুমাইনাই। ও জিজ্ঞেস করলো, কেনো? বাট আমি বলতে পারলাম না! কি না কি মনে করে!😅 আখুঞ্জি স্যারকে এনডিসির ওই মহাকর্ষের অঙ্কটা দিলাম, যেটা তানিম দিসিলো। ওইযে মঙ্গলগ্রহে মাঠের দৈর্ঘ্যপ্রস্থ নির্ণয় করার টা। বাট স্যারও পারলোনা। আখুঞ্জির পর ১ ঘন্টা গ্যাপ। ওই টাইমটুকু আমি আর তিয়াশা একসাথে জাস্ট।
  3.  
  4. বের হয়ে জিজ্ঞেস করলাম। কি করব এই সময়টায়। ও কোন ডেফিনিটিভ এন্সার দিলোনা। আমি বললাম, চল রেললাইনে যাই। যা বলা তাই কাজ। ও আর আমি হাটা দিলাম রেইললাইনের উদ্দেশ্যে।😍 ও গল্প করতে থাকলো আর ওর বোন অর্পারে নিয়ে একটা কাহিনি বলতে লাগলো। আর আমি মনে করসিলাম কিনা আমাদের ক্লাসের অর্পা!😂 ও কথা বলতেই আসিলো। আমি এমনিতেই কথা বলতে পারি না তেমন গুছায়, তাই খালি শুনতেইসিলাম আর হু হ্যা বলতেসিলাম। ওর মুখের দিকেই তাকায় ছিলাম। উফফ কিউট লাগে ওরে। রেললাইনে হাটার সময় ওর হাত ধরে হাটতে খুউব মন চাচ্ছিলো!☺ বাট সাহস করে বলতে পারলাম না। আবারো মনে হলো- কি না কি মনে করে।
  5.  
  6. একটু পর রেললাইন থেকে বের হয়ে MSJর পথে যাইতে লাগলাম। গিয়ে দেখি তখনও মাত্র ১১:১৫ বাজে। তাই ভাবলাম আরেকটু ঘুইরে আসি। দুইজন কেউই রোজা ছিলাম না আমরা।😌 বললাম চল খাওয়াদাওয়া হোক?😁 ভয় করতেসিলো না জানি রাগ করে। বাট to my surprise ওও ওনেক এক্সাইটেড হয়ে গেলো যাওয়া নিয়ে, আর রাগের বিন্দুমাত্র করলোনা!😍 অন্নেক জোস একটা মেয়ে ও!!!☺☺☺ জীবনের মজা নিতে চায় মনে হয় আমার মত। এরকম একটা সঙ্গী থাকলে আর কি লাগে জীবনে?😌 জীবন তো একটাই।😌😌 যাই হোক আমরা আইসক্রিম খাবো ঠিক করলাম। রাজউকের পেছনের দিকে একটা দোকান আসে, ওইখান থেকে আইসক্রিম কিনে আমরা দৌড় মেরে একটা পর্দাওয়ালা দোকানের ভেতর ঢুকে গেলাম আর হাসতে থাকলাম।😂☺ দেন মনের সুখে দুইজনে আইসক্রিম খাইতে লাগলাম। ওর গালে একটু আইসক্রিম লাইগে গেসিলো। ভাবলাম সিনেমার মত করে রোমান্টিক ভাবে ওইটা মুছে ওরে খাওয়ায় দেই?😍 বাট পারলাম না।😓 ওইতো- কিছু মনে করলে? বাল নিজের মনকে প্রাধান্য দিতে হবে। যা মন চায় তা করতে হবে মাঝেমাঝে। আমি খামাখাই টেনশান করি বেশি। ও কি আর মনে করবে! জানে তো সবই। আচ্ছা যাই হোক। ওই দোকানে কোক না থাকায় ওরে ফখরুলে নিয়ে গেলাম। আমি ভাবসিলাম মুয়াজরে হয়তো ওইখানে বইসা বিড়ি টানা অবস্থায় পামু!😂😂 বাট নাহ। অর্পার পাল্লায় পইড়া পোলার মনে হয় ফাইনালি কিছু হুশ আসছে। বাট নিজের হুশ ই তো আনতে পারি না।😪 তিয়াশার জন্য ফান্টা কিনলাম, আর আমি একটা কোক কিনলাম। দেন রওনা হলাম MSJর পথে।
  7.  
  8. MSJ তে জাওয়াদ আমার ফোন কেড়ে নিসিলো আর ওর ওই বিকিনি ওয়ালা ছবি টা ডিলিট করসিলো। হালায় বেশি সেন্টি খাইয়া যায় আসলেই!😤 ছুটির পরে এই নিয়া মারামারি লাগলো ওর সাথে। আমার নখ উপ্রায় গেলো। গলা ছিলা গেল। অনেই ব্যথা পাইলাম। বাট আই ডিডন্ট রান এওয়ে। আমি জানতাম খেপলে জাওয়াদ পশু হয়ে যায়। তাই ব্যপারটাকে এতটা সিরিয়াসলি নিলাম না।
  9.  
  10. রাত্রে অবশ্য জাওয়াদ নিজের ভুল বুঝতে পেরে মাফ টাফ চাইলো। আমিও মাফ করেই দিলাম। কারোর উপর বেশিক্ষণ রেগে থাকতে পারি না আমি। আর এমনিতেও, জাওয়াদ অনেক পুরনো আর ভালো একটা বন্ধু। রাগ করে থেকে কি লাভ!😌
  11.  
  12. রাতে তিয়াশার সাথে অনেকক্ষণ চ্যাট হলো। আজকের কিছু সত্যি কথা ওকে বলে দিলাম আমি। আসলে ও না গুতাইলে বাইর ই হইতোনা!😂 লাইক কালকে সারারাত ওরে নিয়েই স্বপ্ন দেখসি, তাই ঘুমাইতে পারি নাই, এইসব। আমি এখনও মনে করসিলাম, বলে তো দিলাম। কিছু মনে করবেনা তো??😰 But boy was I wrong!!😵😵 ওও অনেক খুশি হলো শুনে। আরো অনেককিছু শুনতে চাইলো। সারাত অনেককিছু নিয়ে কথা হইলো ওর সাথে। এক পর্যায়ে দুইজনই ঘুমায় গেলাম।☺
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement