Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- {
- "button_hints": "আরাফার রোজা নিয়ে ইসলামিক স্কলারদের মতামত দেখুন ছোট্ট এই ইউটিউব ভিডিওতে",
- "button_text": "ইউটিউবে লেকচার দেখুন",
- "button_url": "https://www.youtube.com/watch?v=ZV-EnyVzPlQ",
- "content_message": "আরাফাতের দিন রোজা রাখলে আগের ১ বছর ও পরের ১ বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন।\n\nরাসূল (সা) বলেন \"আরাফার দিনের রোযার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, এ রোযা তার পূর্বের ও পরের বৎসরের গুনাহ মুছে ফেলবেন\" (মুসলিম)\n\nআমরা একটা প্রশ্নের মুখোমুখি হই যে আরাফার দিনের রোজাটা কবে রাখব? সৌদীতে জিলহজ্জের ৯ তারিখ হাজ্জীগণ আরাফায় অবস্থান করেন। যেদিন আমাদের দেশে জিলহজ্জের ৮ তারিখ। আমরা আমাদের দেশের জিলহজ্জের ৯ তারিখ রোজা রাখব নাকি হাজীরা যেদিন আরাফায় থাকেন (আমাদের দেশের সময় অনুযায়ী জিলহজ্জের ৮ তারিখ) সেদিন রোজা রাখব?\n\nআলেমগণ এব্যাপারে ভিন্ন ভিন্ন মত প্রদান করেন। একদল আলেম মনে করেন যদি কোনো ভাবে জানা যায় কোন দিন হাজীগণ আরাফায় অবস্থান করছেন তাহলে ঐ দিনই রোজা রাখা উত্তম। আরেক দল আলেমের মতে স্থানীয় জিলহজ্জের ৯ তারিখ বা ঈদের আগের দিন আরাফাতের রোজা রাখতে হবে। তবে উভয় মতই গবেষণালব্ধ। কোনোটিকেই তাই সন্দেহাতীত ভাবে ভুল বা সঠিক বলা যাবে না।\n\nউভয় মতকে সমন্বয় করে আরেকদল আলেম বলেছেন যেহেতু জিলহজ্জের প্রথম ১০ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই আমাদের উচিত জিলহজ্জের ৮ ও ৯ (এ বছর ২০ ও ২১ আগস্ট) উভয় দিন রোজা রাখা। যদি জিলহজ্জের ১ থেকে ৯ রাখা যায় তাহলে আরো ভাল।\n\nআসুন আমরা এই মর্যাদাপূর্ণ রোজাটি নিজে রাখি ও পরিবারের অন্যান্যদেরকে রাখতে উৎসাহিত করি।",
- "content_title": "আরাফাতের দিন রোজা রাখার ফজিলত"
- }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment