hasancse1991

maap_a_kom_dea

Jul 1st, 2018
221
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
JSON 4.42 KB | None | 0 0
  1. {
  2.   "button_hints": "আমরা চেষ্টা করব ইসলামের শিক্ষাগুলো নিয়মিত শেয়ার করার। চেষ্টা করব যেই ইসলামি বইগুলো আমরা পড়ি সেগুলোর চুম্বক অংশগুলো ইউজারদের সাথে শেয়ার করবার। আর এই অ্যাপের মাধ্যমে সারা বছরের নামাজের সময়সূচীও আপনি দেখতে পারবেন। তাই রমজানের শেষে অ্যাপটি আনইন্সটল না করার অনুরোধ রইল",
  3.   "button_text": "অ্যাপ আপডেট করুন ও রিভিউ দিন",
  4.   "button_url": "https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan",
  5.   "content_message": "\"ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। তাদের অবস্থা এই যে, লোকদের থেকে নেবার সময় পুরোমাত্রায় নেয় এবং তাদেরকে ওজন করে বা মেপে দেবার সময় কম করে দেয়। এরা কি চিন্তা করে না, একটি মহাদিবসে এদেরকে উঠিয়ে আনা হবে? যেদিন সমস্ত মানুষ রব্বুল আলামীনের সামনে দাঁড়াবে।\"\n(সুরা মুতাফ্ফিফিন - আয়াত ১-৬)\n\nএই আয়াতের তাফসীর থেকে জানা যায় মদীনার লোকজন মাপে কম দেয়া শুরু করেছিল। তখন এই সূরার এই আয়াতগুলো নাযিল হয় বা আগেই অবতীর্ণ হওয়া এই আয়াতগুলো রাসূল (সাঃ) আবার তিলাওয়াত করে শোনান। আরো জানা যায় পূর্ববর্তী একজন নবী হযরত শো'য়াইব (আঃ) এর উম্মতের মাঝে মাপে কম দিলে লোক ঠকানোটা মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল। শো'আইব (আঃ) এর বারংবার নিষেধের পরেও তারা এই অপরাধ থেকে ফিরে আসে নি। ফলে আল্লাহ তাদের উপর আযাব পাঠান।\n\nআমরা ঠিক কত ভাবে লেনদেনের সময় মানুষকে ঠকাই? শুধুই কি ব্যবসায়ীদের ওজনে কম দেয়া? আমরা নিজেরা যখন কোনো জিনিস অনলাইন প্ল্যাটফর্মে বা সামনাসামনি বিক্রি করি তখন কি তার ত্রুটিগুলো ক্রেতার কাছে প্রকাশ করি? কোনো ল্যাপটপ বা মোবাইল হয়ত বিশেষ একটা ঝামেলা করে। আমরা সেটা বিক্রি করার সময় কিন্তু ক্রেতার কাছে ত্রুটিটা লুকাই। ছেলেমেয়ে বিয়ে দেয়ার সময় তাদের দূর্বলতাগুলো লুকাই। দোকানে কিছু কিনতে গেলে সামনে খোলা থাকা মুড়ি বা চাল মুঠি মুঠি করে নিয়ে মুখে দেই। এগুলা একটাও কি ভাল কাজ? আল্লাহ কি আমাদেরকে এগুলোর ব্যাপারে ধরবেন না? অবশ্যই ধরবেন!!! কারণ অণু পরিমাণ ভাল কাজ বা খারাপ কাজের উল্লেখ থাকবে আমাদের আমলনামায়। এই অণু পরিমাণ খারাপের জন্য আমরা কিয়ামাতের দিন আটকে যাব না তো?",
  6.   "content_title": "মাপে কম দেয়া সংক্রান্ত আয়াত"
  7. }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment