Advertisement
Guest User

Untitled

a guest
Feb 23rd, 2020
128
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 5.53 KB | None | 0 0
  1. পারফরম্যান্স আর্ট : পারফরমেন্স আর্ট হলো শিল্পকে উপস্থাপনা। উপস্থাপনা করেন শিল্পী নিজেই বা সহযোগী বা অভিনয়কারীর সাথে।
  2.  
  3. ১৯৬০ এর দশকে আধুনিকতাবাদ এবং এবস্ট্রাক্ট এক্সপ্রশনিজমের পতনের পরে পারফর্মেন্স আর্টের সর্বাধিক বিকাশ ঘটেছিল এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। পারফর্মেন্স আর্ট উপস্থাপনা করে হয় সাধারনত অভিনয়, নৃত্য,চিত্রকলা,কবিতার মাধ্যমে।
  4.  
  5. আমার ধারনা থেকে পারফর্মেন্স আর্ট :
  6.  
  7. শিরোনাম : আলোর মাঝেও অন্ধকারাচ্ছন্ন।
  8. সময়কাল : ৩০ মিনিট
  9. উপাদান : আমি,পায়রা, চোখের পট্টি, চেয়ার,একটি মোম বাতি, বই
  10. বর্ণনা : আমি একটি চেয়ারে বসে আছি। আমার চোখে একটি পট্টি পরানো। আমার সামনের টেবিলে রাখা বই ও মোমবাতি, আশেপাশে পায়রা।
  11.  
  12. এখানে আমি বুঝতে চেয়েছি -
  13. আমাদের চোখ বন্ধ থাকে অনেক কুসংস্কারে আচ্ছন্ন থাকে। এখানে পায়রা সুখের প্রতিক, আমাদের আশেপাশে সুন্দর পৃথিবী, আমাদের চোখের সামনে আলোকময় সুখের পৃথিবী তবুও আমাদের চোখে সব অন্ধকারাচ্ছন্ন। তবে অন্ধকারাচ্ছন্নতা থেকে আমাকে উদ্ধার করতে পারে বই এবং আমি নিজেই। আমিই পারি চোখ থেকে পর্দা সরাতে। আলোকময় সুন্দর পৃথিবীটা দেখতে। আমার আশেপাশে সুখের অভাব নেই, তবে তা খুঁজে নিতে হবে। সেজন্য দরকার দৃষ্টি শক্তি, এই দৃষ্টি মনের দৃষ্টি। চোখ বাধা বলতে মনের চোখকে বোঝাতে চেয়েছি।
  14.  
  15. বর্তমান পৃথিবীতে এসেও আমরা অনেক কুসংস্কারআচ্ছন্ন হয়ে এমন অনেক অপরাধ করে বসি যা আমরা ঠিকমত উপল্বদ্ধিও করতে পারিনা যে আসলেই এটি অপরাধ। এই উপলব্ধির ব্যাপারটা আসে মনের চোখ খোলা থাকলে। মনের চোখ খোলা থাকলে আমরা এত অপরাধমূলক কাজ করতে পারতামনা, তাই আমাদের উচিত মনের চোখ খুলে আশেপাশের পৃথিবীটা উপলব্ধি করা। এর মাধ্যমে আমরা মনে যেমন সুখ খুঁজে পাব তেমনি পৃথিবীও পাবে সুন্দর মনের মানুষ। আর একজন সুন্দর মনের মানুষ কখনোই কোনো অপরাধমূলক কাজ করতে পারেনা।
  16.  
  17. দর্শকের অভিব্যাক্তি : একজন চোখ বাধা মানুষ দেখে দর্শকের মনে ধোঁয়াসার সৃষ্টি হবে। প্রত্যেক মানুষের জীবনই অন্ধকারাচ্ছন্ন কিছু সময় থাকে। সেই সময় থেকে সকলেই বেরিয়ে আসতে চায়। চোখ বাধা মেয়েটিকে দেখে তাদেরও সেই সময়গুলোর কথা মনে পরে যেতে পারে। এবং তাদের মনে কষ্টের আবির্ভাব ঘটতে পারে। তবে চারপাশের পায়রা এবং সামনের আলো তাদের মনে আশার আলোর কথা মনে করিয়ে দিবে।
  18.  
  19. আর্ট মনে করার কারন : দর্শকের মনে চিন্তা করার মত একটি জায়গা রয়েছে যেখানে দর্শক নিজের মত করে চিন্তা করে নিতে পারে। নিজের মত করে নিজের জীবনের সাথে মিলিয়ে ঘটনা বানিয়ে ফেলতে পারে। সেটি দর্শকের মনে একসময় দুঃখের উদ্বেগ ঘটাবে এবং একই সাথে আশার আলোও দেখাবে।
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement