Advertisement
hasib_mo

sts1

Apr 10th, 2012
37
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 3.80 KB | None | 0 0
  1. আপনাদের অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে। আর এটা আমাকে খুব কষ্ট দেয়। অনেকেই আমাকে পারসোনালি মেসেজ দেন "তোমার/আপনার সাদাখাতাটা অনেক কাজে লাগে/ভালো লাগে"। বা @[162741867164698:] পেইজে পোস্ট/কমেন্ট দেন। কিন্তু সাদাখাতা আমার একার না। এর প্রত্তেকটা আইডিয়া আপনাদের সবার। এর কোন জায়গার ফন্ট সাইজ কেমন হবে, কোথার কালার কি হবে, ডিজাইন কিরকম হবে সব কিন্তু আমার আশে পাশের মানুষদের কাছ থেকে আইডিয়া নিয়েই বানানো। এমনকি সাদাখাতা নামটাও আমার দেয়া না। আমার সবচেয়ে কাছের বন্ধু @[100002192578273:নাঈম] এর দেয়া নাম। শব্দপাতা ভার্সনটির নাম দিয়েছেন আমার প্রিয় বড় ভাইয়া, @[100001643166465:দাইফ]ভাইয়া। কনভার্টারের বেসিক কিছু আইডিয়া নাঈমের দেয়া। CSS ফাইলটা সাজাতে আমার বড় দুই ভাইয়া অনেক সাহায্য করেছে। পিসি ভার্সন বানানোর সময় পুরা আইডিয়া আমার মেঝ ভাইয়া গছিয়ে দিয়েছে। সিকিউরিটি ব্যাপারটা দেখেছে আমার বড় ভাইয়া। মেইন ডিজাইন করতে সাহায্য করেছে আমার প্রোগ্রামিং গুরু @[1130541922:SarfaRaaz]ভাইয়া। Bug Fixing আর Troubleshooting এ দাইফ ভাইয়া আর @[1627706415:Zakaria]ভাইয়ার কথা না বললেই নয়। ফেসবুক ট্যাগিং টুলসের আইডিয়া পেয়েছি আমার @[100003246366991:] আপুর কাছ থেকে। আর আমার জান আপু[@[100003157603203:]] এর কথা না বললে পুরাটাই বৃথা যাবে। [আমার জান পাখিটা এখনও অনেক ছোট, ও এবার বুয়েটে প্রথম বর্ষে] ও কুট কুট করে ফেসবুকে শেয়ার দিত আর আমার মন ভালো হয়ে যেত। আমার জানই সাদাখাতার কালার পছন্দ করেছে। আর আছেন @[100001114490064:ফাহাদ] ভাইয়া। ভাইয়াটা আমার কোডিং এর কিছু ধারণা পরিষ্কার করেছেন। এইগুলা না হলে কোন দিন সাদাখাতা সম্ভব হত না!
  2.  
  3.  
  4. #হয়ত প্রোগ্রামিং পার্টটুকু আমি করেছি। সেটা আর কয়টা ফাইল? ৩টা কি চারটা? এরপরেও বলবেন "তোমার কাজ"? প্লিজ একবার বলুন না, "তোমাদের কাজ"? এর পিছনে অনেক মানুষ নিভৃতে রয়ে গেছেন যে! তারা তো রয়ে গেছেন আপনাদের অন্তরালে!
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement