Advertisement
hasib_mo

Untitled

Jul 3rd, 2012
40
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 4.97 KB | None | 0 0
  1. বেশ কয়েকদিন আগে আমরা কয়েক বন্ধু মিলে ঠিক করি পথ শিশুদের নিয়ে কাজ করার। যেই ভাবা সেই কাজ অনুযায়ী কাজ না করে আমরা আগে এই পথে কি কি সমস্যা আসতে পারে তাই নিয়ে চিন্তা ভাবনা করি। বের হয় অনেক গুলো সমস্যা। হাল ছাড়ি নি আমরা। চালিয়ে যেতে থাকি আমাদের কর্মপন্থা নিয়ে চিন্তা ভাবনা আর ছড়িয়ে ছিটিয়ে কিছু কেস স্ট্যাডি। কয়েকদিন আগে আমি একটা কেস স্ট্যাডি নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম। বেশ কিছু মতামত পেয়েছিলাম। বুঝতে পেরেছিলাম, যে কাজে হাত দিয়েছি, তার রাস্তাটা অনেক বেশি বিপদজনক। তবুও লেগে আছি আমরা। "আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে??"
  2.  
  3. পূর্বকথাঃ
  4. আমরা কয়েকজন মাত্র স্কুল পাশ করে বের হওয়া ছেলে মেয়ে। যখন দেখি কোন ছোট্ট বাচ্চা না খেয়ে স্কুল থেকে ফিরে যায় বাসায়, তখন সত্যিই অনেক লজ্জা করে। এদের জন্য কিছুই কি করার নেই??? সকাল থেকে কিছু না খেয়ে ক্লাস করে, আমাদের কাছে থেকে মাত্র পাঁচ টাকা নিয়ে একটা কেক খেয়ে তাদের মুখে কি অনাবিল হাসি দেখা যায়, সেটা উপভোগ করার আনন্দ আমাদের সাথে না থাকলে কেউ বুঝতে পারবে না!!! আমরা লেগে থাকি। একটি ভোরের আশায়!!!
  5.  
  6. আমাদের কাজে লাগার আগেই আমরা কয়েকজন মিলে কিছু কাজ করি। প্রধান কয়েকটা কাজ হল ফাউন্ডেশন এর আর্থিক সাহায্য এর জন্য কিভাবে কাজ করব সেটা ঠিক করা। কাদের নিয়ে কাজ করব সেটা ঠিক করা, আমাদের কাজের বিস্তারিত জানানোর জন্য ওয়েবসাইট খোলা, চাঁদা আদায়ের রসিদ বানানো আরো অনেক কাজ।
  7.  
  8. কয়েকদিনের মধ্যেই আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আমরা সবাই এবারে ঈদ টা কাটাবো পথশিশুদের সাথে। রমজান মাসে ইফতার, শীত কালে শীতবস্ত্র, কিংবা স্কুলে যাওয়া শিশু, যারা একবেলা ঠিক মত খেতে পারেনা, তাদের জন্যই আমাদের এগিয়ে চলা। আমরা চাই না কোন মেধাবী ছাত্র পেটের দায় মিটাবার জন্য লঞ্চ ঘাটে কাজ করুক!! আমরা চাই না, কেউ অনাহারে থেকে আমাদের বিবেক কে ধর্ষন করুক!!
  9.  
  10. আপনারা ইচ্ছা করলেই যোগ দিতে পারেন আমাদের সাথে। নিজের এলাকায় কি কি সমস্যা আছে সেটা নিয়ে হয়ত মেইল করতে পারেন আমাদের। হয়ত দিতে পারেন কোন আইডিয়া। কিংবা আর্থিক ভাবেও আমাদের সাহায্য করতে পারেন। আপনি যদি খুলনার বাইরে থাকেন তবে আমাদের সাথে যোগ দানের জন্য আমাদের সাইটে সাইন আপ করতে পারেন। খুব দ্রুতই যোগাযোগ করা হবে আপনার সাথে। আপনার ইচ্ছা শক্তিটাই হতে পারে আমাদের বড় হাতিয়ার। আমাদেরকেই তো জাগতে হবে এই মা-টার জন্য, তাইনা???
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement