Advertisement
hasancse1991

Untitled

Dec 24th, 2018
342
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
JSON 3.71 KB | None | 0 0
  1. {
  2.   "button_hints": "অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহনের ক্ষেত্রে ইসলামের অবস্থান কী? সেটা জানতে শুনে নিন ড. আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের ছোট্ট একটি লেকচার",
  3.   "button_text": "ইউটিউব থেকে দেখুন",
  4.   "button_url": "https://www.youtube.com/watch?v=C2Srv0c2T60",
  5.   "content_message": "অমুসলিমদের ধর্মীয় উৎসবে মুসলিমদের অংশ গ্রহন, উৎসব উদযাপন, উৎসবকে কেন্দ্র করে একে অপরকে শুভেচ্ছা জানানো নিষিদ্ধ। রাষ্ট্রের বা সমাজের দায়িত্ব হচ্ছে অমুসলিমরা যেন পূর্ণ নিরাপত্তার সাথে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে সেই ব্যবস্থা করা। অমুসলিমদেরকে তাদের উৎসব পালনে অসহযোগিতামূলক আচরন করা যাবে না। কিন্তু তাই বলে তাদের অনুষ্ঠানে গিয়ে একাত্মতা প্রকাশ করা বা তাদের সাথে মিলে মিশে আনন্দ ভাগাভাগি করে নেয়া বৈধ নয়।\n\nদুনিয়ার সামাজিক রীতিনীতির সাথে একে মিলিয়ে দেখলে আরেকটু পরিষ্কার হবে। যদি বিএনপির প্রয়াত নেতা জিয়াউর রহমানের মৃত্যুদিনে আওয়ামী লীগের কোনো নেতা বিএনপির দুয়া অনুষ্ঠানে সামিল হয়, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে পরদিন কি ঐ নেতার পদ থাকবে? একই রকম ভাবে শেখ মুজিবুর রহমানে মৃত্যুদিনে যদি বিএনপির কোনো নেতা শোক সভায় গিয়ে একাত্মতা প্রকাশ করে তাহলে কি তার পদ থাকবে? আমরা দুনিয়াবি শুধু রাজনৈতিক আদর্শের ক্ষেত্রেই সেটাকে মানি না, আর যেখানে আল্লাহর সাথে শিরক করার মত ঘটনা ঘটে সেই অনুষ্ঠানে যাওয়া; তাদের উৎসবে সামিল হওয়া কিভাবে বৈধ হতে পারে?\n\n২৫ ডিসেম্বর খৃষ্টানদের বড় দিন। তাদেরকে তাদের মত উৎসব পালন করতে দিই। তাদের উৎসবে আমরা নিজেদেরকে সামিল না করি। বড় দিনের শুভেচ্ছা জানিয়ে নিজেদেরকে so called আধুনিক না ভাবি।\n\n[কথাগুলো নেয়া হয়েছে ড. আবদুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) এর লেকচার থেকে]",
  6.   "content_title": "বড়দিনের শুভেচ্ছা জানাবেন না"
  7. }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement