Guest User

Untitled

a guest
Mar 24th, 2018
91
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 3.76 KB | None | 0 0
  1. লিফলেট ২ (মার্কেট শ্রমিক, দোকানদার ও সিএনজি চালক ইত্যাদি)
  2.  
  3. হকার সমস্যা সমাধানে চাই
  4. - রাস্তাঘাট হকার মুক্ত করতে বিশেষ বাহিনী গঠন যা প্রতিনিয়ত টহল, ও আটককৃত মালামাল জব্দের কাজে নিয়োজিত থাকবে
  5. - সকল দখলকৃত রাস্তায় বিশ্বের উন্নত সিটি কর্পোরেশন গুলোর মত ব্যবসায়িক ভিত্তিতে ঘন্টা হিসেবে ১ লেইনের পার্কিং এর ব্যবস্থা
  6. - হকার দখলদারির পেছনে জড়িত নেতৃস্থানিয়দের বিরুদ্ধে সিটির পক্ষ থেকে গোপন অনুসন্ধান করত আইনি ব্যবস্থা নেওয়া
  7.  
  8. যানজট সমস্যা সমাধানে চাই
  9. - উন্নত বিশ্বের শহরগুলোর আলোকে সিটি নিয়ন্ত্রিত আধুনিক পার্কিং ব্যবস্থা
  10. - অন্তত ৫ টি মেইন রুটে টাউনবাস চালু এবং মহিলাদের জন্য অন্তত এক-তৃতিয়াংশ সিট বরাদ্ধ
  11. - টাউন বাস নির্ভর রুটগুলোতে রিক্সা চলাচল কমানো, ২০২৫ সালের মধ্যে রিক্সার সংখ্যা অর্ধেকে নিয়ে আসা
  12. - সিএনজি ও অন্যান্য গণ-পরিবহন ড্রাইভারদের জন্য বাৎসরিক ফ্রি ও আবশ্যিক উচ্চতর ট্রেইনিং এর ব্যবস্থা
  13. - আলাদা আলাদা সময়ে মার্কেট ও অফিস আদালতের খোলা ও বন্ধের সময় নির্ধারণ ও অইন ভংগকারিদের বিরুদ্ধে কার্যকর অর্থিক দন্ডের ব্যবস্থা
  14.  
  15. নাগরিক ও শ্রমিক অধিকার আদায়ে চাই
  16. - শ্রমিকদের জন্য সর্বোচ্চ ৮ ঘন্টা কর্মদিবসের নিশ্চয়তা তা নিশ্চিত করণে বিশেষ টিম গঠন
  17. - বিদেশগামী জন্য সিটি ট্রেনিং ইনস্টিটিউট গঠন এবং এর মাধ্যমে সাস্থ্য, প্রাথমিক চিকিৎসা, ন্যুনতম ভাষা শিক্ষার ব্যবস্থা করা
  18. - দুস্থ ও অসহায় পরিবারগুলোকে স্বনির্ভর করার লক্ষ্যে প্ল্যানমাফিক এককালিন আর্থিক সহায়তা
  19. - প্রাপ্তবয়স্ক অবিবাহিতদের সহায়তার লক্ষ্যে সিটি কর্পরেশনের আওতায় প্রতি বৎসর অন্তত ২টি গণবিবাহের আয়োজন
  20. - জনগুরুত্বপূর্ণ স্থানে গণ শৌচাগারের ব্যবস্থা ও প্রতিটি মার্কেট মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা করা
Add Comment
Please, Sign In to add comment