Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- {
- "button_hints": "লেখাটি নেয়া হয়েছে ড. আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা লেকচার থেকে",
- "button_text": "ইউটিউব থেকে লেকচার দেখুন",
- "button_url": "https://youtu.be/8anNglpMV8I",
- "content_message": "মুসলমানের প্রতি কোনো নফলের কারণে কোনো ঘৃণা-শত্রুতা পোষণ করবেন না! ফরজের ত্রুটি-বিচ্যুতি থাকলে এজন্য মনে আফসোস থাকবে, ক্ষোভ থাকবে কিন্তু তার বাকি ফরজ ওর ঈমানের অবমূল্যায়ন করবেন না।\n\nএকজন মানুষ আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মানে কিন্তু আমার ফুরফুরা পীর সাহেবকে খুব গালি দেয়। আমি তাকে বন্ধু ভাববো নাকি দুশমন ভাববো? যদি দুশমন ভাবি তাহলে বুঝব আল্লাহর নবীর চেয়ে আমার পীর সাহেব আমার কাছে বড় এবং এই কাজটাই আমরা করছি!\n\nএকজন মানুষ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু আমার দলের না, তবলীগ না, জামাত না, চরমোনাই না, ফুরফুরা না এই কারণে তাকে আমরা দুশমন দুশমন ভাব পোষণ করি। আবার আমারই পীর সাহেবের মুরিদ, হয়ত মুখে দাড়ি নেই, হয়ত গুনাহ করে তাকে আমার আপন আপন মনে হয়। তাহলে বুঝা গেল আমাদের কাছে আল্লাহর নবীর চেয়ে হুজুর অথবা আমাদের মাযহাব অথবা আমাদের দল বেশী প্রিয়!\n\nএটা কিন্তু ঈমানের লক্ষণ নাহ!\n\nএজন্য আল্লাহর রাসূল বলেছেন আমাদের ভালবাসার মানদন্ড আল্লাহ এবং তার রাসূল হবে আর কিছু না। যার ভিতরে আল্লাহর ঈমান আছে, আল্লাহর ফরজ ইবাদত আছে নবীর মুহাব্বত আমরা দেখতে পাচ্ছি কিছু আছে। যত ভুল থাক, ভুলের জন্য মনে কষ্ট থাকবে কিন্তু তার ঈমান-আমলের মূল্যায়ন করব আল্লাহ ও রাসূল (সাঃ) এর দিকে তাকিয়ে। তখন আমরা ঈমানের মজাটা পাব।",
- "content_title": "নিজেদের মধ্যে সম্প্রীতি রক্ষা করা আবশ্যক"
- }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment