Advertisement
hasancse1991

uttom-bekti

Oct 6th, 2018
339
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
JSON 8.25 KB | None | 0 0
  1. {
  2.   "button_hints": "প্রতিদিন নোটিফিকেশন পেতে অ্যাপ আপডেট করুন ও রেটিং দিন গুগল প্লে স্টোর থেকে",
  3.   "button_text": "App Update and Rate",
  4.   "button_url": "https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan",
  5.   "content_message": "একজন মানুষকে কখন উত্তম বলা যাবে? কখন ব্যক্তিটি আল্লাহর কাছে উত্তম বলে গণ্য হবেন? কয়েকটি হাদীসের মাধ্যমে উত্তম হবার গুণাবলিগুলো জেনে নিই। মিলিয়ে নিই নিজেদের জীবনের সাথে। যেগুলো আমাদের মধ্যে পাওয়া যাবে সেগুলোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আর যেগুলো পাওয়া যাবে না সেগুলো অর্জনের চেষ্টা করি ও আল্লাহর কাছে দুয়া করি।\n\nরাসূলুল্লাহ (সা.) বলেন,\n“তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সবচেয়ে উত্তম যে কুরআন শিখে এবং অন্যকে শেখায়”। [১]\n\n“তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম”। [২]\n\nআবূ মূসা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, তারা (সহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! ইসলামে কোন ব্যক্তি উত্তম? তিনি বললেনঃ যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। [৩]\n\n“তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো”। [৪]\n\nরাসূলুল্ললাহ (সা.) বলেন, “তোমাদের মধ্যে উত্তম সেই, যে তার স্ত্রীর কাছে উত্তম। আর আমি আমার স্ত্রীদের কাছে উত্তম”। [৫]\n\n“তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না”। [৬]\n\n“তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো”। [৭]\n\n“নিশ্চয় আল্লাহর নিকট উত্তম ব্যক্তি সে, যে মানুষকে আগে সালাম দেয়”। [৮]\n\n“শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ”। [৯]\n\n“তোমাদের মধ্যকার উৎকৃষ্ট হচ্ছে ঐসব লোক, যারা সলাতের মধ্যে নিজেদের কাঁধ বেশি নরম করে দেয়”। [১০]\n\nআবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করা হলো, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষ কে? রাসুলুল্লাহ (সা.) বলেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ওই ব্যক্তি, যে আল্লাহকে বেশি ভয় করে। [১১]\n\nআবূ সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ (সা.)-এর নিকট এসে এই নিবেদন করল যে, ‘সব চাইতে উত্তম ব্যক্তি কে?’ তিনি বললেন, “সেই মুমিন ব্যক্তি, যে নিজ জান-মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে।” সে বলল, ‘তারপর কে?’ তিনি বললেন, “সেই মুমিন, যে পার্বত্য ঘাঁটির মধ্যে কোন ঘাটিতে আল্লাহর ইবাদতে প্রবৃত্ত থাকে ও জনগণকে নিজের মন্দ থেকে মুক্ত রাখে।” [১২]\n\nআসমা বিনতে ইয়াজিদ (রা.) সূত্রে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন : তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। [১৩]\n\n“তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই গুনাহগার, যে অধিক তাওবা করে থাকে”। [১৪]\n\nআবু সাঈদ (রা.) সূত্রে বর্ণিত, একবার আমরা রাসুলুল্লাহ (সা.)-এর ঘরের পাশে বসা ছিলাম, তখন রাসুলুল্লাহ (সা.) বের হয়ে ইরশাদ করেন, আমি কি বলবো, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ কে? সাহাবাগন বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসুল! রাসুলুল্লাহ (সা.) বলেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো যে প্রতিশ্রুতি পূরণে অধিক প্রতিজ্ঞাবদ্ধ”। [১৫]\n\nতথ্য সূত্রঃ\n[১]. [সহীহ বুখারি, ৫০২৭]\n[২]. [ সহীহ বুখারী, ৬০৩৫ ও সহীহ মুসলিম, ২৩২১]\n[৩]. [সহীহ মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫]\n[৪]. [সহীহ বুখারি, ২৩০৫]\n[৫]. [তিরমিযী, ৩৮৯৫; মিশকাত, ৩২৫২]\n[৬]. [ সুনানে তিরমিজি, ২২৬৩/২৪৩২]\n[৭]. [সহীহ ইবনে হিব্বান, ৪১৭৭]\n[৮]. [আবু-দাউদ]\n[৯]. [সহিহুল জামে, ৩২৯১]\n[১০]. [ইবনু খুযাইমাহ, ১৫৬৬; বায়হাক্বী, ৩/১০১]\n[১১]. [ সহীহ বুখারি, ৪৬৮৯]\n[১২]. [সহীহ বুখারী ২৭৯২, ২৭৯৬; মুসলিম ১৮৮০, তিরমিযি ১৬৫৯] \n[১৩]. [ইবনে মাজাহ, হা. : ৪১১৯]\n[১৫]. [মুসনাদে আব ইয়ালা, ১০৫২]\n[১৪]. [ শু'আবুল ঈমান, ৬৭১৯]",
  6.   "content_title": "মানুষদের মধ্যে উত্তম ব্যক্তি কে? কী তাদের বৈশিষ্ট্য?"
  7. }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement