Advertisement
tareq1988

পুরস্কারটা আমার দেশকে উৎসর্গ করতে চাই

Aug 4th, 2012
47
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 4.29 KB | None | 0 0
  1. টাইম সাময়িকীর চোখে ‘হিরোজ অব এনভায়রনমেন্ট’ খেতাব পেয়েছিলেন আগেই। জিতেছেন পরিবেশের নোবেলখ্যাত গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ। এবারে পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান মনোনীত হয়েছেন ম্যাগসাইসাই পুরস্কারের জন্য।
  2.  
  3. ছোটবেলায় যা হতে চেয়েছিলাম
  4. স্থপতি। না না। আসলে আমি আম্মার মতো হতে চেয়েছিলাম। আম্মা অনেক বড়সড় মানুষ ছিলেন। আমাদের খুব শাসন করতেন। তাই শুধু ভাবতাম, কবে উনার মতো বড় আর লম্বা হব।
  5. আদালতে প্রথম দিন
  6. উৎকণ্ঠা ও উত্তেজনা দুটোই কাজ করছিল।
  7. যে তিনটি জিনিস সবসময় সঙ্গে রাখি
  8. মোবাইল ফোন, চশমা আর বাচ্চাদের ছবি।
  9. আইন বিষয়ে আমার পড়া প্রথম বই
  10. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
  11. এই মুহূর্তে মাথায় ঘুরছে যে গান
  12. তোমার খোলা হাওয়া...
  13. সম্প্রতি যে বইটি পড়া শেষ করেছি
  14. আবার পড়লাম সুনীলের পূর্ব-পশ্চিম।
  15. জাহাজভাঙা শিল্পের সঙ্গে যে কাজটির মিল খুঁজে পাই
  16. দাসপ্রথা।
  17. আইন বিষয়ে আমার প্রিয় উক্তি
  18. লেট হান্ড্রেড গিল্টি পারসনস এস্কেপ দেন ওয়ান ইনোসেন্ট পারসন সাফার।
  19. এই পুরস্কার যাকে উৎসর্গ
  20. পুরস্কারটা আমার দেশকে উৎসর্গ করতে চাই।
  21. স্মরণীয় দুটি মামলা
  22. হাউজিং প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা এবং অনিয়ন্ত্রিত জাহাজভাঙার বিরুদ্ধে মামলা।
  23. জীবনের টার্নিং পয়েন্ট
  24. সব পিছুটান ফেলে বেলায় যোগদান করা।
  25. জীবনের সবচেয়ে বড় পাগলামি
  26. পরিবেশ আইনবিদ হতে চাওয়া।
  27. ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্তির খবর প্রথম যখন পাই
  28. কারমেনসিতা আবেলা (র‌্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশনের চেয়ারম্যান) ফোন করেছিলেন খবরটা জানাতে। উনি লিখিত সম্মতি জানার জন্য আমার ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বর চেয়েছিলেন। বলতে গিয়ে খেয়াল হলো, আমি মোবাইল ও ই-মেইল ঠিকানা দুটোই ভুলে বসে আছি।
  29. বাংলাদেশের যে দিকটি বদলে দিতে চাই
  30. দুর্নীতি।
  31. সামনে যে কাজটি করব ভাবছি
  32. পরিবেশের বিভিন্ন ইস্যুতে একটা জাতীয় পর্যায়ে নেটওয়ার্ক গড়ে তোলা।
  33. নিজেকে নিজে যে প্রশ্নটি করতে চাই
  34. তুমি কি পেরেছ?
  35. সাক্ষাৎকার:
  36. ইকবাল হোসাইন চৌধুরী
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement