Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- {
- "button_hints": "আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকুন",
- "button_text": "ফেসবুক পেজে যান",
- "button_url": "https://www.facebook.com/appoframadan/",
- "content_message": "আল্লাহর রাসূলের একটা বড় সুন্নাহ হলো স্ত্রীর সাথে একত্রে নামাজ পড়া। যেই সংসারে স্বামী-স্ত্রী দুইজন একসাথে ইবাদত করবে, নামাজ পড়বে, আল্লাহর প্রতি নত হবে ধরেই নেয়া যায় সে সংসারে আল্লাহ অশান্তি দিবেন না। আসুন বিবাহিত ভাই-বোনেরা নিজেদের জীবনে নিয়মিত তাহাজ্জুদের চর্চা করি।\n\nগভীর রাতে উঠে যেই স্বামী-স্ত্রীর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তাদের প্রতি আল্লাহর রহমতের জন্য স্বয়ং রাসূল (সা) দুয়া করেছেন।\n\nআবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ\n\nতিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ তা‘আলা ঐ ব্যক্তির উপর রহম করুন, যে রাত্রের কিছু অংশ জেগে তাহাজ্জুদের সালাত আদায় করে, অতঃপর তার স্ত্রীকেও জাগিয়ে দেয়, সেও তাহাজ্জুদের সালাত আদায় করে। যদি তার স্ত্রী জাগ্রত হতে না চায় তবে তার মুখমন্ডলে পানির ছিঁটা দেয়। ঐ মহিলার উপরও আল্লাহ তা‘আলা রহম করুন, যে রাত্রের কিছু অংশ জেগে তাহাজ্জুদের সালাত আদায় করে। অতঃপর তার স্বামীকেও জাগিয়ে দেয়, সেও তাহাজ্জুদের সালাত আদায় করে। যদি সে জাগ্রত হতে না চায় তবে তার মুখমন্ডলে পানির ছিঁটা দেয়। (সুনানে আন-নাসায়ী, হাদীসের মানঃ সহীহ)\n\nআল্লাহ আমাদেরকে উক্ত হাদীসের উপর আমল করার তাওফিক দান করুন।",
- "content_title": "স্বামী-স্ত্রীর তাহাজ্জুদঃ আল্লাহর রহমত পাওয়ার উপায়"
- }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment