Advertisement
Guest User

Untitled

a guest
Nov 21st, 2019
142
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 4.70 KB | None | 0 0
  1. বাংলা ১ম
  2. মডেল টেস্ট
  3. পূর্ণমান: ৪০ সময়: ৫০ মিনিট
  4.  
  5. গদ্য অংশ: (যেকোনো ১টি)
  6. ১। স্বামী, সন্তান, আত্নীয়-স্বজন নিয়ে ‘জমিলার’ বড় সংসার। প্রতি মুর্হূতেই সংসারে তাকে প্রয়োজন। কঠিন দায়িত্বের জালে আবদ্ধ সে। এভাবেই জীবনের ৭০ টি বছর কেটে গেল। এখন তার পরিশ্রম করার সামর্থ্য নেই। সংসারে সে এখন বোঝা। তার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে।
  7. (ক) বনফুলের প্রকৃত নাম কি?
  8. (খ) নতুন লোকটি মুগ্ধ দৃষ্টিতে নিমগাছের দিকে চেয়ে রইল কেন?
  9. (গ) উদ্দীপকের সাথে ‘নিমগাছ’ গল্পের সাদৃশ্য ব্যাখ্যা কর।
  10. (ঘ) উদ্দীপকটি ‘নিমগাছ’ গল্পের সমগ্র ভাব ধারণ করেনা- মন্তব্যটি বিশ্লেষণ কর।
  11.  
  12. ২। বর্তমান যুগের সাধনার সঙ্গেই বর্তমান যুগের শিক্ষার সংগতি হওয়া চাই। স্বাজাত্যের অহমিকা থেকে মুক্তিদান করার শিক্ষাই আজকের দিনের প্রধান শিক্ষা। কেননা, কালকের দিনের ইতিহাস সার্বজাতিক সহযোগিতার অধ্যায় আরম্ভ করবে। যে সকল রিপু, যে সকল চিন্তার অভ্যাস ও আচার পদ্ধতি এর প্রতিকূল তা আগামীকালের জন্যে আমাদের অযোগ্য করে তুলবে।
  13. (ক) প্রচুর অন্য-বস্ত্র পেলে কারা কারাগারকেই স্বর্গতুল্য মনে করে?
  14. (খ) শিক্ষার মাধ্যমে কিভাবে মানুষ্যত্ববোধ অর্জিত হয়?
  15. (গ) ‘শিক্ষা ও মানুষ্যত্ব’ প্রবদ্ধের সাথে উদ্দীপকের সাদৃশ্য নিরূপণ করো।
  16. (ঘ) “সাদৃশ্য থাকলেও উদ্দীপক এবং ‘শিক্ষা ও মানুষ্যত্ব’ প্রবন্ধের উদ্দেশ্য এক নয়।” মূল্যায়ন কর।
  17.  
  18. কবিতা অংশ: (যেকোনো ১টি)
  19. ১। পরের জায়গা পরের জমি
  20. ঘর বানাইয়া আমি রই
  21. আমি তো সেই ঘরের
  22. মালিক নই।
  23. (ক) ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা?
  24. (খ) এশিরিয়া ধুলো আজ- ব্যাবিলন ছাই হয়ে গেছে। কেন?
  25. (গ) সেদিনো দেখিবো স্বপ্ন – বাক্যটির সাথে ঘরের মালিক না হবার সম্পর্ক দেখাও।
  26. (ঘ) জন্মিলে মরিতে হবে। কেন তবে এত আয়োজন? উদ্দীপক এবং ‘সেই দিন এই মাঠ’ কবতালোকে লেখ।
  27. ২। পরের কারণে স্বার্থ বলি দিয়া
  28. এ জীবন মন সকলি দাও,
  29. তার মতো সুখ কোথাও কি আছে?
  30. আপনার কথা ভুলিয়ী যাও।
  31. (ক) আয়ু কমে যায় কিসের দুর্ভাবনায়?
  32. (খ) “যেখায় লোকে সোনা-রূপায় পাহাড় জমায় না” বলতে কবি কি বুঝিয়েছেন?
  33. (গ) উদ্দীপকের সাথে ‘আশা’ কবিতার সাদৃশ্য উল্লেখ কর।
  34. (ঘ) উদ্দীপক এবং ‘আশা’ কবিতার মূলভাব একই সূত্রে গাঁথা – তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement