Advertisement
hasancse1991

takbir-tashrik

Aug 20th, 2018
215
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
JSON 3.71 KB | None | 0 0
  1. {
  2.   "button_hints": "কুরবানির বিভিন্ন মাসআলা ও এ দিনে করণীয়-বর্জনীয় কাজগুলো জানুন 'হাসানের রাফখাতা' ব্লগ থেকে",
  3.   "button_text": "হাসানের রাফখাতায় যান",
  4.   "button_url": "https://hellohasan.com/2016/09/02/কুরবানি-ভুল-সঠিক-ধারণা/",
  5.   "content_message": "৯ জিলহজ্জ (২১ আগস্ট ২০১৮) ফজরের নামাজের পর থেকে ১৩ জিলহজ্জ (২৫ আগস্ট ২০১৮) আসরের নামাজ পর্যন্ত সকল প্রাপ্ত বয়ষ্ক নারী-পুরুষের উপর তাকবীরে তাশরীক পাঠ করা ওয়াজিব। এই ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর অন্তত একবার তাকবিরে তাশরিক পড়তে হবে। পুরুষেরা উচ্চ স্বরে আর নারীরা নিচু স্বরে পড়া উত্তম। \n\nজামাত ছুটে গেলে বা এই ২৩ ওয়াক্তের মধ্যে কোন ওয়াক্ত কাযা হলে সেই কাযা নামাজ পড়ার পর তাকবির পাঠ করতে হবে। কোন নামাজের পরে তাকবিরে তাশরিক পড়তে ভুলে গেলে মনে হবার সাথে সাথে তা পড়ে নিতে হবে।\n\nতাকবিরে তাশরিক হচ্ছেঃ الله أكبر .. الله أكبر .. لا إله إلا الله ، الله أكبر .. الله أكبر .. ولله الحمد \nউচ্চারণঃ “আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ”\nঅর্থ: “আল্লাহ মহান, আল্লাহ মহান! আল্লাহ ব্যতিত কোনো উপাস্য নেই; এবং আল্লাহ মহান, আল্লাহ মহান! আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য”\n\nশুধু নামাজের পরেই না, যখনই সময় পাওয়া যাবে জিলহজ্জের প্রথম ১০ দিনে খুব বেশি বেশি এই তাকবির পাঠ করা উত্তম। সাহাবাগণ জিলহজ্জের প্রথম ১০ দিনে হাট-বাজারে চলে যেতেন এবং জোরে জোরে এই তাকবির পাঠ করতেন। যেন অন্যেরা শুনে তাকবির পাঠ করতে পারে। তাই চলতে ফিরতে বা যখনই অবসর পাওয়া যায় পুরুষেরা সম্ভব হলে উচ্চস্বরে আর নারীরা নিচুস্বরে তাকবিরে তাশরিক পাঠ করব। \n\nআপনার পরিবারের সদস্যদেরকে ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পাঠ করার কথা বলতে ভুলবেন না যেন!",
  6.   "content_title": "কাল থেকে ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক ওয়াজিব"
  7. }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement