Advertisement
hasancse1991

muharrom-roja

Sep 16th, 2018
277
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
JSON 4.60 KB | None | 0 0
  1. {
  2.   "button_hints": "অ্যাপ সম্পর্কে আপনার মতামত ও রেটিং দিন Google Play Store এ",
  3.   "button_text": "Go to Google Play Store",
  4.   "button_url": "https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan",
  5.   "content_message": "আশুরার রোজা বিগত বছরের গুনাহ মোচন করে। মুহাররমের ৯ ও ১০ তারিখ অথবা ১০ ও ১১ তারিখ রোজা রাখা মুস্তাহাব। ইংরেজি তারিখ অনুযায়ী এ বছর মুহাররমের রোজার তারিখ হবে ২০ ও ২১ সেপ্টেম্বর অথবা ২১ ও ২২ সেপ্টেম্বর। এ মাসে রোজা রাখা খুবই ফজিলতের। তাই কারো সম্ভব হলে মুহাররমের ৯, ১০, ১১ তারিখ সহ আরো বেশি রোজা পালন করা উচিত।\n\nনবী (সাঃ) বলেন “আমি আল্লাহর নিকট প্রতিদান প্রত্যাশা করছি আরাফার রোজা বিগত বছর ও আগত বছরের গুনাহ মার্জনা করবে। আরও প্রত্যাশা করছি আশুরার রোজা বিগত বছরের গুনাহ মার্জনা করবে।” [সহিহ মুসলিম]\n\nএটি আমাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ একদিনের রোজার মাধ্যমে বিগত বছরের সব গুনাহ মার্জনা হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ মহান অনুগ্রহকারী। আশুরার রোজার মহান মর্যাদার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি এ রোজার ব্যাপারে খুব আগ্রহী থাকতেন।\n\nইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: “নবী (সা) যখন মদিনায় এলেন তখন দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। তখন তিনি বললেন: কেন তোমরা রোজা রাখ? তারা বলল: এটি উত্তম দিন। এ দিনে আল্লাহ বনি ইসরাঈলকে তাদের শত্রুর হাত থেকে মুক্ত করেছেন; তাই মুসা (আ) এ দিনে রোজা রাখতেন। তখন নবী (সা) বললেন: তোমাদের চেয়ে আমি মুসার অধিক নিকটবর্তী। ফলে তিনি এ দিন রোজা রাখলেন এবং অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন।” [সহিহ বুখারি]\n\nমুসলিম শরিফের এক বর্ণনায় জানা যায়, ইন্তেকালের আগের বছর হজরত রাসূলুল্লাহ (সা.) ইচ্ছা প্রকাশ করেছিলেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তবে নয় তারিখেও রোজা রাখবো। এ জন্যই আশুরার রোজার সঙ্গে এর আগের দিন রোজা রাখাকে মুস্তাহাব বলেছেন উলামায়ে কেরাম। প্রখ্যাত হাদিস বিশারদ হাফেজ ইবনে হাজার আসকালানি (রহ.) হজরত ইবনে আব্বাসের বর্ণনা উল্লেখ করেছেন, যাতে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, \"তোমরা আশুরার দিন রোজা রাখো। তবে এতে যেন ইহুদিদের সঙ্গে সামঞ্জস্য না হয়ে যায় সে জন্য এর সঙ্গে মিলিয়ে হয় আগের দিন কিংবা পরের দিনসহ রোজা পালন করো\"",
  6.   "content_title": "মুহাররম মাসের নফল রোজার তারিখ ও ফজিলত"
  7. }
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement