Advertisement
Guest User

Untitled

a guest
Jan 19th, 2020
83
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 8.46 KB | None | 0 0
  1. মধুচন্দ্রিমা ফেইজ এবং সেতিয়েন
  2.  
  3. বিগত কয়েক দিন ধরেই বার্সা ফ্যানবেইজে খুশির হিড়িক। ভালভার্দে আউট হওয়ার স্বপ্ন এখন সত্যি, এ কি ভাবা যায়?! তার উপর ভালভার্দের জায়গায় এসেছেন বিশিষ্ট ক্রুইফ-সাধক, রোমান্টিক ফুটবলের জনক সেতিয়েন বস, যে আবার রাফায়েল হার্নান্দেজ অ্যাপ্রুভড!
  4.  
  5. এখন হার্নান্দেজ সাম্পাওলিরেও অ্যাপ্রুভ করসিলো, ওর রুচি খুব একটা সুবিধার না, কিন্তু আরেক দিক থেকে সেতিয়েনের সাথে বার্সার ট্রেডিশনাল খেলার একটা ভালো মিল আছে। কুইক পাসিং, হাই প্রেসিং, পজেশন ফার্স্ট খেলা, কামলামি খেলা থেকে দূরে থাকা - ইত্যাদি ইত্যাদি। নতুন কোচের সবচাইতে বড় সুবিধা হইলো তার নাম ভালভার্দে না। এই সুবিধা তার জায়গায় গতিদানব সুজন আসলেও পাইতো।
  6.  
  7. তার উপ্রে যেহেতু সে নতুন, বাই ডিফল্ট এক মাসের একটা প্রবেশনাল পিরিয়ড পাবে। এই এক মাসে আকাম-কুকাম করলেও "আরে বেচারা এলাকায় নতুন, বড় ভাইদের চিনে না, ভুলে বেয়াদবি কইরা ফেলসে" টাইপ সাফাই গাওয়াটা আসে। আমি যদিও এই সাফাই গাওয়ার পক্ষে না। ক্লাব অলরেডী মিড-টেবিলের কামলা টিমগুলার মত আচরণ কইরা ফেলসে কোচ স্যাক করার মাধ্যমে। এখন যদি নতুন কোচ ইমিডিয়েট ইম্প্রুভমেন্ট না আনতে পারে তাইলে সেই স্যাক করার কোন মানে নাই। গাত্তুসো যেমন গত পাঁচ ম্যাচের চারটায় হারসে। ওরে ক্যান আনসে? কেউই জানে না।
  8.  
  9. সেতিয়েনের বেলায় এইরকম হইলেও আমি খুব একটা অবাক হবো না। সমস্যা কোচিং এ ছিলো, কিন্তু সমস্যার মূলে যেই বোর্ড তারা বেশ বহাল তবিয়তেই আছে। জাভি কেন না বলসে সেইটা সে পাবলিকলি এখন বলবে না, কারণ ভবিষ্যতে এই বোর্ডের চ্যালা-চামুন্ডারা আসতেই পারে। সেইক্ষেত্রে সে নিজের আখের গুছানোর চিন্তা কইরা ডিপ্লোম্যাটিক কথা বলবে। তবে যেই বোর্ড আনবিটেন সিজনের চিন্তা বাদ দিয়া সাউথ আফ্রিকার চিপায় লীগ ম্যাচের দুইদিন আগে ফ্রেন্ডলী খেলতে গিয়া একটা হিস্টোরিকাল অ্যাচিভমেন্ট নষ্ট করে, তাদের আন্ডারে সুদীর্ঘ ১৭ বছর পর কোচ স্যাকিং এর ঘটনা ঘটবে - এটাই সায়েন্স।
  10.  
  11. সেতিয়েনের আন্ডারে শুরুতে খুব ভালো খেলা দল দিতেই পারে। New coach rebound বইলা একটা কথা আছে - নতুন কোচ আসলে স্টোক সিটিও কোপাকুপি আরম্ভ করে। এরপরে দুই মাস যায়, আর নতুন কোচের অবস্থা পুরান কোচের মতই হয়। বার্সার প্লেয়ারগুলা এখনও বুইড়াই আছে। এখনো এদের দিয়ে ৯০ মিনিট প্রেসিং করানো সম্ভব না, যেইটা লিভারপুলের প্লেয়ারগুলা পারে। লিভারপুলের মিডফিল্ডারগুলা টেকনিক্যালি বার্সার ফার্স্ট ইলেভেনের মিডফিল্ডারগুলার চাইতে ধইঞ্চা শ্রেণীর, কিন্তু কামলা দৌড়াদৌড়িতে এরা নাম্বার অন্য লেভেলে। এইখানেই বার্সা বিগত চার বছর ধইরা মারা খাইতেসে, এখন এইটা হঠাত কইরা বদলায়ে যাবে - আই হ্যাভ মাই ডাউটস।
  12.  
  13. যাই হউক, সেতিয়েনরে নিয়ে বেশি কিছু বলবো না। অন্য টিমে যেইভাবে ম্যানেজ করসে সেই একইভাবে বার্সায় চললে সে এক বছরও টিকবে না। অথবা চামে বাইচা গেলেও নিউ বোর্ড আইসা খেদাবে। তার খেলার স্টাইল তাবৎ wannabe-Pep টাইপ কোচদের মতই (আরেক ওয়ানাবি আছে সারি, এর মত বিষ্ঠা শ্রেণীর কোচরে মানুষ গনায় ধরে ক্যামনে আমার মাথায় ঢুকে না)। সেতিয়েন সারির চাইতে উন্নত শ্রেণীর, কিন্তু টপ টিমে রেগুলার ট্রফি জেতানোর মত কোচ এরে আমার কোনদিনই মনে হয় নাই।
  14.  
  15. তবে মানুষ বদলায়। আর নতুন জায়গায় আসলে অনেকের চিন্তাভাবনাও বদলায়। সেতিয়েন খুবই সফল কোচ হইতে পারে, আবার বিশাল ব্লান্ডারও হইতে পারে। এই অনিশ্চয়তা অন্ততঃ ভালভার্দের আন্ডারে সুনিশ্চিত বিষ্ঠা-ফুটবলের চাইতে অনেকাংশে প্রেফারেবল। যেই দলের খেলা দেখতে বসার আগেই লাইনাপ দেইখা মেজাজ খারাপ হইতো এখন অন্ততঃ সেইখানে প্রতি ম্যাচডে'র আগে একটু হইলেও এক্সাইটমেন্ট আসবে।
  16.  
  17. হানিমুন ফেইজ চলে, নতুন বউয়ের সবকিছুই ভালো লাগবে। দিনশেষে ঘর-সংসার শান্তির হবে কিনা - সেইটা সময়ই বলবে। সবই মায়া...
  18.  
  19. #ViscaElBarca
  20.  
  21. পুনশ্চ-১ঃ আজকের খেলায় সে কিন্তু রাকিটিচরে ঠিকই নামাইসে। রাফায়েল হার্নান্দেজ গং এর ঘরে ঘরে আজ শোকের মাতম এক্সদ এক্সদ
  22.  
  23. পুনশ্চ-২ঃ ঐত্তেরি মায়রেবাপ হেতে দেখি ভিদালরেও নামাইসে। স্কুবি-ডুর মত ভালভার্দে কি মুখোশ পইড়াই...
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement