Advertisement
jashimabm

ভবিষ্যতে হুকুমের আসামি

Feb 2nd, 2015
223
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 7.71 KB | None | 0 0
  1. ভবিষ্যতে শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হবে : বিএনপি
  2.  
  3. ক্রসফায়ারের আষাঢ়ে গল্প সাজিয়ে সারাদেশে যেসকল বিরোধী দলীয় রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে সেসব হত্যাকাণ্ডের জন্য ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হবে বলে জানিয়েছে বিএনপি।
  4.  
  5. সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ একথা জানায় দলটি।
  6.  
  7. বিএনপির পক্ষে তিনি বলেন, গতকাল (রোববার) ঢাকা মহানগরের শাহ আলী থানার শিবির নেতা এমদাদ উল্লাহকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে ক্রসফায়ারের আষাঢ়ে গল্প সাজানো হয়েছে বরাবরের মতো। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচারের দাবি জানায় বিএনপি।
  8.  
  9. ইতোপূর্বে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি, মতিয়ার রহমান, শিবির নেতা আসাদুজ্জামান তুহীন, জামায়াত নেতা ইমরুল কায়েসসহ সারাদেশে যেসকল বিরোধী দলীয় রাজনৈতিক নেতা-কর্মীদের এভাবে হত্যা করা হয়েছে সেসব হত্যাকাণ্ডের জন্য ভবিষ্যতে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হবে।
  10.  
  11. যৌথ বাহিনীর পৈশাচিক গণহত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও জানিয়েছে বিএনপি।
  12.  
  13. দলটির বিবৃতিতে দাবি করা হয়; নির্বিচারে বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা করার আদেশ দান করে শেখ হাসিনা সেই দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন। তার দলের নেতা-মন্ত্রীরা মিছিলকারীদের কোন কোন অঙ্গে কিভাবে গুলি করতে হবে তার নির্দেশনাও দিয়ে যাচ্ছেন। সেদিন আর বেশি দূরে নয় যেদিন শেখ হাসিনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
  14.  
  15. যৌথ বাহিনীর অভিযানের নামে সরকার মধ্যরাতের নিষ্ঠুর হত্যাযজ্ঞ পরিচালনায় দলীয়করণকৃত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রণসজ্জায় সজ্জিত করে শহর, বন্দর, গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলকে ভয়াল জনপদে পরিণত করেছে।
  16.  
  17. নিয়মতান্ত্রিক আন্দোলনের সকল দরজা বন্ধ করে, বাক ও ব্যক্তি স্বাধীনতা হরণ করে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ব্যবস্থা রুদ্ধ করে, সংবাদ পত্র ও টেলিভিশন বন্ধ করে সরকার অনিয়মতান্ত্রিক আন্দোলন এবং উগ্রপন্থাকেই উৎসাহিত করছে, যার ফলশ্রুতিতে দেশের অবরুদ্ধ গণতন্ত্র বিলুপ্তপ্রায়। গণতন্ত্রের যাত্রা ব্যাহত হলে এই ফ্যাসিবাদী অবৈধ সরকারকেই তার দায় নিতে হবে।
  18.  
  19. বিবৃতিতে দাবি করা হয়; বিরোধী দলের কার্যালয় অবরুদ্ধ করে, গণতন্ত্র মুক্তি আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির সরবরাহ বন্ধ রেখে, খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে, টেলিফোন, ফ্যাক্স, ব্রডব্যান্ড, ইন্টারনেট সংযোগ কর্তন করে বর্বর ও পৈশাচিক কায়দায় জনগণের ন্যায্য আন্দোলন দমানোর অপচেষ্টা বুমেরাং হতে বাধ্য।
  20.  
  21. বিএনপি জানায়, সরকারি পেটোয়া বাহিনীর শত সহস্র বুলেটের আঘাতে অজস্র আন্দোলনকারী রাজপথে প্রতিনিয়ত প্রাণ বিসর্জন দিচ্ছে অকাতরে। গ্রেফতার বরণ করছে আন্দোলনকারী অসংখ্য নেতা-কর্মীসহ নিরীহ জনগণ। জাতি তাদের আত্মত্যাগ কৃতজ্ঞতার সাথে স্মরণে রাখবে।
  22.  
  23. বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, এনটিভি’র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তার নি:শর্ত মুক্তি দাবি জানানো হয়।
  24.  
  25. সেই সঙ্গে ইতোপূর্বে একুশে টিভি’র এমডি আ. সালামকেও বিনা অপরাধে গ্রেফতার এবং একুশে টিভি’র সম্প্রচার বন্ধ করে দেয়ারও প্রতিবাদ জানায় বিএনপি।
  26.  
  27. বিএনপির দাবি দেশের প্রায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে বিভিন্ন কৌশলে নিয়ন্ত্রণ করে সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আড়াল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এসকল দমন-পীড়ন অব্যাহত রাখা হচ্ছে।
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement