Advertisement
jashimabm

বাংলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নজর রাখছে জাতিসংঘ

Jan 29th, 2015
199
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 6.13 KB | None | 0 0
  1. বাংলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নজর রাখছে জাতিসংঘ
  2. জাতিসংঘের একটি প্রেস ব্রিফিংয়ের ভিডিও ফেসবুক এবং টুইটারে শেয়ার করেছেন অনেকে৷ এতে বাংলাদেশে বিরোধী দলীয় শীর্ষ নেতাদের গ্রেপ্তার যে ‘স্বৈরাচারী' নয় তা সরকারের নিশ্চিত করা উচিত বলে জানানো হয়েছে৷
  3. ইউটিউব-এ ভিডিওটি শেয়ার করা হয়েছে ‘বিএনপি অনলি' নামক একটি অ্যাকাউন্ট থেকে৷ জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের মুখপাত্র স্টেফান ডুইয়ারিচ এক সাংবাদিকের বাংলাদেশ বিষয়ক প্রশ্নের জবাবে জাতিসংঘের অবস্থান তুলে ধরেছেন৷
  4. ভিডিওটি ফেসবুকেও শেয়ার করা হয়েছে ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি' নামের একটি ফেসবুক পাতা থেকে৷ পাতাটি ফেসবুক ভিরিফাইড করেনি৷ তাই এটি বিএনপির আনুষ্ঠানিক পাতা কিনা নিশ্চিত নয়৷ এতে লেখা হয়েছে, ‘‘বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেফতার এবং দেশে অব্যাহত মানবাধিকার লংঘনে উদ্বেগের কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মূখপাত্র স্টেফান ডুইয়ারিচ৷''
  5. জাতিসংঘের প্রেস ব্রিফিং-এর এই ভিডিও টুইটারেও শেয়ার করেছেন অনেকে৷ ডয়চে ভেলের অনুসন্ধানে ভিডিও-টির সত্যতা নিশ্চিত হওয়া গেছে৷ গত ২২শে জানুয়ারি আয়োজিত প্রেস ব্রিফিংটির টেক্সট রয়েছে জাতিসংঘের ওয়েবসাইটে৷
  6. বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মুখপাত্র জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের অবস্থানের কথা পুর্নব্যক্ত করেন৷ একইসঙ্গে তিনি বলেন, ‘‘বাংলাদেশের সরকারকে এটা প্রমাণ করতে হবে যে, শীর্ষ বিরোধী নেতাদের গ্রেপ্তার এবং আটক কখনই ‘স্বৈরাচারী' নয় এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশে যেসব উদ্যোগ নেয়া হচ্ছে, তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতি রেখেই করা হচ্ছে৷''
  7. বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তাঁর কাছে অত্যন্ত ‘ডিস্টার্বিং' বলে মনে হয়েছে৷ জাতিসংঘের কাছে মানবাধিকার লঙ্ঘনের দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ায় বর্তমান ‘বিশৃঙ্খলা' স্বাভাবিকভাবেই নজর কেড়েছে তাঁর৷ বলাবাহুল্য, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতন, হত্যার অভিযোগ রয়েছে৷ এ সব অভিযোগ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দেশটির অবস্থানের উপর কোনে নেতিবাচক প্রভাব ফেলবে কিনা – এমন এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, এক্ষেত্রে ‘স্টান্ডার্ড হিউম্যান রাইটস স্ক্রিনিং পলিসি' অনুসরণ করা হবে বলে তিনি মনে করেন৷
  8. প্রসঙ্গত, বাংলাদেশে জানুয়ারি মাসের চলমান অবরোধে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছে বেশ কয়েক ডজন মানুষ৷ এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত ‘ক্রসফায়ারে' নিহতের সংখ্যা কমপক্ষে সাত৷
  9. http://www.dw.de/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%83%E0%A6%99%E0%A7%8D%E0%A6%96%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%82%E0%A6%98/a-18223593
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement