Advertisement
Guest User

Untitled

a guest
Oct 31st, 2014
145
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 10.35 KB | None | 0 0
  1. ঢাকা শহরে ব্যাচেলর মেসে থাকতে গেলে নানা ধরণের রুমমেট পাওয়া যায় । যে মেসে কিংবা হলে থাকে তার এই ব্যাপারে গভীর জ্ঞান আছে। তো কালের বিবর্তনে আমার বর্তমান রুমমেটের নাম নিপুণ। নিপুণ ছেলে হিসাবে ভাল, দুই বেলা খায় সাড়ে তিনবেলা ঘুমায়, আধবেলা পিসিতে উইন্ডোজ সেটাপ দেয়। হ্যাঁ ঠিকই পড়েছেন। নিপুণ উইন্ডোজ সেটাপ দেয়। এটা তার অভ্যাস না। নেশা।
  2.  
  3. ঘটনার শুরু নিপুণের সাথে একই রুমে উঠার কয়েকদিন পর। ইতোমধ্যে সে কৌশলে জানিয়ে দিয়েছে সে একজন আইটি স্পেশালিষ্ট। সেদিন আমার ল্যাপটপ হ্যাং করাতে নিপুণকে বললাম উইন্ডোজ সেভেন সেটআপ দিতে। নিপুণ নানা তথ্য উপাত্ত উপস্থাপন করে বলল “ভাই আপনার পিসিতে উবুন্টু দিয়ে দিচ্ছি”
  4. -নাট বল্টু দেবার দরকার নেই, আমার ল্যাপটপের নাট বল্টু ঠিক আছে
  5. -না ভাই, উবুন্টু একটা অপারেটিং সিস্টেম। আপনার ল্যাপটপ সুন্দর দেখাবে। আপনার সেভ করা লেখাগুলো এত সুন্দর দেখা যাবে যে দেখে মনে হবে বড় রাইটারের লেখা।
  6.  
  7. আমার চোখ ছলছল করে উঠল। জিজ্ঞেস করলাম “ইয়ে মানে ভিডিও কোয়ালিটি কেমন দেখাবে? নিপুণ হাসি দিয়ে বলল “লাইভ ভাই পুরা লাইভ ,মনে হবে আপনি নিজেই..” আস্তাগফেরুল্লাহ বলে বললাম “তাহলে দিয়ে দাও তোমার নাট বল্টু উবুন্টু”।
  8.  
  9. বিকাল চারটায় নিপুণকে ল্যাপটপ দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙ্গল রাত দশটায়। গিয়ে দেখলাম নিপুণ তখনও উবুন্টু দিচ্ছে। সে বুঝালো অনেক ঝামেলা হয়েছে। এখন প্রায় শেষ। কিন্তু একটা কষ্টকর ব্যাপার হল আমার একটা ড্রাইভ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটার জন্য কাজ চলছে । দশমিনিট পরে নিপুণ উত্তেজিত হয়ে বলল “ভাই হারানো ড্রাইভ ফিরে পেয়েছি, তবে ড্রাইভের ভিতরে কিছুই নাই। সব মুছে গেছে। পুরানো ঝীর্ন মুছে দিয়ে আবার নতুন করে শুরু করেন”
  10. দিলাম একটা রাম ধমক। বললাম নাটবল্টু না লাগিয়ে উইন্ডোজ সেভেন দিতে। নিপুণও ধমক খেয়ে কাজ শুরু করলো। দেড়ঘন্টা পর জানান হল আমার হার্ডডিস্ক সেটাআপ নিচ্ছে না। কেন নিচ্ছে না সেটাও সে আবিস্কার করে ফেলেছে। সে বলল “ভাই দুইটা কারন হতে পারে। ১. আপনার হার্ডডিস্ক গেছে ২.আপনার মাদারবোর্ড গেছে। প্রথমটাই হবার সম্ভাবনা বেশী। অল্পের উপর বেঁচে গেলেন তাহলে। দ্বিতীয়টা হলে মারা।
  11.  
  12. সেই শুরু। আমার হার্ডডিস্ককে জোর করে ক্রাশ খাইয়ে নিপুণের উইন্ডোজ সেট আপ দেবার গল্প শুরু। নিজের পিসি, বন্ধুর পিসি যেটা পায় সেটাতেই সে উইন্ডোজ সেট আপ দেবার চেষ্টা করে। তাই বাসায় সবাই পিসি বন্ধ করে সিপিইউ লুকিয়ে রাখে। একবার তার বন্ধু ইমনের সিপিইউ লুকিয়ে রাখার পর টানা চার ঘন্টা চেষ্টা করেছিল মনিটরে উইন্ডজ সেটাপ দেবার। কিন্তু সে ব্যার্থ হয়েছে। তদন্ত করে জানা গেল ঘটনার শুরু আরও বার বছর আগে। তখন নিপুণের বয়স ১০। উইন্ডোজ এক্সপি তখন নিপুণের হাতে, এখনকার ঢাকার ছেলেদের হাতে যেমন ইয়াবা। ইয়াবা খেলে নিজে ধ্বংস হয় তবে নিপুণের উইন্ডোজ সেট আপে অন্যরাও ধ্বংস হয়। ও যা বলছিলাম দশ বছর বয়সে নিপুণ বাবার হাতে মার খেয়েছিল টিভিতে উইন্ডোজ সেটা আপ দেবার চেষ্টা করতে গিয়ে। এ সম্পর্কে নিপুণকে জিজ্ঞেস করলে সে সরল মনে বলেছে “ভাই টিভি আবিস্কার করছি কিডায়? হালা বলদ সেটাপ দেবার কোন সিস্টেম নেই। আরে ভাই পার্টিশানই নেয় না। ফরম্যাটও না”
  13.  
  14. মাত্র তিনদিন আগে নিপুণ গিয়েছে মামার বাসায়। বিরাট আয়োজন। মামাত ভাইয়ের আকীকা। হুট করে সে মামাকে বলল “মামা কম্পিউটারে একটা কাজ ছিল। আধঘন্টার জন্য আপনার ল্যাপটপটা যদি দিতেন”। এক ঘন্টা পর নিপুণ মামার রুম থেকে বের হল। এভাবে এর আগে কেবল মিশা সওদাগর বের হয়েছিলেন নায়িকাকে ধর্ষন করার পর। ততক্ষনে মামার ল্যাপটপে পুরাটাই ফরম্যাট দিয়ে উবুন্টু দিয়ে দিয়েছে সে। এ সম্পর্কে নিপুণের ভাষ্য “মামার ল্যাপটপটা ভাল, উবুন্টু দিতেই নিয়ে নিল। সবগুলা ড্রাইভ ফরম্যাট হয়ে গেল দ্রুত। তবে ভাই একটা সমস্যা?
  15. আমি বললাম কি? সে বলল “রিষ্টার্ট দেবার পর মামার পিসি আর অন হয়নি”
  16.  
  17. গতকাল নিপুণ বাসা থেকে বের হচ্ছিল। মাস্তানরা যেভাকে কোমরে পিস্তল গুজে ঠিক সেভাবে গুজছিল উবুন্টুর সিডি। বললাম “নিপুণ কই যাও? চোখমুখ উজ্জ্বল করে সে বলল “গার্লফ্রেন্ডের বাবা মা বাইরে, বাসা খালি। ডেট করতে যাচ্ছি”
  18. -তো উবুন্টুর সিডি নিয়ে যাচ্ছ কেন? মানুষতো অন্যকিছু নিয়ে যায়
  19. -অনেক সুযোগ খুজছি ভাই। আজকে অবশেষে পাইলাম। আজকে...:
  20. -কী?
  21. -ওর ল্যাপটপে উবুন্টু দিয়েই দিবো!
  22.  
  23. নিপুণ এক ধরণের সিরিয়াল কিলার, সে কম্পিউটার খুন করে। খুন করে পাশবিক উল্লাস করে। গার্লফ্রেন্ডের চুমুতে সাড়া না দিয়ে উবুন্টু দেবার অপরাধে তার ব্রেকাপ হয়ে যায়। তার ভাষ্যমতে তার গার্লফ্রেন্ডকেও উবুন্টু দেয়া দরকার। তাহলে ঠিক হয়ে যাবে । তো এভাবেই চলছিল। সন্ধ্যার পর নিপুণ উইন্ডোজ এবং উবুন্টুর কয়েকটা সিডি নিয়ে বেরিয়ে যেত, কয়েকটা পেনড্রাইভেও থাকতো উবুন্টু। কেউ জানতোও না কি ভয়ানক অস্ত্র নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে।
  24. আমার একটা এন্টিক মোবাইল আছে। নকিয়া ১১০০। এক
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement