Advertisement
desis123

January 16

Jan 15th, 2017
131
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 5.61 KB | None | 0 0
  1. https://www.facebook.com/official.allbanglanewspaper/posts/943177042449205
  2. ---------------------------------------
  3. http://banglanews.co/archives/10912
  4.  
  5.  
  6. description : গ্রাম বাংলায় এক সময় প্রধান আকর্ষণ ছিল গ্রামীণ খেলা। গ্রামে উৎসব বা পার্বণে গ্রামীণমেলার আয়োজন আবাল-বৃদ্ধ-বনিতা সবাইকে সমভাবে আনন্দ দিতো। এই মেলাকে ঘিরে বহু মানুষ ছোট ছোট পসরা সাজিয়ে মাটির পুতুল, প্লাস্টিকের খেলনা, বাঁশ বেতের খেলনা, মাটির হাড়ি, পাতিল, পাপড় ভাজা, রকমারি মিষ্টি বিক্রি করতো। মেলায় নাগর দোলা, সার্কাস, পুুতুল খেলা যেমন শিশু-কিশোরদের টানতো তেমনি যাত্রা, পালাগান, বয়ষ্কদের বিনোদনে ভূমিকা রাখতো। গ্রামীণ ঐতিহ্যের গ্রামীণ মেলা হারিয়ে যেতে বসলেও মেলা এখন নানারূপে শহরে স্থান করে নিয়েছে। শহরে সারা বছরই কোনো না কোনো নামে মেলা পাওয়া যায়।
  7. বিজ্ঞানের উৎকর্ষতা, পৃষ্ঠপোষকতার অভাব, পরিবেশ সঙ্কটে গ্রাম বাংলার অতীত ঐতিহ্য ও সংস্কৃতির অবস্থা করুণ। মানুষ ঘরে বসে আধুনিক প্রযুক্তির কল্যাণে বিশ্ব বিনোদনের সবকিছু উপভোগের সুবিধা পাচ্ছে। তাই বাঙালির সোনালী অতীত বিলুপ্তির পথে। বিলুপ্ত প্রায় সোনালী ঐতিহ্য রক্ষায় বাঙালি ব্রতী হোক। পরিবেশ বান্ধব স্বাস্থ্যসম্মত প্রাচীন ঐতিহ্যগুলো মনে প্রাণে বাঙালি তার জীবন ধারার অংশ করে নিয়ে আগামী প্রজন্মের জন্য তা রক্ষা করুক।
  8.  
  9. ------------------------------------------------------
  10. http://banglanews.co/archives/10909
  11.  
  12.  
  13. description : আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মাঝেই সুপ্ত থাকে বিভিন্ন প্রতিভা। একদিন তারাই হবে দেশ ও জাতির অগ্রনায়ক। আমরা জানি, শিক্ষা ছাড়া কোনো জাতি কখনো উন্নতির চরম শিখরে আহোরণ করতে পারে না। ছিন্নমূল অধিকার বঞ্চিত শিশুকে আত্মশক্তিতে বলীয়ান করে তুলতে চাই উপযুক্ত শিক্ষা ও পরিবেশ। আমাদের দেশের বেশির ভাগ লোকই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকে। তারা ছেলেমেয়েদেরকে ঠিকমতো খাবার ও অন্যান্য মৌলিক অধিকারের সুযোগ সুবিধা প্রদানে ব্যর্থ হয়। ঠিক তখনই এসব শিশুরা জীবন সংগ্রামে নেমে বিভিন্ন কাজ-কর্মে জড়িয়ে পড়ে। কখনো কুলি, হকার, রিকশা, শ্রমিক, ফুল বিক্রেতা, আবর্জনা সংগ্রাহক, হোটেল শ্রমিক, বুনন কর্মী, মাদক বাহক, বিড়ি শ্রমিক, ঝালাই কারখানার শ্রমিক ইত্যাদিসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে তারা নিয়োজিত হয়। যা আমাদের জন্য এবং ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াতে পারে
  14.  
  15. এইরকম এক শিশুর গান সম্প্রতি াওনলাইনে ভাইরাল হয়ে উঠেছে, মাত্র ৩ বছর বয়সের এই ছিন্ন মূল শিশুর কন্ঠের গান শুনলে যেকোন সমঝদার মানুষের পক্ষেই বোঝা সম্ভব কেবলমাত্র একটু পরিচর্যার ফলে এই শিশু বিকাশিত করতে পারে তার সুপ্ত প্রতিভা
  16. --------------------------------------------------------------
  17. https://www.facebook.com/banglanews/posts/389766018044503
  18. ----------------------------------------------------------------
  19. https://www.facebook.com/official.dhakanews/posts/464546123934100
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement