Advertisement
firoze

ওয়ার্ডপ্রেসে ড্যাশআইকনের ব্যবহার

Nov 20th, 2014
176
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 5.48 KB | None | 0 0
  1. ওয়ার্ডপ্রেসে ড্যাশআইকনের ব্যবহার
  2. By নাদীম চৌধুরী on Saturday, July 26, 2014 at 10:40am
  3.  
  4. বন্ধুরা আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করার সময় প্রয়োজনমত কাস্টম পোস্ট রেজিস্টার করে থাকি । তবে খেলায় করে দেখবেন ওয়ার্ডপ্রেস এডমিনে কাস্টম পোস্টের একটা ডিফল্ট আইকন ( পিন আইকন ) চলে আসে । যদিও আমরা নিজেদের কাস্টম আইকন দিতে পারি কিন্তু ড্যাশআইকন ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের নিজস্ব প্রায় ২০০ টি আইকন খুব সহজেই ব্যবহার করা যায় । তাহলে আসুন জেনে নেই কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশআইকন ব্যবহার করবোঃ
  5.  
  6. প্রথমে নিচের লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করে নিনঃ
  7. লিঙ্কঃ https://github.com/melchoyce/dashicons
  8.  
  9. অথবা , ডাইরেক্ট ওয়েবসাইট লিঙ্কঃ http://melchoyce.github.io/dashicons/
  10.  
  11. ওয়েবসাইটটি ভিসিট করলে দেখবেন ওয়ার্ডপ্রেসের নিজস্ব সবগুলো আইকন লিস্ট আকারে দেয়া আছে। আপনার যে আইকন পছন্দ বা কাস্টম পোস্টের সাথে মানানসই সেটা মাউস দিয়ে সিলেক্ট করুন । সিলেক্ট করার পর দেখবেন ওয়েবসাইটের উপরে আইকনের নাম শো করছে। যেমন ধরুন আপনি যদি ভিডিও আইকন সিলেক্ট করেন তাহলে ওয়েবসাইটের উপরে নাম শো করবে 'dashicons-video-alt2'। নামটি কপি করুন এবং 'functions.php' তে 'custom post' এর কোডের সাথে যুক্ত করে দিন ঠিক এভাবে ---
  12.  
  13. register_post_type( 'video',
  14. array(
  15. 'labels' => array(
  16. 'name' => __( 'Videos' ),
  17. 'singular_name' => __( 'Videos' ),
  18. 'add_new_item' => __( 'Add New Video' )
  19. ),
  20. 'public' => true,
  21. 'supports' => array('title', 'editor'),
  22. 'menu_icon' => 'dashicons-video-alt2', /* For Dashicons Menu */
  23. 'has_archive' => true,
  24. 'rewrite' => true
  25. )
  26. );
  27.  
  28. // just use this icon after dashicons- from http://www.kevinleary.net/wordpress-dashicons-list-custom-post-type-icons/
  29. এখন 'functions.php'ফাইল সেভ করে এডমিন মেনুতে দেখুন, কাস্টম পোস্টের আইকন পরিবর্তন হয়ে গেছে । বেশ সহজ তাই না !!!
  30.  
  31. আরও একটা ব্যাপার জেনে রাখা ভালো ওয়ার্ডপ্রেস ড্যাশআইকন যে শুধু কাস্টম পোস্টের আইকন পরিবর্তনের জন্য ব্যবহার করা যায় তা নয় বরং প্লুগিন্সের ডিফল্ট সেটিং আইকন ও পরিবর্তন করা যায় । ধরুন আপনি গুগল ম্যাপের প্লুগিন্স তৈরি করেছেন তাহলে আপনার প্লুগিন্সের জন্য মানানসই ড্যাশআইকন হবে 'dashicons-location-alt'। প্লুগিন্স মেনু রেজিস্টার করার কোডটি হবে ঠিক এরকম ---
  32.  
  33. function my_gmaps_add_settings_page() {
  34. add_menu_page( __( 'Google Map Settings' ), __( 'Google Map' ), 'manage_options', 'my_gmap_settings', 'my_gmaps_settings_page','dashicons-location-alt');
  35. }
  36. add_action( 'admin_menu', 'my_gmaps_add_settings_page' );
  37.  
  38. তাহলে তো হয়েই গেল... এখন থেকে ওয়ার্ডপ্রেসের স্টাইলিশ আইকনগুলো দিতে আর ঝামেলা পোহাতে হবেনা আশা করি ।
  39.  
  40. ( বিঃ দ্রঃ ওয়ার্ডপ্রেস ড্যাশআইকন দিয়ে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ডিরেক্টরির প্রায় ২০০ টি আইকন ব্যবহার করতে পারবেন । এর বাইরে আইকন ব্যবহার করতে চাইলে আপনার থিম ডিরেক্টরি থেকে পছন্দের আইকন কল করতে হবে । বিস্তারিত জানতে রাসেল ভাই এর টিউটোরিয়াল দেখুন অথবা গুগল থেকে জেনে নিতে পারেন । )
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement