Advertisement
Guest User

নির্দেশনাঃ এআরপি কি এবং কিভাবে আমি আরো উপার্জন করতে পারি?

a guest
Oct 19th, 2021
132
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 7.86 KB | None | 0 0
  1. এআরপি কি?
  2.  
  3. এরেনা রিওয়ার্ড পয়েন্টস অথবা এআরপিগুলো আয় করা যায় বিভিন্ন সাইটের বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে। এআরপি এলিয়েনঅয়ার এরেনাতে আপনার লেভেল বাড়ায়। এআরপি কে আপনি এক্সপির মত ভাবতে পারেন। আপনি যত বেশি আয় করবেন, তত বেশি আপনার র‍্যাঙ্ক।
  4.  
  5. "ঠিকাছে পন্ডিত, আমি এখানে লেভেল আপ করতে যাব কোন ঠেকায়?", আপনি প্রশ্ন করতে পারেন।
  6.  
  7. ভাল প্রশ্নঃ সবচেয়ে মোক্ষম কারন মানুষ লেভেল আপ করতে চায় কারণ যাতে সে ভালো গিভআওয়ে গুলোতে যাতে অংশগ্রহণ করতে পারে। আমি জানিনা আপনি কি জানেন নাকি, আমরা আমরা অনেক গেম এবং ইন গেম আইটেম গিভাওয়ে করি। ঐ গিভাওয়েগুলো সবসময় সবার জন্য থাকে না। এমন কি বেশিরভাগ গিভাওয়েগুলোতেই আপনাকে কমপক্ষে লেভেল ২ হতে হবে। সুতরাং আপনারা যারা এটি প্রথমবারের মত জানলেন যে আমরা গেম(আপনার পছন্দেরটা বসিয়ে নিন) গিভাওয়ে করছি, এই নির্দেশনা সত্যিই আপনার জন্য। আমরা চাই, আপনারা গেমটি পান। আমরা জানি এত ঝামেলার মধ্যে দিয়ে যাওয়াটা বিরক্তিকর(এখন ফ্রি কিন্তু, অভিযোগ করার বেশী কিছু নাই), তাই আমরা এটাকে যত সহজ এবং মজার করার চেষ্টা করি।
  8.  
  9. এখানে আরো কারণ আছে লেভেল আপ করার। যদি আপনি রিওয়ার্ড পেজে ( রিওয়ার্ড পেজের লিঙ্ক), তাহলে আপনি দেখতে পারবেন, আপনি যত উপরে যাবেন আরো কিছু সুন্দর সুন্দর অপশন আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি আমেরিকায় থাকেন(আরো দেশ আসছে™), আমরা আপনাকে বেশ কিছু উপহারের মধ্যে থেকে বেছে নেয়ার সুযোগ দেই। ফিজিক্যাল এবং ডিজিটাল দুটোই। শুধুমাত্র বিভিন্ন প্রকারের মধ্যে ঘুরুন আর আপনার পছন্দেরগুলোতে ক্লিক করুন। এখানে কিন্তু কোনো ধান্ধাবাজি নেই। আমি জানি এটা ধান্ধাবাজির মতো মনে হচ্ছে কিন্তু না। এটাই সত্যি। আপনার কোনো কিছুর জন্য এক পয়সাও খরচ করা লাগবেনা। এমনকি শিপিংও না। আমাদের নিশ্চিত হতে কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন হয় না। যান, ক্লেইম করেন, আর বলেন কোথায় এটা পাঠাতে হবে। শেষ।
  10. কোনো সুতো টানাটানি নেই।
  11.  
  12.  
  13. কিভাবে এআরপি উপার্জন করতে হয়ঃ
  14.  
  15.  
  16. এআরপি আয় করার তিনটি উপায় আছে। কোনোটায় আবার আপনাকে কোনো কাজই করতে হয় না।
  17.  
  18. প্রতিদিন লগইনঃ
  19. আপনি প্রতিদিনই কিছু বিশেষ উপহার এবং এআরপি পাবেন লগইনের সাথে সাথে। উপহার নির্ভর করে মোট কতদিন আপনি টানা লগইন করেছেন। ক্যালেন্ডার মেনুতে জান আপনার ইউজার মেনু থেকে। (একদম উপরে ডানে)
  20.  
  21. কোয়েস্ট (মিনি গেমস):
  22. প্রতিদিন নতুন নতুন মিনি গেমস খেলা যায়। এগুল সাধারণত এক মিনিটেরও কম সময় নেয়। শেষ করার পর আপনি কিছু এআরপি পাবেন। কোনোটাতে বেশী আবার কোনোটাতে কম। সম্পূর্ণটাই ভাগ্যের উপর।
  23.  
  24. কমিউনিটিঃ
  25.  
  26. কমিউনিটি গেইন (সিজি) উপার্জন করা যায় পোস্টে আপভোট পাওয়ার মাধ্যমে। যতবার আপনি নতুন কন্টেন্ট তৈরি করবেন, এটার মাধ্যমে আপনি আপভোট পেতে পারবেন। যত বেশী ভোট, তত বেশী এআরপি।
  27.  
  28. যা বলা হলো, এটা শুধুমাত্র একপাক্ষিক নয়। আমরা এখানে একটা লুকানো স্কোরিং সিস্টেম ব্যবস্থা ব্যবহার করি। যত উপরের লেভেল একজন সদস্যের, তার ভোট তত মুল্যবান। তার মানে আপনারা যারা নিচে আছেন, তাদের সিজি এতটা কাজ করেনা। কিন্তু যত উপরের লেভেলে আপনি যাবেন ততবেশী আপনার ক্ষমতা। প্রায় ভিডিও গেমের মতো। কাকতালিয় তাই না?!
  29.  
  30.  
  31. কিভাবে এআরপি হারায়ঃ
  32.  
  33. যা দেয়া যায়, তা নিয়েও নেয়া যায়। কেউ কেউ এটা দেরী করে বোঝে। আবোল তাবোল স্প্যামিং এবং ভোট দেয়ার জন্য ভ্যা ভ্যা করলে আপনি নিজের ঘাড়ের উপর ঠাডা ফেললেন। যখন একজন এডমিন/মডারেটর কারো পোস্ট নিউক(ঠাডা ফেলা) করে তাহলে ঐ ব্যাক্তি ১০ এআরপি হারায়। কেউ এটা দেরী করে বোঝে। কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে যায়। ঐ ব্যাক্তিটি হবেন না। আপনি কাদবেন, আমি হাসবো। মুহাহাহা...
  34.  
  35. আশা করি, এই গাইডটা কাজের আসবে। আপনি আমাদের এফএকিউ সেকশনে ঢু মেরে দেখতে পারেন।
  36. সুতরাং এগিয়ে যান, লেভেল আপ করা শুরু করুন।
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement